পুঁজিবাজার
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না বিডি ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৪১ টাকা ৬১ পয়সা লোকসান হয়েছে। আগের বছর সমন্বিতভাবে ৫ টাকা ৬০ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৩০ টাকা ৫ পয়সা।
আগামী ২৯ মে সকাল ১১ টায় ডিজিটাল হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ মে ।
কাফি

পুঁজিবাজার
প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের নো ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত সময়ের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। আলোচ্য বছরের জন্য প্রতিষ্ঠানটি ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ২৮ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৭৭ পয়সা।
এছাড়া, গত ৩০ জুন,২০২৫ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ৮২ পয়সা।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২৭ আগস্ট।
এসএম
পুঁজিবাজার
লভ্যাংশ দেবে না আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১ ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত সময়ের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। আলোচ্য বছরের জন্য প্রতিষ্ঠানটি ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ৩২ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ৩৩ পয়সা।
এছাড়া, গত ৩০ জুন,২০২৫ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬ টাকা ৮০ পয়সা।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২৭ আগস্ট।
এসএম
পুঁজিবাজার
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত সময়ের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। আলোচ্য বছরের জন্য প্রতিষ্ঠানটি ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০২ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৭৪ পয়সা।
এছাড়া, গত ৩০ জুন, ২০২৫ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ২৬ পয়সা।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২৭ আগস্ট।
পুঁজিবাজার
জনতা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ৩৬ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স পিএলসি গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৩৬ দশমিক ৭০ শতাংশ।
বুধবার (০৬ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫০ পয়সা। গত বছর একই সময়ে ৭৯ পয়সা আয় হয়েছিল।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির আয় হয়েছে ৭৭ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ৭০ পয়সা।
গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৫ টাকা ৭৪ পয়সা।
এসএম
পুঁজিবাজার
ব্লকে ২৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮২ লাখ ৬৮ হাজার ৪১২ টি শেয়ার ১১১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৯ কোটি ৭৭ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০৬ আগস্ট) ব্লকে সবচেয়ে বেশি ট্রাস্ট ব্যাংকের ৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি ইন্স্যুরেন্সের ৫ কোটি ২৯ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম