পুঁজিবাজার
সূচকের পতন, দর হারিয়েছে প্রায় আড়াইশো শেয়ার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নিম্নগতিতে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে প্রায় আড়াইশো শেয়ারের দরপতন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৩ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৩৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৫১ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৬১ পয়েন্ট কমে ১১৫৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১৯০৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৯৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৭১ কোটি টাকা।
এদিন ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯১টি কোম্পানির, বিপরীতে ২৪৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সালমান এফ রহমানের ৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেরসকারি খাত ও শিল্পবিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। বিগত সরকারের আমলে শেয়ারবাজারে নানা অনিয়ম করেছেন তিনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর এখন তিনি কারাগারে রয়েছেন। এমন পরিস্থিতির মধ্য তার বিভিন্ন প্রতিষ্ঠানের ৬ হাজার ৮০০ কোটি টাকার শেয়ার জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইউ) অনুরোধে এসব শেয়ার জব্দ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া আরও অন্যান্য কোম্পানির ৭০০ কোটি টাকা মূল্যের শেয়ার জব্দ করা হয়েছে।
সূত্র মতে, আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যাংক হিসাব ও পুঁজিবাজারের ২২ হাজার কোটি টাকা জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। এর মধ্যে ব্যাংক খাত থেকে সাড়ে ১৪ হাজার কোটি টাকার বেশি। আর পুঁজিবাজার থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা জব্দ করা হয়েছে।
জানা গেছে, আলোচ্য সময়ে ১১২ টি মামলায় ৩৬৬ জন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ। যেসব হিসাবে অনিয়ম পাওয়া যাবে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ও চলছে বলে জানা গেছে গোয়েন্দা সংস্থাটি থেকে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দুই কোটি টাকার শেয়ার বিক্রি করবে ই-জেনারেশনের উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইজেনারেশন পিএলসির এক উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তাঁর ঘোষাণাকৃত শেয়ারের বর্তমান বাজার দর প্রায় সাডে ৫ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ই-জেনারেশনের উদ্যোক্তা রাশেদ মাহমুদ তাঁর হাতে থাকা ৯ লাখ ৯৪ হাজার ৬৭৫টি শেয়ারের সবগুলো বিক্রির ঘোষণা দিয়েছেন। যার আর্থিক মূল্য মঙ্গলবার (১৪ জানুয়ারি) সর্বশেষ বর্তমান বাজারদর অনুযায়ী ২ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৩৭৫ টাকা।
এই উদ্যোক্তা আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সন্তানদের শেয়ার উপহার দেবেন জিপিএইচ ইস্পাতের উদ্যোক্তা পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের এক উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। তিনি উপহার হিসেবে এই শেয়ার হস্তান্তর করবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, জিপিএইচ ইস্পাতের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে ১১ কোটি ৪০ লাখ ৮৫ হাজার ৩৯৪টি শেয়ার রয়েছে।
এর মধ্যে থেকে তার ছেলে সালেহীন মুশফিক সাদাফ এবং মেয়ে সাদমান সাইকা সেফাকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) মোট দুই কোটি ৫০ লাখ শেয়ার উপহার হিসেবে প্রদান করবেন।
স্টক একচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে তিনি এই লেনদেন সম্পন্ন করেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মালেক স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করা হবে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দুয়ার সার্ভিসেসের সাবস্ক্রিপশন স্থগিত: বিএসইসিকে ডিবিএর ধন্যবাদ
দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন তাৎক্ষনিকভাবে স্থগিত করে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ধন্যবাদ জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) ডিবিএ থেকে পাঠানো এক বার্তায় এসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বিএসইসিকে এই ধন্যবাদ জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন স্থগিত করার সিদ্ধান্তটি অত্যান্ত সময়োপযোগী। এই সিদ্ধান্তের ফলে পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীর আস্থা ফিরে আসবে। জুলাই ২৪-এ সংঘটিত ছাত্র-জনতার বিপ্লব ও গণঅভুত্থানের মূল চেতনা ও দর্শন ছিল স্বচ্ছ, নিরপেক্ষ ও বৈষম্যহীন একটি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গঠন। যে ব্যবস্থার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সর্বত্র স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়ে সকল শ্রেনী পেশার মানুষ তাদের প্রাপ্য ও অধিকার ফিরে পাবে।
আমরা লক্ষ করেছি, অতীতে বহু মন্দ কোম্পানির সাবস্ক্রিপশন ও তালিকাভুক্তির মাধ্যমে বাজারকে ধ্বংস করা হয়েছে। বাজারে মন্দ কোম্পানি এনে দর কারসাজির মাধ্যমে প্রতারণা করে হাজার হাজার কোটি টাকা বাজার থেকে তুলে নিয়ে বিনিয়োগকারীদের সর্বশান্ত করা হয়েছে। এমতাবস্থায়, পুঁজিবাজার ও বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষায় দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন স্থগিত করার এইরুপ সিদ্ধান্তকে আমরা ইতিবাচকভাবে বিবেচনা করি এবং এইরুপ সিদ্ধান্তের জন্য কমিশনকে সাধুবাদ জানাই। আমরা আশা করি, বর্তমান কমিশন তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, মনোভাব ও কর্মকান্ডের দ্বারা পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং এই বাজারকে সকলের আস্থার জায়গায় নিয়ে যাবে।
পুঁজিবাজারের যে কোন ইতিবাচক কর্মকান্ডে আমরা কমিশনের সাথে একযোগ হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করছি এবং পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতিতে কমিশনকে সব ধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করছি।
এসএম