কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নওয়াপাড়া শাখার উদ্বোধন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ২০৬তম শাখা হিসেবে যশোরের নওয়াপাড়া শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম।
এছাড়া ব্যাংকের এক্সিকউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুস সালাম, খুলনা আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজী, নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক মো. ইয়াসীর রহমান, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. রবিউল হাসান, স্থানীয় রাজনীতিবীদ মতিউর রহমান ফরাজী ও গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।
মাহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথির ভাষণে বলেন, আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে সমাজের সকল স্তরে আধুনিক ও শরীয়াহভিত্তিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ইসলামী শরীয়াহর উদ্দেশ্যের আলোকে ক্ষুদ্র বিনিয়োগ, এসএমই, কৃষি ও কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে নওয়াপাড়া শাখার আমানত এ অঞ্চলেই বিনিয়োগ করতে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
বিনিয়োগ, রেমিট্যান্স ও অ্যাপভিত্তিক সেবাসহ সব ধরনের শরীয়াহভিত্তিক ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার শায়খুল হাদীস মুফতি তৈয়ব।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
এআইইউবি জব ফেয়ারে আইএফআইসি ব্যাংকের অংশ গ্রহণ
শিক্ষাজীবন থেকে পেশাগত জীবনে উত্তরণের সেতুবন্ধনে যাত্রায় বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অনস্বীকার্য। তরুণদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্যারিয়ারের সঠিক পথ নির্ধারণে সহায়তার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক অংশ নিয়েছে এআইইউবি জব ফেয়ার ২০২৪- এ।
গত ২১ ডিসেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাস প্রাঙ্গনে আয়োজিত দিনব্যাপী এ মেলাটি তরুণদের ক্যারিয়ার সুযোগ সন্ধানে একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হয়ে উঠে।
এআইইউবি বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। দেশের ১২১টি স্বনাধন্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে জমজমাট এই মেলায় আইএফআইসি ব্যাংকের দৃষ্টিনন্দন স্টল শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব হিউম্যান রিসোর্স এন্ড লজিস্টিকস কে এ আর এম মোস্তফা কামাল। এ সময় আইএফআইসি ব্যাংকের হেড অব স্টাফিং অ্যান্ড রির্সোস প্লানিং শেখ মনজুরুল হকের নেতৃত্বে অভিজ্ঞ কর্মীরা চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীদের ব্যাংকিং ক্যারিয়ার সর্ম্পকে সম্যক ধারণা প্রদান করেন। স্টলে চাকরি প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ এবং ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া, পদোন্নতি নীতি ও অন্যান্য ক্যারিয়ার সম্ভাবনা সর্ম্পকে বিস্তারিত তথ্য প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৪০০ এর বেশি শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম আইএফআইসি ব্যাংক সাম্প্রতিক বছরগুলোতে দেশের অন্যতম শীর্ষ নিয়োগদাতা প্রতিষ্ঠান হিসেবে সাফল্যের সাথে কাজ করে চলেছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ।
সভায় ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ ও অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খানসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় গ্রাহক সমাবেশ
সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ডিসেম্বর গ্রাহক এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মো. নাজমুস সায়াদাত।
প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক এম এ মোতালেব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবেশে তিন শতাধিক গ্রাহক যোগ দেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ বলেন, গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদানই আমাদের লক্ষ্য। গ্রাহকগণ যেন তাৎক্ষনিক তাঁদের চাহিদা মোতাবেক সেবা পান সেলক্ষ্যে আমরা বদ্ধ পরিকর। আমরা লক্ষ্য করছি আমাদের বিভিন্ন শাখায় নগদ টাকা জমার পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
