পুঁজিবাজার
রাশেদ মাকসুদের পদত্যাগের গুঞ্জনে ফের ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ দায়িত্ব নেওয়ার পর থেকে টানা পতনে দেশের পুঁজিবাজার। এতে পুঁজি হারিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ সাধারণ বিনিয়োগকারীরা। তার পদত্যাগেই পুঁজিবাজার চলমান সমস্যার একমাত্র সমাধান বলে মনে করছেন সাধারণ বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টরা। এরই মধ্যে আবারও তার পদত্যাগের গুঞ্জন উঠে। রাশেদ মাকসুদ আমেরিকা গেছেন, সে আর ফিরছেন না এবং শিগগরই তিনি পদত্যাগ করছেন- গুঞ্জন হলেও এমন তথ্যে স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের মাঝে। যার ইতিবাচক প্রভাবে আবারও ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার। আজ প্রথম কার্যদিবসে অধিকাংশ কোম্পানির শেয়ারদর বৃদ্ধির সঙ্গে সূচক ও লেনদেন বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্র মতে, আজ রবিবার (০৪ মে) সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৮ দশমিক ৩৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৫৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ২০ পয়েন্ট বেড়েছে। আর ‘ডিএস-৩০’ সূচক বেড়েছে ১১ দশমিক ১৩ পয়েন্ট।
আজ ডিএসইতে ৩৯৯ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩২৬ কোটি ৬৩ লাখ ৯২ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৯০টি কোম্পানির, বিপরীতে ৬৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
এসএম

পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই মাগুরা মাল্টিপ্লেক্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ১৫ জুন কোম্পানিটির শেয়ার দর ছিল ৭৫ টাকা ৮০ পয়সা। আর গত ২৬ আগস্ট বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ১১২ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৩৬ টাকা ৬০ পয়সা।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
কাফি
পুঁজিবাজার
এফএএস ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর পতনের শীর্ষে উঠে এসেছে এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড।
মঙ্গলবার (২৬ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫২ শতাংশ কমেছে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ারদর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৮ শতাংশ কমেছে।
আজ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং, বিআইএফসি, তাল্লু স্পিনিং, জিএসপি ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি।
কাফি
পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১ টাকা ৭০ টাকা বা ১০ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল পলিমারের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ।
আর তালিকার তৃতীয় স্থানে থাকা ইনফরশেন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ।
আজ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, মুন্নু ফেব্রিকস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, মঙ্গলবার (২৬ আগস্ট) কোম্পানিটির ৪২ কোটি ১১ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে মালেক স্পিনিং মিলসের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৫৭ লাখ ৮৬ হাজার টাকার।
আর ২৭ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন এবং ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
কাফি
পুঁজিবাজার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে ২১৫ কোম্পানির দর কমেছে। অন্যদিকে গত কার্যদিবসের চেয়ে টাকা অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৬ আগস্ট) ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৪৮ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯০ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৫ দশমিক ০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ ১৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৭৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৭ টির, কমেছে ১১৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারদর।
কাফি