পুঁজিবাজার
পুঁজিবাজারে আইপিও না আসা ও বন্ড মার্কেটের উন্নয়নে কাজ করবে সরকার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জনবল সংকট, আইপিও না আসা ও বন্ড মার্কেটের উন্নয়ন না হওয়া, নেগেটিভ ইক্যুইটি সহ নানা সমস্যায় দেশের পুঁজিবাজার। এসব সমস্যা থেকে বের হতে পুঁজিবাজার অংশীজনদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পুঁজিবাজারের নানা সমস্যা উঠে এসেছে। এর মধ্যে নেগেটিভ ইক্যুইটি, বিএসইসির জনবল সংকট, আইপিও না আসা ও বন্ড মার্কেটের উন্নয়ন না হওয়া।
নেগেটিভ ইক্যুইটির সমাধান কিভাবে করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে আইপিও আসছে না। কিভাবে ভালো কোম্পানি বাজারে আনা যায় সে সমাধান নিয়ে আলোচনা করেন ড.আনিসুজ্জামান।
বৈঠকে বন্ড মার্কেট উন্নয়ন না হওয়ার পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়, সঞ্চয়পত্রের রেট বেশি তাই করপোরেট বন্ড আগ্রহ না থাকাই স্বাভাবিক। এ কারণে ঘুরে দাঁড়াতে পারছে না দেশের বন্ড মার্কেট।
অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম জানান, পুঁজিবাজারে চলমান সমস্যা নিয়ে অংশীজনদের নিয়ে আজকের সভা অনুষ্ঠিত হয়েছে। নেগেটিভ ইক্যুইটি থেকে শুরু করে বেশকিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে। এগুলোর প্রতিবেদন তৈরি করে গঠিত কমিটি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেবে বলে জানান আবুল কালাম।
উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) শক্তিশালী করতে এবং পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে বাজার সংশ্লিষ্ট ১০ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ এবং পুঁজিবাজার উন্নয়ন কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলাম, কমিটির সদস্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিমা ও পুঁজিবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির চেয়ারম্যান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির চেয়ারম্যান, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) বাবস্থাপনা পরিচালক, ডিএসই ব্রোকার্স অ্যাসিয়োসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি, অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজম্যান্ট কোম্পানি আন্ড মিউচুয়াল ফান্ডের সহ-সভাপতি, দি ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউন্ট্যাসি অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি, অ্যাসোসিয়েশন অব ক্রেডিট রেটিং এজেন্সির সভাপতি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৭ মার্চ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক সার্কুলারের মাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীকে সভাপতি করে ৪ সদস্যের কমিটি গঠন করে।
কাফি

পুঁজিবাজার
প্রাইম ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ কমেছে, যার ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৬.১৪ শতাংশ কমেছে। আর ২০ পয়সা বা ৬.০৬ শতাংশ শেয়ার দর কমে তৃতীয় স্থানে রয়েছে পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির ৫.৯০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল মিলসের ৫.৭১ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির ৫.৭০ শতাংশ, জিএসপি ফাইন্যান্স কোম্পানির ৫.৫৬ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের ৫.২৬ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৫.১৫ শতাংশ এবং তাল্লু স্পিনিং মিলসের ৪.৮৪ শতাংশ দর কমেছে।
কাফি
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ইনটেক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস। কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর ৯ দশমিক ৯৬ শতাংশ শেয়ার দর বেড়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বঙ্গজ লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বে লিজিংয়ে ৯.০৯ শতাংশ,স্ট্যান্ডার্ড সিরামিকের ৮.৯৫ শতাংশ, শ্যামপুর সুগার মিলস লিমিটেডের ৮.৫১ শতাংশ, দি পেনিনসুলার ৮.৪০ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৭.৬৮ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৭.৫০ শতাংশ এবং ফার্স্ট ফাইন্যান্সের ৭.৪১ শতাংশ দর বেড়েছে।
কাফি
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ কোম্পানিটির ২৮ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদাস্। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ২৯ লাখ ৫ হাজার টাকার। আর ২৩ কোটি ৩৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি ব্যাংক, সোনালী পেপার, বিএসসি, রবি, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
কাফি
পুঁজিবাজার
সূচকের সঙ্গে লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে টাকার অংকের কমেছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০১ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৬০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৮৩ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১২২৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৯৬ পয়েন্ট কমে ২১৮৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ১ হাজার ১৮১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ১২৯৬ কোটি ৪৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৯টি কোম্পানির, বিপরীতে ২৪৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
কাফি
পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় ৬১৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ৬১৯ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০১ সেপ্টেম্বর) বেলা ১২টা ২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৩ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬১৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৭ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৫ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৫ ও ২১৯৯ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৮টি, কমেছে ১৫২টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ারের।
কাফি