আবদুল হান্নান খান বলেন, ব্যাংকের সুশাসনের যে ঘাটতি ছিল তা দূর হয়েছে। বাংলাদেশ ব্যাংক নতুন পরিচালনা পর্ষদ দিয়েছে। তাঁদের সুযোগ্য নেতৃত্বে সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। তিনি গ্রাহকদের সোশ্যাল ইসলামি ব্যাংকের প্রতি আস্থা রাখার আহবান জানান।
মো. নাজমুস সায়াদাত বলেন, গ্রাহকদের মাঝে যে আস্থার সংকট ছিল তা ইতোমধ্যে কেটে গিয়েছে, গ্রাহকগণ এভাবে আমাদের পাশে থাকলে আমরা তাঁদের প্রত্যাশিত সেবা দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
এম এ মোতালেব সাময়িক সংকটকালীন সময়ে আমাদের গ্রাহকগণ ধৈর্য্য ধরে আমাদের পাশে ছিলেন। তিনি গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের নিশ্চায়তা দেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ কর্মশালা
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্দ্যোগে সাইবার সিকিউরিটি সচেতনতামূলক কর্মশালা ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর এজেন্ট ব্যাংকিং’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেন্ট্রাল, কুমিল্লা, খুলনা, রংপুর, চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণজোনের এজেন্ট আউটলেটসমূহের সত্বাধিকারী, ইনচার্জ ও এজেন্ট কর্মকর্তাদের জন্য এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল লাইছ মোহাম্মদ খালেদ।
ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট মোসলেহ উদ্দীন।
দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় জোনসমূহের অধীন এজেন্ট আউটলেটের ৯৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে অনার-গ্রামীণফোনের চুক্তি
গ্রামীণফোনের সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে স্মার্টফোন ব্র্যান্ড অনার। সম্প্রতি রাজধানীর জিপি হাউজে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় গ্রামীণফোনের জিপিস্টার গ্রাহক ও কর্মীসহ নির্দিষ্ট গ্রাহকরা অনারের পণ্য কেনার ক্ষেত্রে অফার ও ছাড়সহ আকর্ষণীয় নানা সুবিধা উপভোগ করবেন।
বাংলাদেশের যেকোনো অনার ব্র্যান্ড শপ বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে নির্দিষ্ট স্মার্টফোন কেনার ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা ছাড় গ্রহণের সুযোগ পাবেন ক্রেতারা। অনারের অনলাইন স্টোর থেকে ট্যাবলেট কেনার ক্ষেত্রে অতিরিক্ত ১ হাজার টাকা ছাড় পাবেন তারা। একইসাথে, জিপিস্টার গ্রাহকরা ৮০০ টাকা সমমূল্যের ১ বছরের ব্র্যান্ড ওয়্যারেন্টি ও ৬ মাসের ফ্রি সার্ভিস গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি, অনারের ক্রেতাদের মধ্যে যারা জিপিস্টার গ্রাহক, তারা ইন্টারনেট ডেটা (সিগনেচার, প্লাটিনাম, গোল্ড ও সিলভার) কেনার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।
অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম বলেন, “ক্রেতাদের চাহিদা পূরণ ও বিশেষ সুবিধা নিশ্চিতের ক্ষেত্রে গ্রামীণফোনের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা উচ্ছ্বসিত। ক্রেতাদের জন্য নিরবচ্ছিন্ন প্রযুক্তি নিশ্চিত করতে আমাদের অব্যাহত প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ এই অংশীদারিত্ব।”
গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপ মার্কেটিং মুনিয়া গনি বলেন, “গ্রাহকদের জীবনের মানোন্নয়ন করতে আমরা সবসময় অর্থবহ অংশীদারিত্ব করার ওপর গুরুত্ব দিয়ে আসছি। অনারের সাথে এই অংশীদারিত্বের মধ্য দিয়ে আমাদের গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবনের প্রতিশ্রুতি আরও জোরদার হবে। পাশাপাশি, আমাদের গ্রাহক ও কর্মীদের জন্য আরও বেশি বিশেষ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম, সিনিয়র মার্কেটিং ম্যানেজার মো. ফারুক রহমান এবং গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপ মার্কেটিং মুনিয়া গনি ও পার্টনারশিপ স্ট্র্যাটেজি অ্যান্ড প্রসেস ডেভেলপমেন্ট ম্যানেজার, মার্কেটিং, কমার্শিয়াল সাব্বির আহমেদ।
কাফি