পুঁজিবাজার
বিএসইসি চেয়ারম্যানের অপসারণের দাবিতে অর্থ উপদেষ্টাকে স্মারকলিপি দিলেন বিনিয়োগকারীরা

পুঁজিবাজারে টানা মন্দাভাব, আস্থা ফিরাতে না পারা ও অদক্ষতার অভিযোগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণ দাবি করে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কাছে স্মারকলিপি প্রদান করেছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সংগঠনটির চারজনের একটি প্রতিনিধিদল স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপদেষ্টার পক্ষে এই স্মারকলিপি গ্রহণ করেন অর্থ উপদেষ্টার দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো. খলিলুর রহমান।
এর আগে গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে ‘পুঁজিবাজার সংস্কারে করণীয় শীর্ষক আলোচনা সভা’র আয়োজন করেন বিনিয়োগকারীদের সংগঠনটি। সভায় সোমবার স্মারকলিপি প্রদানের কথা জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, একটি দেশের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে পুঁজিবাজার। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পূর্বের সরকারের শাসনামলে খারাপ অবস্থায় ছিল দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীরা। কিন্তু দুঃখজনক ঐতিহাসিক জুলাই বিপ্লবের পর বিনিয়োগকারীদের মাঝে যে আশার সঞ্চার হয়েছিল সেই প্রত্যাশা কার্যত আপনাদের সময়োপযোগী তথাপি কোন দৃশ্যমান পদক্ষেপের অভাবে প্রতি নিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে।
এতে বলা হয়, অত্যন্ত পরিতাপের বিষয় হল বর্তমান দায়িত্ব আসীন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ গত ছয় মাসেরও অধিক সময় পুঁজিবাজারের বিনিয়োকারীদের আস্থা ফেরাতে পারেননি, বরং আস্থার সংকট দিন দিন প্রকট হচ্ছে। অথচ এই উপমহাদেশের মধ্যে দেউলিয়া রাষ্ট্র উপাধি পাওয়া শ্রীলঙ্কার পুঁজিবাজার সর্ব দিক দিয়ে বাংলাদেশের চেয়ে উপরে অবস্থান করছে। এদিকে দীর্ঘদিন লেনদেন খরার ফলে ব্রোকার হাউজগুলো তাদের পরিচালনা ব্যয়, আয়ের তুলনায় বেশি হওয়ায় অনিয়মে জড়িয়ে পড়ছে। এতে করে অনেক ব্রোকারহাউজের ট্রেডও বন্ধ হয়েছে গেছে। এসব সমস্যার কারণে নতুন করে আরো কয়েক লক্ষ বিনিয়োগকারী পুঁজি হারানোর শংকায় রয়েছে।
বর্তমান কমিশন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর বাজারমূলধন হারিয়েছে প্রায় ৬৬ হাজার কোটি টাকা, সুচক কমেছে প্রায় ৮শ পয়েন্ট, বিনিয়োগকারী পুঁজি হারালো ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত। ইতোমধ্যে অনেক বিজ্ঞ অর্থনীতিবিদ ও মন্তবা করেছেন পুঁজিবাজার পরিচালনার জ্ঞান ও অভিজ্ঞতা নেই বর্তমান কমিশন চেয়ারম্যানের। সবশেষে পুঁজিবাজার এবং বিনিয়োকারীদের বাঁচানোর জন্য বাস্তবসম্মত সিদ্ধান্ত ও আশু হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ বিনিয়োগকারীরা।
অর্থসংবাদ/কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
আর্গন ডেনিমসের তিন পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্গন ডেনিমস লিমিটেডের তিন পরিচালক তাদের সন্তানদের উপহার হিসাবে কোম্পানির শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির পরিচালক শবনম শেহনাজ ১৫ লাখ ১১ হাজার ৫৯১টি শেয়ার ও আনোয়ার-উল আজম ১০ লাখ ১৫ হাজার ৫৫৬টি শেয়ার তাদের মেয়ে সানজনা শেহনাজের কাছে হস্তান্তর করবেন।
এছাড়া, কোম্পানির আরেক পরিচালক আবু কাউসার মজুমদার তার ছেলে ফারহান মজুমদারকে ২৭ লাখ ৩১ হাজার শেয়ার হস্তান্তর করবেন।
স্টক এক্সেচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাহিরে উপহার হিসাবে এসব শেয়ার আগামী ৩০ এপ্রিলের মধ্যে লেনদেন সম্পন্ন করা হবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
শেয়ার হস্তান্তর করবেন ইভেন্স টেক্সটাইলের তিন পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইভেন্স টেক্সটাইলের তিন পরিচালক তাদের সন্তানদের কোম্পানির ৭৩ লাখ ৪৯ হাজার ৮৮০টি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির পরিচালক শবনম শেহনাজ ও আনোয়ার-উল আজম ১৮ লাখ ৩৭ হাজার ৪৪০টি করে মোট ৩৬ লাখ ৭৪ হাজার ৮৮০টি শেয়ার তাদের মেয়ে সানজনা শেহনাজের কাছে হস্তান্তর করবেন।
এছাড়া, কোম্পানিটির আরেক পরিচালক আবু কাউসার মজুমদার তার ছেলে ফারহান মজুমদারকে ৩৬ লাখ ৭৫ হাজার শেয়ার উপহার হিসাবে দেবেন।
স্টক এক্সেচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাহিরে উপহার হিসাবে এসব শেয়ার আগামী ৩০ এপ্রিলের মধ্যে লেনদেন সম্পন্ন করা হবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
এমজেএল বিডির চেয়ারম্যান নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসিতে চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির চেয়ারম্যান হিসেবে আব্দুল মুয়ীদ চৌধুরীকে নিযুক্ত করা হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৮৬ হাজার ৭৫২ টি শেয়ার ৭৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৯ কোটি ২৩ লাখ ৩৩ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার ৮ কোটি ৩৯ লাখ টাকার , দ্বিতীয় স্থানে বীচ হ্যাচারির ৭ কোটি ৮৫ লাখটাকার ও তৃতীয় স্থানে ওয়ালটনের ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সেনা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেনা ইন্স্যুরেন্স পিএলসি পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৭ এপ্রিল দুপুর ২টা ৪৫মিনিটে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করো হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এসএম