পুঁজিবাজার
আফতাব অটোর লোকসান কমেছে ২৮ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছর একই সময়ে তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ২৮ দশমিক ২৬ শতাংশ।
বুধবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৩৩ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪৬ পয়সা লোকসান হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ১ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ১ টাকা ৪০ পয়সা লোকসান হয়েছিল। প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ১৫ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৭ টাকা ৯২ পয়সা।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
রূপালী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৩ মে, বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
প্রাইম টেক্সটাইলের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে ৩৮৫টি কোম্পানির। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর পতন হয়েছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০৭ মে) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ৬০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।
দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯১ শতাংশ। আর ৯ দশমিক ৮৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মাইডাস ফাইন্যান্স।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, জেমিনি সি ফুড, এস.আলম কোল্ড রোল্ড, মিথুন নিটিং, এইচ আর টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ এবং খুলনা পাওয়ার।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
অসম্পূর্ণ টপটেন গেইনার তালিকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ৩৮৫ কোম্পানির দরপতন হয়েছে। সেই সঙ্গে দর অপরিবর্তিত রয়েছে আরও ৫ কোম্পানির। ফলে এদিন ডিএসইর টপেটেন গেইনার তালিকা পূর্ণ হয়নি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৭ মে) ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৯টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ০৫টির, কমেছে ৩৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৩টির।
এদিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ০১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৬২ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ দশমিক ৪৬ শতাংশ। আর ৪ দশমিক ৭৯ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এনআরবি ব্যাংক।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বারাকা পাওয়ার ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়্যার্ক লিমিটেড।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০৭ মে) কোম্পানিটির ৩৭ কোটি ১২ লাখ ০৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯১ লাখ টাকার। আর ৩১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বারাকা পতেঙ্গা পাওয়ার, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফাইন ফুড, বারাকা পাওয়ার, বেক্সিমকো ফার্মা এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
যুদ্ধের প্রভাব নয়, রাশেদ মাকসুদের প্রতি আস্থাহীনতায় ভয়াবহ পতন শেয়ারবাজারে

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বড় ধরনের পতন হয়েছে। একদিনে ডিএসই প্রধান সূচক কমেছে ১৪৯ পয়েন্ট। অনেকেই এটি ভারত ও পাকিস্তানের যুদ্ধের প্রভাব মনে করলেও বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টরা বলছে এটি যুদ্ধের প্রভাব নয়, রাশেদ মাকসুদ কমিশনে আস্থাহীনতায় পুঁজিবাজারে বড় পতন হয়েছে। যুদ্ধের উত্তাপের মধ্যেও ভারতের পুঁজিবাজার ইতিবাচক রয়েছে, অথচ দেশের পুঁজিবাজারে ভিন্ন চিত্র। এর একমাত্র কারণ রাশেদ মাকসুদের প্রতি আস্থাহীনতা আর একারণে ধারাবাহিক পতনের বৃত্তে আটকে আছে পুঁজিবাজার।
বুধবার (৭ মে) লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বড় ধরনের পতনের মুখে পড়ে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক কমেছে ১৪৯ পয়েন্ট। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৮৫টির শেয়ারদর কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪৯ দশমিক ৩০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮০২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪১ দশমিক ৯২ পয়েন্ট কমে ১০৪৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪০ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১৭৯৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫১৬ কোটি ৪৬ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৪৯ কোটি ৭৪ লাখ ১৩ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র ৯টি কোম্পানির, বিপরীতে ৩৮৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
এসএম