রাজধানী
মঙ্গলবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট

কেনাকাটা করতে আমরা প্রতিদিন কোথাও না কোথাও গিয়ে থাকি। দেখা গেল রাজধানীতে আজ আপনি যেখানে কেনাকাটা করতে যাবেন ওই এলাকা বন্ধ, তখনই পড়তে হবে বিড়ম্বনায়।
তাই বাইরে বের হওয়ার আগে দেখে নিন আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মনিপুরীপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।
যেসব মার্কেট বন্ধ থাকবে
বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, সেজান পয়েন্ট, নিউমার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চাড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিংমল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র্যাংগস প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্চিড প্লাজা।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজধানী
দাবদাহে বিশ্রামের জন্য মসজিদ খোলা রাখবে ডিএনসিসি

দেশে চলমান তীব্র তাপপ্রবাহে পথচারীদের বিশ্রামের জন্য মসজিদ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। প্রতিদিন বেলা ১১টা থেকে মাগরিব পর্যন্ত পথচারীরা বিশ্রামের জন্য মসজিদে আশ্রয় নিতে পারবেন।
রবিবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মুখপাত্র ফারজানা ববি।
এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, চলমান তীব্র দাবদাহ মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশনায় মসজিদ কমিটির মাধ্যমে সকাল ১১টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে মসজিদ খোলা রাখা হবে। মসজিদের প্রধান কক্ষ এবং অজুখানা সমূহ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছে ডিএনসিসি প্রশাসক।
ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে পরবর্তী কর্ম দিবসে চিঠির মাধ্যমে এ নির্দেশনা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
এদিকে চলমান দাবদাহ মোকাবিলায় হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে। সেখানে যে কেউ বিনামূল্যে এই চিকিৎসা সেবা নিতে পারবেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে একটি হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে। যেখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করা হবে।
ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস (জাতীয় জরুরি সেবা) ৯৯৯ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই জনগুরুত্বপূর্ণ সেবাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। হিট স্ট্রোকে আক্রান্ত উত্তর সিটি করপোরেশনের নাগরিকরা ৯৯৯ এ যোগাযোগ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী
রাজধানীতে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

কয়েকদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা। তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকায়ও। গতকাল শনিবার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। ঢাকায় রেকর্ড করা হয় ৪০.১ ডিগ্রি সেলসিয়াস, যা বছরের সর্বোচ্চ।
আজ রোববারও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে তা গতকালের তুলনায় কিছুটা কম। ঢাকায়ও আজ তাপমাত্রা কিছুটা কমেছে বলে জানিয়েছে সংস্থাটি।
রবিবার (১১ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা এ তথ্য জানান।
তিনি বলেন, আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। এই তথ্য সন্ধ্যা ৬টার দিকে আপডেট হতে পারে বলে জানান তিনি।
আগামীকাল তাপমাত্রা আরও কমবে জানিয়ে তিনি বলেন, কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। ঢাকায় বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (১২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এই সময়ে চলমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী
ফ্যাসিস্টের দোসর করিম গ্রুপের হাত থেকে মসজিদের জায়গা মুক্ত করতে মুসল্লিদের মানববন্ধন

