পুঁজিবাজার
উত্তরা ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৮ মার্চ দুপুর ০২ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
ইস্টার্ণ ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইস্টার্ণ ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ মার্চ দুপুর ২ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
সভায় বিদায়ী হিসাসবছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সৈয়দ মনজুর এলাহীর মৃত্যুতে ডিএসইর শোক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গভীর শোক প্রকাশ করেছে অ্যাপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেডের চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন পরিচালক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে। তিনি আজ, ১২ মার্চ ২০২৫ তারিখে সিঙ্গাপুরের গ্লেনইগলস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সকাল ৭:৩১ এ ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সৈয়দ মঞ্জুর এলাহী একজন বিশিষ্ট শিল্পপতি এবং ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি অ্যাপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন পরিচালক হিসেবে তার অবদান ছিল অসামান্য। এছাড়া তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।
এছাড়া, তিনি দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং স্টক এক্সচেঞ্জের সাথে যুক্ত থেকে বিনিয়োগ ব্যবস্থাপনায় নানা উন্নয়ন সাধন করেছিলেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে এই শোকের দিনে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং সকল টিআরইসি হোল্ডার এবং শুভানুধ্যায়ী ব্যক্তিদের তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানানো হয়েছে।
এটি ছিল বাংলাদেশে অর্থনৈতিক এবং ব্যবসায়িক খাতে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের প্রয়াণ, যা অনেককে শোকাহত করেছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
জিপিএইচ ইস্পাতের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ তারিখে নিরীক্ষিত এবং ১০ মার্চ, ২০২৫ তারিখ অব্দি প্রাসঙ্গিক গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পূবালী ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের লেনদেন বন্ধ আগামীকাল

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের শেয়ার বৃহস্পতিবার (১৩ মার্চ) লেনদেন বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রেকর্ড ডেট এর কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন রবিবার বন্ধ থাকবে। রেকর্ড ডেটের পর ১৬ মার্চ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৮ টির, দর কমেছে ৭০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬২ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৬০ কোটি ১৪ লাখ টাকা।
এ সময় লেনদেন হওয়া ৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১ টির, দর কমেছে ১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৮৩ লাখ টাকা।