পুঁজিবাজার
রাশেদ মাকসুদকে অপসারণের আল্টিমেটাম দিয়ে অর্থ উপদেষ্টাকে কঠোর হুশিয়ারি ব্যারিস্টার ফুয়াদের
বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদকে অপসারণের আল্টিমেটাম দিয়ে অর্থ উপদেষ্টাকে কঠোর হুশিয়ারি দিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) মতিঝিলে ডিএসই ভবনের সামনে বাংলাদেশ ক্যাপিট্যাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের (বিসিএমআইএ) উদ্যোগে এ মহাসমাবেশ তিনি এসব কথা বলেন।

পুঁজিবাজার
ডিএসইর বাজার মূলধন কমেছে আরও ৩ হাজার ৫০২ কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (১৭ আগস্ট থেকে ২১ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। তবে সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৩ হাজার ৫০২ কোটি টাকা। অন্যদিকে এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১ হাজার ৮৯ কোটি ৭৫ লাখ টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ০.৪৯ শতাংশ বা ৩ হাজার ৫০২ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ১৮১ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ১১ হাজার ৬৮৩ কোটি টাকা।
তবে চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ২৪.৭১ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৫.৬২ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ১৭.১৭ পয়েন্ট বা ১.৪৮ শতাংশ।
সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫৩৫ কোটি ৬৯ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ৪৪৫ কোটি ৯৪ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১ হাজার ৮৯ কোটি ৭৫ লাখ টাকা।
প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ২১৭ কোটি ৯৫ লাখ টাকা বা ৩১.৬২ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯০৭ কোটি ১৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৬৮৯ কোটি ১৮ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪১টি কোম্পানির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দাম।
কাফি
পুঁজিবাজার
ব্লকে ১২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৭ লাখ ৫৭ হাজার ১১৮টি শেয়ার ৬১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২১ আগস্ট) ব্লকে সবচেয়ে বেশি সি পার্ল বিচের ৩ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ব্যাংকের ২ কোটি ৩২ লাখ ৩৭ হাজার টাকার ও তৃতীয় স্থানে থাকা আলহাজ্ব টেক্সটাইলের ৫৭ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
পুঁজিবাজার
তিন প্রান্তিক প্রকাশ করবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ আগস্ট বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ মার্চ,২০২৪ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিক, ৩০ জুন,২০২৪ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিক ও ৩০ সেপ্টেম্বর,২০২৪ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এসএম
পুঁজিবাজার
সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসএম
পুঁজিবাজার
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর হারিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ারের দাম ১০ পয়সা বা ৫ দশমিক ৭১ শতাংশ কমে যাওয়ায় এটি দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২১ আগস্ট) দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড। এদিন প্রতিষ্ঠানটির দর ৫ দশমিক ১৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দর ৫ দশমিক ০১ শতাংশ কমেছে।
এছাড়া, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ফাইন্যান্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং এবং তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।
এসএম