মগবাজারের ঐতিহ্যবাহী দিলু বেপারী ওয়াকফ এস্টেট মসজিদটি ১৯৩২ সালের ওয়াকফকৃত ঢাকার সুপ্রাচীন মসজিদের জমি অবৈধ ও বেআইনিভাবে জোর করে দখল করে আছে বিগত ফ্যাসিস্ট পলাতক সরকারের দোসর করিম গ্রুপ। অবৈধভাবে দখল করা করিম গ্রুপের হাত থেকে সোয়া ২৪ কাঠা জমি উদ্ধারে আজ শুক্রবার জুমার নামাজের পরে মগবাজার রেলগেট সংলগ্ন শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদের ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী মসজিদ সংলগ্ন সড়কে মানববন্ধন করেন।
এলাকাবাসীর দাবি, করিম গ্রুপ নামের গ্রুপটি ফ্যাসিস্ট সরকারের ছত্র-ছায়ায় বিগত ৯ বছরের বেশি সময় ধরে মগবাজার রেলগেট শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট মসজিদের সোয়া ২৪ কাঠা জায়গা অবৈধ ও বেআইনি ভাবে জোরপূর্বক দখল করে আছে।
মসজিদ কমিটি ও এলাকাবাসীর সূত্র মতে, ১৯৩২ সালের ওয়াকফকৃত ঐতিহ্যবাহী শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট মসজিদটির জমিদাতা শেখ দিলু বেপারী। মসজিদের সামনে বিশাল একটি পুকুর ও বিশাল ধান ক্ষেত ছিল, যা দীর্ঘদিন যাবত ওয়াকফ সম্পত্তি হিসেবে ব্যবহার হয়ে আসছিল। এ জমির ধান ও পুকুরের মাছ বিক্রি করে মসজিদের খতিব ইমাম মোয়াজ্জিন ও খাদেমদের বেতন দেওয়া হত যা ওসিয়ত করে গিয়েছেন মসজিদের জমিদাতা শেখ দিলু বেপারী। তবে হাতিরঝিল প্রকল্পের কাজের জন্য এই মসজিদের কিছু জায়গা ২০০৮ খ্রিস্টাব্দে এ্যাকুয়ার বা অধিগ্ৰহণ করা হয়। অ্যাকোয়ার পরবর্তী সময়ে ডিসি অফিস কর্তৃক মসজিদের সীমানা নির্ধারণ করে দিয়েছে। যার পরিমাণ সোয়া ২৪ কাঠা জমি। তৎকালীন প্রকল্প পরিচালক মেজর শাকিল মৌখিকভাবে মসজিদের সোয়া ২৪ কাঠা জমি নির্মাণ কাজের শ্রমিকদের থাকার জন্য অস্থায়ী আবাসন হিসেবে মসজিদের কাছে অনুমতি চায় যা এক বছর পর মসজিদকে বুঝিয়ে দিবে। কিন্তু নানা কৌশলে মসজিদকে জমি বুঝিয়ে না দিয়ে বরং তিনি করিম গ্রুপকে মসজিদের জায়গা দখল করে দিয়ে যায়। একের পর এক মসজিদ কমিটিকে প্রাণনাথের হুমকি দেওয়া হয় জমি চাইতে গেলে। যে জমির খাজনা আজ অবধি মসজিদ দিয়ে যাচ্ছে।
মানববন্ধনে উপস্থিত মসজিদ কমিটির দায়িত্বে যারা আছেন মুতাওয়াল্লি মেজবাহ উদ্দিন ও সভাপতি আলী হোসেন আলী, তত্ত্বাবধায়ক সাইফুদ্দিন বাবু। তারা বলেছেন, রাজউকের বর্ত মান চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু তিনি মসজিদ কর্তৃপক্ষের সাথে কথা বলে আশ্বাস দিয়েছেন আগামী সোমবারের মধ্যে মসজিদের জায়গা অবশ্যই মসজিদকে বুঝিয়ে দিবে।
তিনি টেলিফোনে আরো বলেছেন, এই জায়গা রাজউকের নয় বরং এই জায়গার মালিক শেখ দিলু বেপারী ওয়াক্ফ এস্টেট জামে মসজিদ।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, যদি আগামী সোমবারে মসজিদের জমি মসজিদকে বুঝিয়ে দেওয়া না হয় তাহলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি নিতে এলাকাবাসী ও সর্বস্তরের মুসুল্লিয়ানে কেরাম বাধ্য হবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী
বেইলি রোডে আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার

রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে রাত ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। একইসঙ্গে ওই ভবন থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করে জানান, আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সবাই মিলে রাত ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মিডিয়া কর্মকর্তা জানান, প্রথমে ওই ভবনের ছাদ থেকে ৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এরপর আরও ১৫ জনসহ মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৯ জন নারী, ৭ জন পুরুষ ও ২ জন শিশু।
উল্লেখ্য, গত বছর ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। ওই ভবনে বেশ কয়েকটি রেস্তোরাঁয় নানা বয়সী মানুষ রাতের খাবার খাওয়ার সময় আগুন লাগে। তখন ভবন থেকে বের হওয়ার সুযোগ না পেয়ে ধোয়ায় শ্বাস বন্ধ হয়ে বেশির ভাগ মানুষের মৃত্যু হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী
ফুটপাতে কোটি টাকার গাড়ির ভাঙ্গা হেডলাইট ব্যাকলাইট মেরামত হয় পানির দামে

ফুটপাতে কোটি টাকার গাড়ির ভাঙ্গা হেডলাইট ব্যাকলাইট কম দামে মেরামত করে মাসে লাখ টাকা আয় করেন এক ব্যক্তি। অর্থসংবাদে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি।
বিস্তারিত দেখুন উপরের ভিডিওতে…