পুঁজিবাজার
সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৭৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৪ টির, দর কমেছে ৫৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৬ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১১৮ কোটি ২৮ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫০৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪ টির, দর কমেছে ১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ২৭ লাখ টাকা।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
ফিনিক্স ইন্স্যুরেন্সে নতুন সিইও নিয়োগ

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ফিনিক্স ইন্স্যুরেন্সের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রফিকুর রহমান। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তাকে সিইও হিসেবে নিয়োগ প্রদান করেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ১৭ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৭ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিঙ্গারবিডি। এদিন কোম্পানিটির ৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বীচ হ্যাচারি ৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২ কোটি ৬৫ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সোনারগাঁও টেক্সটাইল ১ কোটি ৭৬ লাখ এবং অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দর পতনের শীর্ষ মিডল্যান্ড ব্যাংক

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ মার্চ ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪০ টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে মিডল্যান্ড ব্যাংকের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা বা ৫.৭৮ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স এর দর কমেছে আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৫.৪৮ শতাংশ।
আর ২ টাকা ১০ পয়সা বা ৪.৪৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সোনারগাঁও টেক্সটাইল।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিন্ডে বিডি ৪.০৬ শতাংশ, আলিফ ইন্ডাট্রিজ ৩.৮৭ শতাংশ, সমতা লেদার ৩.৮০ শতাংশ, বার্জার পেইন্ট ৩.৬৬ শতাংশ, এপেক্স টেনারি ৩.৪৫ শতাংশ, সন্ধানী ইন্স্যুরেন্স ৩.৩৮ শতাংশ এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ৩.৩৭ শতাংশকমেছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষ লাভেলো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো। আজ কোম্পানিটির ২৮ কোটি ৯৫ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন । কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার টাকার।
১৫ কোটি ৬২ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান বাদ্রার্স।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিচ হ্যাচারী , লিন্ডে বিডি , ফু-ওয়াং ফুডস, গোল্ডেন হারভেষ্ট, আলিফ ইন্ডাট্রিজ , রবি আজিয়াটা এবং হাক্কানী পাল্প।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষ গোল্ডেন হারভেস্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯১ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এস আলম কোল্ড রোল্ড স্ট্রিল এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ১০.০০ শতাংশ।
আর ১০ টাকা বা ৯.৯৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে হামি ইন্ডাস্ট্রিজ ।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ৯.৭১ শতাংশ, কাট্টালি টেক্সটাইল ৯.৬২ শতাংশ, শ্যামপুর সুগার মিলস ৯.৪৬ শতাংশ, ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড ৮.১৬ শতাংশ, ডিবিএইচ ১ম মিউচুয়াল ফান্ড ৫.৭১ শতাংশ, ইসলামীক ফাইন্যান্স ৫.৬০ শতাংশ ও সাউথ ইষ্ট ব্যাংক ৫.৪৯ শতাংশ দর বেড়েছে।