কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদ সভা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৯৫তম সভা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল আলম পিএইচডি, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী সভায় উপস্থিত ছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপহারসামগ্রী প্রদানের জন্য ঢাকার আশকোনাস্থ হজক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
সস্প্রতি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন।
এসময় ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান একেএম মাহবুব মোরশেদ, বিজিনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন প্রধান মো. মজনুজ্জামান ও ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিভিশন প্রধান নজরুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংক প্রতি বছর আশকোনাস্থ হজ ক্যাম্পে বুথ স্থাপনের মাধ্যমে হজ যাত্রীদেরকে ব্যাংকিং সেবা, তথ্য ও হজে ব্যবহার উপযোগী উপহারসামগ্রী দিয়ে আসছে।
এ বছর হজযাত্রীদের নগদ টাকা বহনের ঝুঁকি ও ঝামেলা এড়াতে ইসলামী ব্যাংক চালু করেছে হজ প্রিপেইড কার্ড। এ কার্ডে সবোর্চ্চ ১২০০ ডলার বা ১ লক্ষ ৫০ হাজার টাকা লোড করা যাবে। হজযাত্রীরা সৌদি আরবের যেকোনো এটিএম থেকে এ কার্ড ব্যবহার করে সৌদি রিয়াল উত্তোলন ও কেনাকাটা করতে পারবেন। এ কার্ড হজবুথ ছাড়াও ইসলামী ব্যাংকের যেকোনো শাখা-উপশাখা থেকে সংগ্রহ করা যাচ্ছে।
এ বুথে বাংলাদেশি টাকার বিনিময়ে সৌদি রিয়াল নগদ সরবরাহ এবং ডেবিট ও খিদমাহ কার্ডে ডলার এন্ডোর্স করে দেওয়া হচ্ছে। হজযাত্রীরা এখানে এটিএম বুথ থেকে নগদ উত্তোলনের সুবিধাও পাচ্ছেন। দিন-রাত ২৪ ঘন্টা ব্যাংকিং সেবা ছাড়াও ব্যাংকের পক্ষ থেকে উপহার হিসেবে হজ পালনের নিয়মাবলী ও প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট ও হজ গাইডলাইন প্রদান করা হচ্ছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সবুজ আবাসনের উন্নয়নে আইএফসির সঙ্গে ডিবিএইচের চুক্তি

দেশের সর্ববৃহৎ গৃহঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। সবুজ আবাসন নিয়ে একসঙ্গে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।
ডিবিএইচ ও আইএফসি বিগত কয়েক বছর ধরে সাশ্রয়ী আবাসনের প্রসারে কাজ করে যাচ্ছে। সেই সফল অংশীদারিত্বের ধারাবাহিকতায় নতুন এই চুক্তি স্বাক্ষরিত হয়। যার মাধ্যমে আইএফসি সবুজ আবাসন বা গ্রীন হাউজিং ফাইন্যান্সের ক্ষেত্রে ডিবিএইচের সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে যা আগ্রহী গ্রাহকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করবে।
ডিবিএইচের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন এবং আইএফসির পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টম্যান চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আইএফসির সাউথ এশিয়া ম্যানেজার (এফআইজি আপস্ট্রিম ও এডভাইসরি) মেহদি চেরকাউই, ডিবিএইচের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চীফ অপারেটিং অফিসার এ কে এম তানভীর কামাল সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই অংশীদারিত্বের মাধ্যমে ডিবিএইচ সবুজ আবাসনে আগ্রহী গ্রাহককে নিজের বাড়ী নির্মাণের জন্য অথবা নির্মাণ প্রতিষ্ঠান থেকে ফ্ল্যাট কেনার জন্য আরো কার্যকরভাবে অর্থায়ন করবে। সাশ্রয়ী ও সবুজ আবাসনের প্রসারের জন্য ডিবিএইচ যে প্রতিশ্রম্নতিবব্ধ, এই চুক্তি তারই প্রতিফলন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের বোর্ড সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে হাইব্রিড সিস্টেমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
এছাড়া এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল ও প্রফেসর ড. এম জুবায়দুর রহমান, ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান, শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শরীয়াহ কাউন্সিলের সভা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির শরীয়াহ কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমাদ।
