পুঁজিবাজার
সূচকের মিশ্র প্রবণতায় লেনদেনে ধীরগতি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ১৬০ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৩ মার্চ) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৩২ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৭০ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ০২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬৪ ও ১৯০৪ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২ কোম্পানির শেয়ারদর।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পুঁজিবাজারের পরিস্থিতি আরও ভয়াবহ হবে

পুঁজিবাজারে ধারাবাহিক পতনের ফলে প্রতিনিয়ত পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা। এই অবস্থায় যদি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহরূপ নিতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মার্চেন্ট ব্যাংকাররা।
সোমবার (১২ মে) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এই উদ্বেগ প্রকাশ করেন তারা। বিএমবিএ’র সেক্রেটারী জেনারেল মুহাম্মদ নজরুল ইসলাম (এফসিএমএ) সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিএমবিএ’র সভাপতি মাজেদা খাতুন। এতে বিএমবিএ’র সহ-সভাপতি, মহাসচিব, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বিএমবিএ সভাপতি মাজেদা খাতুন ও অন্যান্য নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের প্রতি পুঁজিবাজারকে স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব করতে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।
আজকের এই সভায় পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে মার্চেন্ট ব্যাংকের নেগেটিভ ইক্যুইটি, আনরিয়ালাইজড লস এবং বিনিয়োগ পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা অভিমত ব্যক্ত করেন যে, চলমান বাজার পরিস্থিতিতে নেগেটিভ ইক্যুইটি একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা দিয়েছে। যা মার্চেন্ট ব্যাংকগুলোর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সভায় উপস্থিত সদস্যরা গত ২৪ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক ইস্যুকৃত চিঠিতে উল্লেখিত নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ের সময়সীমা ও কর্ম পরিকল্পনার উপর আলোচনা করেন এবং মার্চেন্ট ব্যাংকের নেগেটিভ ইক্যুইটি আগামী ৫ বছরের মধ্যে পর্যায় ক্রমে সমন্বয় করতে সময় বৃদ্ধির জন্য বিএসইসির কাছে আবেদন করার বিষয়ে সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে উপনিত হয়।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সিটি ব্যাংকের ইপিএস অপরিবর্তিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিটি ব্যাংক পিএলসি গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (১২ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। সিটি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৮ পয়সা। গত বছরও একই সময়ে ব্যাংকটির ৬৮ পয়সা আয় হয়েছিল।
আলোচিত সময়ে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১০ টাকা ৫৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ১০ টাকা ৬১ পয়সা ছিল।
গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৫ টাকা ৩৩ পয়সা।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মার্কেন্টাইল ব্যাংক বন্ডের কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধ বার্ষিক কুপন হার তথা সুদের হার ঘোষণা করা হয়েছে। ব্যাংকটির বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে সুদ দেওয়া হবে।
আজ সোমবার (১২ মে) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়। বন্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী ১৯ মে থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সময়ের জন্য আলোচিত হারে রিটার্ন পাবেন মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের ইউনিটধারীরা। এটি এই বন্ডের চতুর্থ ধাপের কুপন। এই মেয়াদের শেষ দিন অর্থাৎ ১৮ নভেম্বর যাদের কাছে আলোচিত বন্ড থাকবে, তারাই কেবল এই কুপন বা সুদ পাওয়ার যোগ্য হবেন।
আলোচিত বন্ডে ছয় মাস পর পর সুদ প্রদান করা হয়। এর আগে গত বছরের ১২ নভেম্বর তৃতীয় ধাপের কুপন রেট ঘোষণা করা হয়েছিল, যা গত বছরের ১৯ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ মে পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য। এই কুপন বা সুদ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে ১৮ মে রেকর্ড তারিখ ঘোষণা করা হয়।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ইস্টার্ণ ব্যাংকের আয় বেড়েছে ৬ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৬ দশমিক ৫৪ শতাংশ।
সোমবার (১২ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৭ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১২ টাকা ১৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ২ টাকা ১৪ পয়সা ছিল।
গত ৩১ মার্চ,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩১ টাকা ৩ পয়সা।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ৬ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩১ লাখ ৯৬ হাজার ৯৩৬টি শেয়ার ৩১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬ কোটি ৮৩ লাখ ৪১ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১২ মে) ব্লকে সবচেয়ে বেশি বিকন ফার্মার ২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৬৩ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্সের ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম