পুঁজিবাজার
প্রতিবাদ সমাবেশে বিনিয়োগকারীদের ঢল
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে পুঁজিবাজারে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের নিয়ে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এ্যাসোসিয়েশন (বিসিএমআইএ) প্রতিবাদ মহাসমাবেশ শুরু করেছেন।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) মতিঝিলে ডিএসইর পুরাতন ভবনের সামনে এ সম্মেলন শুরু হয়েছে।
সমাবেশে অংশগ্রহণ করবেন ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ ( সাধারণ সম্পাদক এবি পার্টি), মোঃ নুরুল হক নুর ( সভাপতি গনঅধিকার পরিশোধ ও সাবেক ভিপি ডাকসু), আবু নাসের মোহাম্মদ রহমতুল্লা (বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য), ডঃ সফিকুল ইসলাম মাসুদ (কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সেক্রেটারী মহা নগর দক্ষিন জামায়তে ইসলামী), মোঃ ফজলুল বারী ( অর্থ ও পুঁজি বাজার বিশ্লেষক) ও মোঃ দিদারুল আলম ভূঁইয়া (অর্থ সম্পাক, রাষ্ট্র সংস্কার আন্দোলন)।
সম্মেলনে পুঁজি রক্ষার্থে এবং আগামীর বাংলাদেশে স্বচ্ছ ও একটি সুন্দর পুঁজিবাজার গঠনে মাকসুদের পদত্যাগ দাবি করা হয়েছে। বিনিয়োগকারীদের দাবি, রাশেদ মাকসুদ অযোগ্য। তার শেয়ারবাজার নিয়ে জ্ঞান নাই। তারপক্ষে শেয়ারবাজার পরিচালনা করা সম্ভব না। তাই শেয়ারবাজারের স্বার্থে তার দ্রুত পদত্যাগ দাবি করা হয়েছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ডিজিটাল ব্যাংকিং সেবা এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে ইউসিবি-ডিজিইপে
জাতীয় পর্যায়ে ডিজিটাল পেমেন্ট সেবা উন্নয়নের লক্ষ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এবং শীর্ষস্থানীয় পেমেন্ট গেটওয়ে সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিইপে-এর মধ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
গত ২৮ জানুয়ারি ইউসিবি কর্পোরেট অফিসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশীদারত্বের মাধ্যমে ইউসিবির ডিজিটাল ব্যাংকিং অবকাঠামো শক্তিশালী করা এবং গ্রাহকদের জন্য নিরবিচ্ছিন্ন পেমেন্ট সমাধান প্রদানের মিশনে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়।
এই অংশীদারি সহযোগিতা চুক্তির মাধ্যমে ইউসিবি গ্রাহকদের জন্য উন্নত পেমেন্ট গেটওয়ে সেবা প্রদান করা হবে। যা ডিজিটাল লেনদেনকে আরও সহজ এবং নিরাপদ করবে। ইউসিবির পেমেন্ট গেটওয়েটি ইতিমধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) মতো বড় ইভেন্টের অনলাইন টিকেট বিক্রি প্রক্রিয়াকরণ করছে।
এছাড়াও, ইউপে’র একীভূতকরণ প্ল্যাটফর্মটিকে আরও বহুমুখী এবং গ্রাহকবান্ধব করে তুলেছে। দুই প্রতিষ্ঠানের এই উদ্যোগ গ্রাহকদের আধুনিক ব্যাংকিংয়ের সুবিধা ও আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে ইউসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মো. আবদুল্লাহ আল মামুন, চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হক। আর ডিজিইপে-এর পক্ষ থেকে দিপন গ্রুপের সিইও মো. রাশেদ মাহমুদ। এছাড়াও এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
অবিলম্বে রাশেদ মাকসুদকে জেলে পাঠাতে হবে: ব্যারিস্টার ফুয়াদ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান রাশেদ মাকসুকে অবিলম্বে জেলে পাঠাতে হবে বলে জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, বর্তমান বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদের মতো ডাকাতের জায়গা হওয়ার কথা জেলখানাতে, সে কেনো বিএসইসির চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে দুদকে মামলা চলমান রয়েছে। তাকে জেলে পাঠাতে হবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) মতিঝিলে ডিএসই ভবনের সামনে বাংলাদেশ ক্যাপিট্যাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের (বিসিএমআইএ) উদ্যোগে এ মহাসমাবেশ তিনি এসব কথা বলেন।
সমাবেশে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমরা বার বার দেখেছি যে, আওয়ামীলীগের সাথে এই শেয়ার বাজারের সম্পর্ক তালাকের সম্পর্কের মতো। আওয়ামীলীগ ১৯৯৬ সালে যখন ক্ষমতায় আসল, আমরা সাতানব্বই-আটানব্বই সালে দেখলাম বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর শেয়ারবাজার লুট এবং ধ্বস নেমেছে। লক্ষ লক্ষ পুঁজিবাজারের বিনিয়োগকারীরা শুধু ক্ষতিগ্রস্থ হন নাই, আমরা পত্র পত্রিকায় দেখেছি ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা ফ্যানের সঙ্গে গামছা এবং রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি বলেন, একইভাবে ২০০৯ সালে দিল্লির সমর্থন নিয়ে ফ্যাসিবাদিরা যখন ক্ষমতায় আসল, তারা এক দুই বছরের ভিতরে বাংলাদেশের শেয়ার মার্কেটে করোনা ভাইরাসের মতো আক্রান্ত করে দিলো। যেভাবে বাংলাদেশকে তারা গত ষোল বছরে করোনার মতো আক্রান্ত করে লুটেপুটে ছিন্নমূলের মতো করে চলে গেছে, ঠিক একইভাবে এই ৩৩ লক্ষ পুঁজিবাজার বিনিয়োগকারী পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়ে বছরে বছরে ১৬ বিলিয়ন ডলার লুটপাট করে ইউরোপ আমেরিকায় হাজার হাজার কোটি টাকা দামের বাড়ি-গাড়ি, সম্পত্তি ও টেনিস কোর্ট তৈরি করেছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
‘রাশেদ মাকসুদের বিদেশ থেকে না ফেরার সম্ভবনা বেশি’
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান রাশেদ মাকসুদের মালেশিয়া থেকে দেশে ফেরার সম্ভবনা নেই। তাঁর বিরুদ্ধে দুদকে মামলা চলমান রয়েছে ফলে বিদেশ থেকে তাঁর না ফেরার সম্ভবনা বেশি বলে মন্তব্য করেছেন পুঁজিবাজারে ক্ষতিগ্রস্থ একজন সাধারণ বিনিয়োগকারী।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
রাশেদ মাকসুদের জায়গা জেলখানাতে, সে কেনো বিএসইসির চেয়ারম্যান: ব্যারিস্টার ফুয়াদ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান রাশেদ মাকসুদের মতো ডাকাতের জায়গা হওয়ার কথা জেলখানাতে। সে কেনো বিএসইসির চেয়ারম্যান বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের পক্ষে পদক্ষেপ নিতে ভিপি নূরের আল্টিমেটাম
পুঁজিবাজারে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের পক্ষে পদক্ষেপ নিতে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন ডাকসু’র সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
নুরুল হক নুর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল সেই সরকার আমাদের জনগণের সরকার হবে, আমাদের দুঃখ-কষ্ট, দুর্দশা বুঝবে। গত ৫ মাসের যে অভিজ্ঞতা, সরকার জনগণের পালস বুঝতে পারছে না এবং জনগণের দুঃখ দুর্দশা অনুযায়ী পদক্ষেপ নিতে পারছে না। যার একটা উদাহরণ এই ভুক্তভোগী শেয়ার বাজারের বিনিয়োগকারীরা।
তিনি বলেন, আমরা এখন পর্যন্ত দেখি নাই এই ১৫ বছরে যেই প্লেয়াররা শেয়াবাজার থেকে ভূয়া কোম্পানী বানিয়ে, আইপিও করে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল তাঁদের দুই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মানুষ আত্মহত্যা করেছে। এই সরকারের দ্বায়িত্ব হল ওই পরিবারগুলোকে ডেকে তাদেরকে সমবেদনা দেওয়া এবং গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে যারা পথে বসে গিয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া।
এসএম