পুঁজিবাজার
ন্যাশনাল ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে দর কমেছে ২২১টি কোম্পানির। এর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৭ মার্চ) কোম্পানিটির শেয়ারদর আগেরর দিনের তুলনায় কমেছে ২০ পয়সা বা ৬ দশমিক ৮১ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রবি আজিয়াটার শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৬ দশমিক ৭৬ শতাংশ। আর ৬ দশমিক ১৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, কাসেম ইন্ডাস্ট্রিজ, সিকদার ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
রাশেদ মাকসুদ আ.লীগের দালাল, এই দালালকে সরাতে হবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসণের দাবিতে এক সাধারণ বিনিয়োগকারী বলেন, রাশেদ মাকসুদ আওয়ামী লীগের দালাল, এই দালালকে সরাতে হবে।
বৃহস্পতিবার (৮ মে) মতিঝিলে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেন সাধারণ বিনিয়োগকারীরা।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
রাশেদ মাকসুদকে বিএসইসিতে নয়, অন্য কোথাও বসান: প্রধান উপদেষ্টাকে বিনিয়োগকারী

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসণের দাবি তুলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে এক সাধারণ বিনিয়োগকারী বলেন, রাশেদ মাকসুদকে বিএসইসিতে নয়, অন্য কোথাও বসান।
আজ বৃহস্পতিবার মতিঝিলে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেন সাধারণ বিনিয়োগকারীরা।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
‘রাশেদ মাকসুদের পদত্যাগ চাই, দায়িত্বশীল লোক চাই’

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসণের দাবিতে আজ বৃহস্পতিবার মতিঝিলে অনুষ্ঠিত মানববন্ধনে এক সাধারণ বিনিয়োগকারী বলেন, রাশেদ মাকসুদের পদত্যাগ চাই, দায়িত্বশীল লোক চাই।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে কাফনের কাপড় নিয়ে বিক্ষোভে বিনিয়োগকারীরা

পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করা বিনিয়োগকারীরা এবার ‘কাফন মিছিল’ করেছেন। কাফন মিছিলে শেয়ারবাজারের এই মহা সংকটের জন্য পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে দায়ী করে তার অপসারণের দাবি জানানো হয়। এসময় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা কাফনের কাপড় পরে রাজপথে শুয়ে পড়েন।
বৃহস্পতিবার (৮ মে) শেয়ারবাজারে লেনদেন শেষ হওয়ার পর বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে মতিঝিলে এই কাফন মিছিল করা হয়। বিক্ষোভে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিনিয়োগকারীরা।
কাফন মিছিল থেকে বিনিয়োগকারীরা বলেন, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ শেয়ারবাজার বোঝেন না। আমরা সাধারন বিনিয়োগকারীসহ সকল স্টেকহোল্ডাররা তার অপসারণ চাই। শেয়ারবাজার বিষয়ে জ্ঞানশূন্য, অদক্ষ ও অযোগ্যতার কারণেই পুঁজিবাজারের এমন দুরবস্থা। তাই বিএসইসির চেয়ারম্যান পদ থেকে খন্দকার রাশেদ মাকসুদকে অপসারণ করা উচিত।
বিনিয়োগকারীরা বলেন, আগামী ১১ মে প্রধান উপদেষ্টা শেয়ারবাজার নিয়ে যে বৈঠক করবেন, ওই বৈঠকে বিনিয়োগকারীদের রাখতে হবে। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছাড়া বৈঠক ফলপ্রসূ হবে না।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ফারইস্ট নিটিংয়ের নাম সংশোধনে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রস্তাবিত নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির নাম ‘ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর পরিবর্তে ‘ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি’ হবে। আগামী ১২ মে থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে।
নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এসএম