অর্থনীতি
মার্চের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২২৫ কোটি ডলার

চলতি মার্চ মাসের প্রথম ১৯ দিনে ২২৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা দরে যার পরিমাণ ২৭ হাজার ৪৭৪ কোটি ৪০ লাখ টাকা। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, মার্চের প্রথম ১৯ দিনে দেশে যে রেমিট্যান্স এসেছে তা গত বছরের তুলনায় ৭৮ শতাংশ বেশি। গত বছর একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ২০ লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, প্রবাসীদের পাঠানো ২২৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্সের মধ্যে ১৯ মার্চ একদিনেই এসেছে ১৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
এর আগে, ফেব্রুয়ারি মাসে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ৯৪ কোটি টাকা।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার এবং ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অর্থনীতি
রোহিঙ্গাদের জন্য আরও ৭৩ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন বা ৭ দশমিক ৩ কোটি মার্কিন ডলারের নতুন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতি ডলার ১২১ টাকা ৪৫ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৮৮৬ কোটি ৫৮ লাখ টাকা। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে দেওয়ার পর সৃষ্ট উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তার এ ঘোষণা এলো।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে ওই অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে, আমাদের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী ব্যয়ের সঙ্গে জড়িত রয়েছেন। ডব্লিউএফপির মাধ্যমে খাদ্য ও পুষ্টি সহায়তা দেওয়া হবে। দশ লাখেরও বেশি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তা দেওয়া হবে। আমাদের আন্তর্জাতিক অংশীদারদের এ ধরনের জীবন রক্ষাকারী সহায়তার বোঝা ভাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।
এই সহায়তা রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের জন্য জরুরি খাদ্য, পানীয় জল, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার কাজে ব্যবহৃত হবে।
প্রতিবেশী মিয়ানমারের সামরিক অভিযানের মুখে পালিয়ে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গাকে কক্সবাজার জেলার বিভিন্ন শিবিরে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অর্থনীতি
সরবরাহ সংকটে বেড়েছে সবজির দাম, মুরগি ও মাংসের বাজার চড়া

সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে গ্রীষ্মকালীন সবজি ও মুরগির বাজার চড়া রয়েছে। সরবরাহ কম এবং মৌসুম শুরু হওয়ায় গ্রীষ্মকালীন সবজি দাম চড়া রয়েছে।
একই সঙ্গে পবিত্র ঈদ-উল ফিতরকে কেন্দ্র করে মুরগি ও গরুর মাংসের দাম বেড়েছে। তবে এসব বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর তালতলা ও শেওড়াপাড়া বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
রাজধানীর এসব বাজার ঘুরে দেখা গেছে, গ্রীষ্মকালীন সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। গ্রীষ্মকালীন সবজি কোনোটাই ৮০ টাকা দরের নিচে বিক্রি হচ্ছে না।
এসব বাজারে গ্রীষ্মকালীন সবজি বেগুন ৮০ থেকে ১০০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ১২০ টাকায়, পটল ১০০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কচুর মুখী ১২০ টাকা, কচুর লতি ১২০ টাকা, সাজনা ১৬০ টাকা ঝিঙা ৮০ টাকা এবং কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে পেঁপেটা প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
মৌসুম শেষ হয়ে যাওয়ায় এসব বাজারে সিম ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা পিস, বাঁধা কপি বড় সাইজের ৪০ থেকে ৫০ টাকা পিস, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা, পাকা টমেটো কেজিতে ৩০ থেকে ৪০ টাকা, গাজর ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৬০ টাকা, মটরশুঁটি ১০০ থেকে ১২০ টাকা, খিরাই ৮০ টাকা এবং শসা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে লেবুর হালি ৪০ থেকে ৬০ টাকা, ধনে পাতা ১৪০ টাকা কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চাল কুমড়া ৮০ টাকা পিস এবং মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে লাল শাক ১০ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, মূলা শাক ১০ টাকা, পালং শাক ১০ টাকা, কলমি শাক তিন আঁটি ২০ টাকা, পুঁই শাক ৫০ টাকা এবং ডাটা শাক ২০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে।
এদিকে ঈদকে কেন্দ্র করে মুরগির বাজারে অস্থিরতা চলছে। এসব বাজারে সোনালি কক মুরগি ৩৩০ টাকায় এবং সোনালি হাইব্রিড ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগি ৩১০ টাকা, সাদা লেয়ার ৩০০ টাকা, ব্রয়লার মুরগি ২২০ টাকা এবং দেশি মুরগি ৬৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
হঠাৎ করে মুরগির দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমেছে বলে জানিয়েছেন শেওড়াপাড়া অলি মিয়ার বাজারে মুরগি বিক্রেতা মো. রাকিব। তিনি বলেন, গত দুই সপ্তাহ ধরে মুরগির দাম চড়া রয়েছে। সকল ধরনের মুরগি কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। দাম বেড়ে যাওয়ায় আমাদের বিক্রি অর্ধেকে নেমেছে বলে তিনি জানান।
এসব বাজারে আলু ও পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। নতুন আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে বগুড়ার লাল আলু ৩০ টাকা এবং দেশি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে আদা ১২০ থেকে ২৮০ টাকা, রসুন দেশি ১০০ টাকা এবং ইন্ডিয়ান ২৩০ থেকে ২৪০ টাকা, দেশি মশুর ডাল ১৪০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা, ছোলা ১১০ টাকা, খেসারির ডাল ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মিনিকেট চাল প্রকারভেদে ৮২ থেকে ৯২ টাকা এবং নাজিরশাইল চাল৮৪ থেকে ৯০ টাকা, স্বর্ণা ৫৫ টাকা এবং ২৮ বিক্রি হচ্ছে ৬৫ টাকা দরে।
অন্যদিকে চলতি সপ্তাহে মাছের বাজার স্থিতিশীল রয়েছে। এসব বাজারে ৫০০ গ্রামের ইলিশ ১১০০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রামের ১৭০০ টাকা, এক কেজি ওজনের ২০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে এক কেজি শিং মাছ চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকায়, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৩৮০ থেকে ৪৫০ টাকায়, দেশি মাগুর মাছ ৮০০ থেকে ১০০০ টাকা , মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকায়, চাষের পাঙ্গাস ২০০ থেকে ২৩০ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৭৫০ থেকে ১২০০ টাকায়, বোয়াল মাছ প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকায়, বড় কাতল ৩৫০ থেকে ৪৫০ টাকায়, পোয়া মাছ ৩৫০ থেকে ৪০০ টাকায়, পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, তেলাপিয়া ২২০ টাকায়, কৈ মাছ ২২০ থেকে ২৩০ টাকায়, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৩০০ টাকায়, টেংরা মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৫০০ টাকায়, পাঁচ মিশালি মাছ ২২০ টাকায়, রুপচাঁদা ১২০০ টাকা, বড় বাইম মাছ ১২০০ থেকে ১৪০০ টাকা, দেশি কই ১২০০ টাকা, সোল মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, বেলে মাছ ৮০০ টাকা, কোড়াল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গরুর মাংস কেজিতে ২০ টাকা বেড়ে কেজি প্রতি ৭৮০ থেকে ৮০০ টাকায়, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১১৫০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়, হাঁসের ডিম ২২০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অর্থনীতি
যমুনা সেতুতে একদিনে টোল আদায় আড়াই কোটি টাকারও বেশি

ঈদ উদযাপনে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। ফলে যানবাহনের চাপ বেড়েছে যমুনা সেতুতে। একদিনে (গত ২৪ ঘণ্টায়) এ সেতুর ওপর দিয়ে ৩৫ হাজার ২২৭টি গাড়ি চলাচল করেছে। এতে উভয় পাশে টোল আদায় হয়েছে দুই কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (২৮ মার্চ) ভোরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যমুনা সেতু দিয়ে গাড়ি পারাপার হয়েছে ৩৫ হাজার ২২৭টি। এরমধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২০ হাজার ২৪১ ও উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ১৪ হাজার ৯৮৬ গাড়ি চলাচল করেছে।
এরমধ্যে পূর্ব টোলপ্লাজায় এক কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা ও পশ্চিম টোলপ্লাজায় আদায় হয়েছে এক কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ গাড়ি পারাপার হয়েছে। তবে আজ এই সংখ্যা আরও বাড়তে পারে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অর্থনীতি
চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বিনিয়োগ সংলাপ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপ চলছে।
স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) বেলা পৌনে ১২টায় বেইজিংয়ের দ্য প্রেসিডেনশিয়াল হোটেলে এ সংলাপ শুরু হয়। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।
গত ২৬ মার্চ চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। পরদিন ২৭ মার্চ অধ্যাপক ইউনূস বোয়াও ফোরামে বক্তব্য দেন।
‘এক পরিবর্তনশীল বিশ্বে এশিয়া: একটি অভিন্ন ভবিষ্যতের দিকে’ শীর্ষক বক্তৃতায় তিনি এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
সফর শেষে ২৯ মার্চ তিনি দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অর্থনীতি
জুলাই অভ্যুত্থানের দলিল সংগ্রহে ৩৭ কোটি বরাদ্দ প্রস্তাব

২০২৪ সালের জুলাই মাসে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে রূপ নেয় গণঅভ্যুত্থানে। সেই আন্দোলনের ইতিহাস সংরক্ষণে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে ‘দেশি ও বিদেশি উৎস থেকে ছাত্রজনতার গণঅভ্যুত্থান-২০২৪ এর অডিও-ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ’ প্রকল্প তৈরি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় ৩৭ কোটি টাকা।
এরই মধ্যে প্রকল্পের প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ের সঠিক ইতিহাসের দলিল তৈরি ও সংরক্ষণের জন্য একটি প্রস্তাব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রস্তাবটি নিয়ে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা হয়েছে।
প্রকল্পটিতে প্রচার ও বিজ্ঞাপন খাতে ব্যয় বরাদ্দ ২০ লাখ টাকা। বই ও জার্নাল কেনায় ১০ লাখ টাকা। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ১৫ লাখ, পেট্রল-অয়েল ও লুব্রিকেন্ট ব্যয় ৫ লাখ এবং ভ্রমণ ব্যয় ৩০ লাখ টাকা রাখার জন্য বলা হয়েছে।
অফিস সামগ্রীর মধ্যে কম্পিউটারের জন্য ৫ লাখ টাকা, পরামর্শক ফির জন্য ১ কোটি ৬৫ লাখ টাকা, সম্মানি বাবদ ২০ লাখ টাকা, অনুষ্ঠান বা উৎসব খাতে ১০ লাখ এবং সাধারণ থোক হিসাবে ১০ লাখ টাকা রাখার প্রস্তাব করা হয়।
এছাড়া গণঅভ্যুত্থান-২০২৪ এর সমন্বয়ক, ছাত্রনেতা, আহত ছাত্র-জনতা ও শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎকারভিত্তিক ৩০০টি ডকুমেন্টারির ব্যয় এবং বিশেষায়িত ফিল্ম মিউজিয়াম তৈরির খরচ প্রকল্পে রাখতে বলা হয়েছে।
প্রকল্পের পরিচালক ইয়াকুব আলী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের দলিল সংগ্রহে নতুন করে প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ৩৭ কোটি টাকা। তবে ব্যয় চূড়ান্তভাবে কমতে পারে। নতুন করে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) নেওয়া হবে।
ইয়াকুব আলী আরও বলেন, ১৯৭১ সালের মতোই ২০২৪ সালের ইতিহাস সংগ্রহ করা হবে। সম্পূর্ণ টাকা সরকারি কোষাগার থেকে মেটানো হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার জন্য আওয়ামী লীগ সরকার ‘দেশি ও বিদেশি উৎস থেকে মুক্তিযুদ্ধের অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। শেখ হাসিনা সরকার ২০২১ সালে এ প্রকল্প নিয়েছিল। তবে বর্তমানে প্রকল্পটি অসমাপ্ত রেখে সমাপ্ত করা হচ্ছে।
গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সভাকক্ষে প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির নবম সভা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল। সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথমে প্রকল্পের কাজ ২০২৪ সালে শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। এরপর প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়। এখন প্রকল্পটির কাজ অসমাপ্ত রেখেই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘দেশি ও বিদেশি উৎস থেকে মুক্তিযুদ্ধের অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্প সমাপ্ত প্রসঙ্গে প্রকল্পের পরিচালক ইয়াকুব আলী বলেন, এই প্রকল্পের প্রধান প্রধান কাজ কিন্তু সমাপ্ত হয়েছে। শুধু প্রশিক্ষণ ও কিছু যন্ত্রপাতি কেনা কাজ বাকি আছে। তাই প্রকল্পের কাজ সমাপ্ত রেখে নতুন করে প্রকল্প নেওয়া হচ্ছে।