এছাড়া পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া, শরীয়াহ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী, শরীয়াহ কাউন্সিলের সদস্য মাওলানা আবদুস শহীদ নাসিম, মোহাম্মদ আজহারুল ইসলাম, ড. মো. রুহুল আমীন রব্বানী এবং ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হকসহ ব্যাংকের অন্যান্য নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
শরিয়াহ সম্মত কোরবানির নিশ্চয়তা দিচ্ছে এসিআই কোরবানি এক্সপ্রেস

ঈদুল আযহা সামনে রেখে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান এসিআই নিয়ে এসেছে এসিআই কোরবানি এক্সপ্রেস- একটি নতুন, নিরাপদ ও শরীয়তসম্মত কোরবানি পশু সংগ্রহের সমাধান। এসিআইয়ের খুচরা বিপণন সংস্থা স্বপ্ন’র সঙ্গে যৌথভাবে এই সেবা চালু হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো কোরবানির প্রক্রিয়া সহজ করা, শরীয়তের বিধান মেনে চলা এবং প্রান্তিক খামারিদের ন্যায্য সুযোগ নিশ্চিত করা।
দীর্ঘদিন ধরেই প্রচলিত পশুর হাটগুলোতে কোরবানির পশু কেনা নিয়ে ভোগান্তি, স্বাস্থ্যগত অনিশ্চয়তা, দাম নিয়ে অস্পষ্টতা এবং স্বচ্ছতার অভাব দেখা যায়। এসিআই কোরবানি এক্সপ্রেস এসব সমস্যার সমাধান এনেছে একটি আধুনিক, নিরাপদ ও কার্যকর প্ল্যাটফর্মের মাধ্যমে—যেটি শহর ও গ্রামের ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই সময়োপযোগী।
স্বপ্নের বিস্তৃত নেটওয়ার্ক এবং নির্ভরযোগ্য অবকাঠামোর মাধ্যমে এখন গ্রাহকরা ঘরে বসেই আত্মবিশ্বাসের সঙ্গে কোরবানির পশু বুক করতে পারবেন। এই প্ল্যাটফর্ম সরাসরি খামারি থেকে ক্রেতার কাছে পশু পৌঁছে দেয়, ফলে মধ্যস্বত্বভোগী বাদ পড়ে এবং খামারিরা ন্যায্য দাম পান। এতে গ্রামীণ অর্থনীতি মজবুত হয় এবং ছোট খামারিরা লাভবান হন।
এসিআই কোরবানি এক্সপ্রেসের আরেকটি বৈশিষ্ট্য হলো ধাপে ধাপে অর্থ পরিশোধের সুবিধা, যা গ্রাহকদের চাপমুক্তভাবে পশু কেনার সুযোগ করে দেয়। সম্পূর্ণ মূল্য পরিশোধের পর পশুটি ঈদের দুই দিন আগে ক্রেতার ঠিকানায় পৌঁছে যায়, যা নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করে। বর্তমানে এই সেবা শুধু ঢাকা শহরের জন্য প্রযোজ্য।
এই উদ্যোগের অন্যতম আকর্ষণ হলো নিরাপদ ও প্রাকৃতিক পদ্ধতিতে পশু পালন। পশুগুলো প্রান্তিক খামারিরা কৃত্রিম স্টেরয়েড বা ক্ষতিকর হরমোন ছাড়াই লালন-পালন করেন। প্রতিটি পশুর স্বাস্থ্য পর্যবেক্ষণ করেন অভিজ্ঞ পশু চিকিৎসকরা-নিয়মিত টিকা, ডিওয়ার্মিং ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গ্রাহকরা প্রতি মাসে স্বাস্থ্য আপডেট পান এবং ইচ্ছা করলে সরাসরি খামারে গিয়ে পশু দেখতে পারেন-যা স্বচ্ছতা ও আস্থা বাড়ায়।
গ্রাহকদের জন্য সর্বোচ্চ ন্যায্যতা নিশ্চিত করতে লাইভ ওয়েট প্রাইসিং (প্রাণির জীবন্ত ওজন অনুযায়ী মূল্য) পদ্ধতি চালু করা হয়েছে। বুকিং থেকে ডেলিভারি পর্যন্ত প্রতিটি পশুকে একটি ইউনিক আইডি কোড দিয়ে চিহ্নিত করা হয়, যা পুরো প্রক্রিয়াকে ট্র্যাকযোগ্য এবং নিশ্চিত করে মানসম্পন্ন সেবা।
পুরো প্রক্রিয়া শরীয়াহ সুপারভাইজরি বোর্ড দ্বারা তদারকিকৃত, যেখানে মালিকানা হস্তান্তর থেকে শুরু করে পশুর অসুস্থতা বা অকাল মৃত্যুজনিত পরিস্থিতিরও শরীয়তসম্মত সমাধান নিশ্চিত করা হয়। আগেভাগে বুকিং করার মাধ্যমে গ্রাহকরা তাদের পশুর সঙ্গে এক ধরণের আত্মিক সম্পর্ক গড়ে তুলতে পারেন—যা কোরবানির মূল চেতনাকে তুলে ধরে।
নৈতিক পশুপালন, স্বাস্থ্য সুরক্ষা, আধুনিক লজিস্টিকস ও ধর্মীয় অনুশাসনের সমন্বয়ে এসিআই কোরবানি এক্সপ্রেস কোরবানির রীতিতে নিয়ে এসেছে এক নতুন মাত্রা- দায়িত্বশীল এবং অর্থবহ।
এই নতুন ধারার কোরবানি অভিজ্ঞতা নিতে ভিজিট করুন স্বপ্ন ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপে।
কাফি