পুঁজিবাজার
দেড় ঘণ্টায় ১৭৮ শেয়ারদর বৃদ্ধি, লেনদেন ২৯৩ কোটি

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ১৭৮টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৯৩ কোটি টাকার বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৬ মে) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৮৭ পয়েন্টে।
এছাড়া শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৮৩ পয়েন্ট কমে যথাক্রমে ১১০১ ও ১৮৪২ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৯৩ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮ কোম্পানির শেয়ারদর।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
ব্লকে ৩১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ১৬ লাখ ২৫ হাজার ৪১৫টি শেয়ার ৬২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ৩৮ লাখ ৬১ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৬ মে) ব্লকে সবচেয়ে বেশি মিডল্যান্ড ব্যাংকের ১০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬ কোটি ৩৯ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা এনসিসি ব্যাংকের ৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সাউথইস্ট ব্যাংকের এমডির দায়িত্বে ডিএমডি আবিদুর রহমান চৌধুরী

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ফলে বর্তমানে এমডির দায়িত্ব পালন করবেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আবিদুর রহমান চৌধুরী।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির পরিচালনা পর্ষদ ৫ মে থেকে আবিদুর রহমান চৌধুরীকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (বর্তমান দায়িত্ব) হিসেবে নিযুক্ত করেছে।
এর আগে সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ কিছু অনিয়মের অভিযোগের তদন্তের স্বার্থে এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে ৪ মে থেকে আগামী ৪ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। এমডি ছুটিতে থাকাকালীন, আবিদুর রহিম চৌধুরী ৪ আগস্ট পর্যন্ত এমডি বা ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
কোম্পানি সচিব নিয়োগ দিলো ইউসিবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ব্যবস্থাপনার সিদ্ধান্ত মোতাবেক পুলক চৌধুরীকে কোম্পানির সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নতুন চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাশেদ আহমেদ চৌধুরী। সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রাশেদ আহমেদ চৌধুরী গত ১ মে থেকে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্বভার গ্রহণের আগে তিনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যান এবং বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। রাশেদ আহমেদ চৌধুরী এবিসি বিল্ডিং প্রোডাক্টস লিমিটেড এবং বঙ্গ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান। এছাড়া, তিনি অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন লিমিটেড (এবিসি) এবং এবিসি রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক।
এর আগে তিনি ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত অত্র ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) বোর্ড অফ ট্রাস্টিজের একজন প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং প্রাক্তন চেয়ারম্যান। তিনি ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক সভাপতি এবং ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতালের (আইআইইআইএন্ডএইচ) ব্যবস্থাপনা কমিটির সদস্য। তিনি চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, যুক্তরাজ্যের একজন সদস্য।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৩ মে, দুপুর ২টা ৪৫মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম