পুঁজিবাজার
ক্রিস্টাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৯ ফেব্রুয়ারি বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
বাংলাদেশ ল্যাম্পসের নাম সংশোধনে সম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড’-এর পরিবর্তে ‘বাংলাদেশ ল্যাম্পস পিএলসি’ হবে। আগামীকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটি বাংলাদেশ ল্যাম্পস পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে।
নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
টেকনো ড্রাগসের ক্যাটাগরি পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরে জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। ফলে কোম্পানিটিকে ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে।
আগামী ৪ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মেঘনা সিমেন্টের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ১১৩টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৩ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির ইউনিটদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ৫৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে প্রতিষ্ঠানটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৫ দশমিক ৮৪ শতাংশ। আর ৪ দশমিক ৪১ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে তাল্লু স্পিনিং।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, কেএন্ডকিউ, গ্লোবাল হেভি কেমিক্যালস, ড্রগণ সোয়েটার, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, রেনউইক যজ্ঞেস্বর এবং ফাস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটি ১ হাজার ৮৯০ বারে ১৯ লাখ ৬১ হাজার ৩০০ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২৩৯ বারে ৭ লাখ ৫৫ হাজার ৯২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইফাদ অটোসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৫৩ বারে ৩০ লাখ ৮৮ হাজার ৪৪৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৫২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –হাক্কানী পাল্পের ৯.১৫ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৬.৮৯ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৮৯ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৬.২৫ শতাংশ, এম.এল ডাইংয়ের ৬.২৫ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৫.৭৯ শতাংশ ও বঙ্গজ লিমিটেডের ৫.১১ শতাংশ দর বেড়েছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে গ্রামীণফোন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১৮ কোটি ৮০ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের লেনদেন হয়েছে ১২ কোটি ৯৩ লাখ ৯৬ হাজার টাকার।
১০ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-বীচ হ্যাচারি, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, খুলনা প্রিন্টিং, অগ্নি সিস্টেমস, ইফাদ অটোস, খান ব্রাদার্স এবং হাক্কানি পাল্প এন্ড পেপার মিলস লিমিটেড।