কর্পোরেট সংবাদ
জেনিথ লাইফের আগ্রাবাদ স্মার্ট সেলস অফিস উদ্ধোধন
জেনিথ ইসলামী লাইফের নতুন স্মার্ট সেল্ অফিসের উদ্ধোধন করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম আগ্রাবাদের দেলোয়ার ভবনের ৫ম তলায় এ অফিসের উদ্ধোধন করা হয়।
সভায় কোম্পানিটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব ও কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট ইজি হেলথ বাংলাদেশের পরিচালক ও প্রধান বিপণন কর্মকর্তা এবং জেনিথ ইসলামী লাইফের শুভানুধ্যায়ী মোহাম্মদ সাজিদুল আনোয়ার।
এছাড়া, সভায় এসভিপি ও ইনচার্জ (কাষ্টমার সার্ভিস) মোহাম্মদ শাহদাত হোসেন, এসভিপি ও ইনচার্জ উন্নয়ন প্রশাসন মোহাম্মদ নিজাম উদ্দিন, এসএম মো. মনির হোসেন, এসএম মো. আব্দুল্লাহ আল হোসাইন, এসএম মো. বদিউজ্জামান (সেলিম), এএসএম নুর ইসলাম হিরু সহ প্রায় অর্ধশতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
রেমিট্যান্স আহরণে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেলো ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বৈদেশিক রেমিট্যান্স সংগ্রহে প্রথম স্থান অর্জন করায় সেন্টার ফর এনআরবি প্রদত্ত ‘টপ টেন রেমিট্যান্স গোল্ড অ্যাওয়ার্ড ২০২৫’ লাভ করেছে।
শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবির উদ্যোগে আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর-এর নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।
সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট স্পিকার বাংলাদেশি বৃটিশ নাগরিক ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
বিকাশে সময়মতো মূল্য পাওয়ায় আখ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীনে থাকা আখ চাষিরা এখন সময়মতো নিজের বিকাশ অ্যাকাউন্টেই আখের মূল্য পেয়ে যাচ্ছেন। ঘরে বসেই সঠিক সময়ে স্বচ্ছতার সাথে নিজের বিকাশ অ্যাকাউন্টে পেমেন্ট পাওয়ার সুবিধা কৃষকদের মধ্যে আখ চাষের আগ্রহ আরও বাড়িয়েছে। যার প্রভাব লক্ষ্য করা গেছে ২০২৪-২৫ অর্থবছরের আখ সংগ্রহে।
এবছর আরও ১৫ হাজার কৃষকসহ এপর্যন্ত ৫০ হাজারেরও বেশি কৃষক এই সুবিধা গ্রহণ করছেন। বিকাশে পেমেন্ট গ্রহণের সুবিধা সার্বিক আখ সংগ্রহ কার্যক্রমকে আরও গতিশীল করেছে এবং চিনিকলগুলোর লক্ষ্যমাত্রা বৃদ্ধি করেছে।
সময়মতো আখ বিক্রির টাকা না পাওয়াসহ নানা ঝামেলার কারণে আখ চাষে আগ্রহ হারাচ্ছিলেন কৃষকরা। এমন পরিস্থিতি থেকে উত্তরণে ২০২৩-২৪ অর্থবছরে চাষিদের আখ বিক্রয়ের পেমেন্ট সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে দিতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সাথে চুক্তি স্বাক্ষর করে বিকাশ।
চুক্তির ফলে কৃষকরা এক দিকে যেমন সময়মতো আখের ন্যায্য মূল্য পেয়েছেন তেমনি সময় সাশ্রয় হওয়ায় আখ চাষের পাশাপাশি তারা সবজিসহ অন্যান্য ফসল উৎপাদনেও মনোনিবেশ করতে পেরেছেন। চিনিকল কর্তৃপক্ষের মতেও বিকাশের মাধ্যমে দ্রুত পেমেন্ট পাওয়া এবং প্রযুক্তিগত সহায়তা আখ চাষে কৃষকদের আগ্রহ বাড়িয়েছে। ফলস্বরূপ, ২০২৪-২৫ অর্থবছরে আখ চাষিদের বিকাশের মাধ্যমে গত বছরের তুলনায় আরও ২৬ শতাংশ বেশি পেমেন্ট করার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে।
উল্লেখ্য, গত অর্থবছরে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীনে থাকা চাষিদের কাছ থেকে আখ সংগ্রহের পর তাদের পেমেন্ট দ্রুত পৌঁছে যায় বিকাশে। ফলে, চাষিরা উৎপাদিত আখের যথাযথ মূল্য পেয়ে যান তাদের হাতের মুঠোয় থাকা বিকাশ অ্যাকাউন্টে এবং কোনো চার্জ ছাড়াই তা ক্যাশ আউট করেছেন নিকটস্থ এজেন্ট পয়েন্ট থেকে। পাশাপাশি, কৃষকদের ডিজিটাল পেমেন্ট গ্রহণ ও ডিজিটাল আর্থিক লেনদেনে সচেতনতা বাড়াতে বিভিন্ন সময় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজনও করে বিকাশ। এতে সার্বিক আখ সংগ্রহ এবং তার মূল্য পরিশোধে দ্রুততা, স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হয় এবং চাষিদের সঙ্গে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সম্পর্ক আরও সুদূঢ় হয়।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
পূবালী ব্যাংকের জন্য ইউসিবি ইনভেস্টমেন্টের ৪০০ কোটি টাকার বন্ড উত্তোলন
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে পূবালী ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকার চতুর্থ সাবঅর্ডিনেটেড বন্ডের অর্থ উত্তোলন সম্পন্ন করেছে। এই গুরুত্বপূর্ণ ইস্যুর সফল সমাপ্তি উপলক্ষে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও বাংলাদেশের শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক এই বন্ড ইস্যুর আয়োজক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বন্ড থেকে প্রাপ্ত অর্থ পূবালী ব্যাংকের টিয়ার-টু মূলধন চাহিদা পূরণে সহায়ক হবে। যা ব্যাংকটিকে বৃহত্তর গ্রাহকগোষ্ঠীর কাছে সেবা সম্প্রসারণ এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম করবে।
অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
আর্থিক সুরক্ষায় গার্ডিয়ান লাইফ ও বাংলাদেশ ফাইন্যান্সের নতুন উদ্যোগ
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড একত্রিত হয়ে গ্রাহকদের অত্যাধুনিক বীমা সেবা প্রদানের লক্ষ্যে কাজ শুরু করতে যাচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নের প্রাথমিক যাত্রা হিসেবে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্সের গ্রাহকরা গার্ডিয়ান লাইফের জীবন বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন।
এই চুক্তির মূল লক্ষ্য হলো গ্রাহকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য সহজ, উদ্ভাবনী এবং সমন্বিত সেবা প্রদান করা। উভয় প্রতিষ্ঠান তাদের সম্মিলিত দক্ষতা ব্যবহার করে গ্রাহকদের জন্য এমন একটি ওয়ান-স্টপ সল্যুশন তৈরি করার পরিকল্পনা করছে,যেখানে জীবন বীমা ও আর্থিক সেবার সকল চাহিদা পূরণে সক্ষম হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) শেখ রকিবুল করিম এবং বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. কায়সার হামিদ উপস্থিত ছিলেন। এছাড়াও, উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশ নেন।
উভয় প্রতিষ্ঠানের মতে, এই উদ্যোগ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা গ্রাহকদের জন্যে সহজ এবং নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষা প্রদান করবে। এই অংশীদারিত্ব বীমা খাতের প্রসার এবং গ্রাহকদের আর্থিক সেবা গ্রহণের অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
চরফ্যাশনে ইউসিবির কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
ভোলা জেলার ৭টি উপজেলার প্রায় ১৭৫জন কৃষি উদ্যোক্তাকে নিয়ে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের কৃষিবিষয়ক সহায়তা উদ্যোগের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।
চরফ্যাশনের মারুফ ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউসিবি পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান এবং বিটিভির কৃষি-ভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’-এর জনপ্রিয় উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভোলা জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক এসএম শাহাবুদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান, চরফ্যাশন উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. রহমত উল্লাহ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইউসিবির এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ সেলিম চৌধুরী, ভোলা জেলার শাখা ব্যবস্থাপক মোল্লা জামাল উদ্দিন আহমেদ, চরফ্যাশনের শাখা ব্যবস্থাপক মো. জাকির হোসেন প্রমুখ।
ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম বলেন, বাণিজ্যিক কৃষি বিকাশ ও দেশের খাদ্য নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের মাধ্যমে সারা দেশের প্রায় সকল উপজেলায় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা বিকাশের উদ্যোগ গ্রহণ করেছি। প্রান্তিক কৃষকদের সহায়তার জন্যও আমরা কাজ করছি। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, বজ্রপাত নিরোধক ডিভাইস স্থাপন, গবাদি প্রাণির চিকিৎসা সেবা ও টিকা প্রদান, জৈব সার, উন্নত জাতের বীজ ও বিভিন্ন যন্ত্রপাতি প্রদান, কারিগরি প্রশিক্ষণ প্রদান; চর ও লবণাক্ততা প্রবণ এলাকায় লাগসই ফসল ও প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষণা। এসব উদ্যোগের মাধ্যমে আমরা দেশের কৃষি উন্নয়নে ভূমিকা পালন করতে চাই।
ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান বলেন, কৃষকরা বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সময়োপযোগী জ্ঞান ও দক্ষতায় আমাদের কৃষক ও কৃষি উদ্যোক্তাদের দক্ষ ও অগ্রসর করে তোলাকে আমরা কর্তব্য হিসেবে নিয়েছি। উদ্যোক্তা হিসেবে বিকাশ এবং জলবায়ু-সহিষ্ণু টেকসই কৃষি উদ্যোগ গ্রহণে আগ্রহী কৃষকদের সক্ষম করে তুলতেই ইউসিবির এই উদ্যোগ।
কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিকেইউসিবির এই উদ্যোগের প্রশংসা করে বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে কৃষি। এই খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ও কৃষি উদ্যোক্তা হয়ে ওঠার ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান ও কৌশল শিক্ষায় এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
দিনব্যাপী এই প্রশিক্ষণে কৃষি উদ্যোক্তারা ব্যবহারিক দক্ষতা উন্নয়ন, বাজার ও বিপণন সক্ষমতা তৈরি এবং কৃষি-বিষয়ক ঋণ নীতি ও সুদহারের মতো কৃষি অনুশীলনের সাথে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।