কর্পোরেট সংবাদ
হজ এজেন্সিগুলোর সঙ্গে সাউথইস্ট ব্যাংকের অংশীদারিত্ব সভা
দেশের শীর্ষস্থানীয় হজ এজেন্সিগুলোর প্রতিনিধিদের সঙ্গে একটি সফল ও কার্যকরী পরিচিতি এবং অংশীদারিত্ব সভার আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম. এ. কাসেম উপস্থিত ছিলেন।
এই উদ্যোগ ব্যাংকের হজ এজেন্সিগুলোর সঙ্গে দৃঢ় অংশীদারিত্ব গড়ে তোলার এবং হজ যাত্রীদের সেবায় উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান অনুষ্ঠানে এম. এ. কাশেম হজ যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করতে সহযোগিতা এবং উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে সাউথইস্ট ব্যাংক নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যাতে এজেন্সি এবং আল্লাহর মেহমান হাজীগণ তাদের আধ্যাত্মিক যাত্রার প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মাছুম উদ্দিন খান এবং আবিদুর রহমান চৌধুরী। এছাড়াও বিভিন্ন হজ এজেন্সির প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
২০১০ সাল থেকে সাউথইস্ট ব্যাংক অত্যন্ত সুনামের সঙ্গে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সুবিধার্থে হজ মানি কালেকশন সেবা প্রদান করে আসছে। এর পাশাপাশি, ব্যাংক হজ যাত্রীদের জন্য নির্ভরযোগ্য, সুরক্ষিত ও সুবিধাজনক অর্থ স্থানান্তর সেবা নিশ্চিত করতে হজ রেমিট্যান্স সার্ভিস এবং হজ ক্রেডিট কার্ড, ট্রাভেল কার্ড ও অন্যান্য আর্থিক সেবা প্রদান করে আসছে। এই সেবাগুলো কেবলমাত্র মুনাফা লাভের জন্য নয়, বরং এর উদ্দেশ্য হলো আল্লাহর মেহমান হাজী সাহেবানদের সম্মান জানানো এবং তাঁদের সহায়তা করা। হাব-এর বেশিরভাগ বর্তমান ও প্রাক্তন সদস্যই সাউথইস্ট ব্যাংকের গ্রাহক।
সাউথইস্ট ব্যাংক এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং অংশীদারিত্ব ও সেবার উৎকর্ষতার এই যাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আইন-আদালত
শহীদ বুদ্ধিজীবী দিবসে বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক
আগামী শনিবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর কিছু কিছু সড়কের বিকল্প ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিট পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাসহ বিভিন্ন সংগঠনের নেতারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাওয়া-আসা করবেন।
ওই এলাকায় যানবাহনের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে ওইদিন (শনিবার) ভোর ৪টা হতে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সব ধরনের যানবাহন (বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কার, মাইক্রোবাস, সিএনজি ও রিকশা-ভ্যান ইত্যাদি) মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং হতে মিরপুর ১নং ক্রসিং পর্যন্ত) পরিহার করে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।
বিকল্প সড়কগুলো হলো
১. যেসব যানবাহন আশুলিয়া থেকে বেড়িবাঁধ সড়ক দিয়ে মিরপুরে আসবে, সেসব যানবাহন নবাবেরবাগ ক্রসিং হতে গুদারাঘাট হয়ে রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক) ব্যবহার করবে।
২. যেসব যানবাহন মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে, সেসব যানবাহন টেকনিক্যাল মোড়-আনসার ক্যাম্প-বাঙলা কলেজ-মিরপুর ১ নম্বর সড়ক ব্যবহার করবে।
৩. যেসব যানবাহন মিরপুর-১০ নম্বর গোলচত্বর হতে মিরপুর-১ নম্বর ও মাজার রোড হয়ে গাবতলীর দিকে যাবে, সেসব যানবাহন মিরপুর-১ হতে ডানে তানিন গ্যাপে ইউটার্ন করে নবাবেরবাগ ক্রসিং বা দিয়াবাড়ি ক্রসিং হয়ে ব্রাদার্স গ্যাপ দিয়ে গাবতলী চলাচল করবে।
৪. গাবতলী হতে ঢাকা মুখী যানবাহন ব্রাদার্স গ্যাপ থেকে বামে টার্ন করে বেড়িবাঁধ দিয়াবাড়ি ক্রসিং হয়ে নবাবেরবাগ ক্রসিং দিয়ে গুদারাঘাট ও রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক) ব্যবহার করবে।
৫. দারুসসালাম থানা এলাকা হতে বিভিন্ন গন্তব্যের যানবাহন ১০ নম্বর কমিউনিটি সেন্টারের রাস্তা ব্যবহার না করে গোলারটেক হয়ে পালপাড়া ঘাট দিয়ে গাবতলী বেড়িবাঁধের রাস্তা দিয়ে দিয়াবাড়ি ও নবাবেরবাগ ক্রসিং দিয়ে চলাচল করবে।
দিবসটিতে অনুষ্ঠান চলাকালে নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সবার সহযোগিতাও চেয়েছে ডিএমপি।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ফিরোজ আহমেদ ও ফজলুর রহমান এবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত
এবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ফিরোজ আহমেদ ও ফজলুর রহমান। গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) ব্যাংকের ৮০২তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ফিরোজ আহমেদ এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এলিট পেইন্ট গ্রুপের চেয়ারম্যান এবং এলিট ইন্টারন্যাশনাল লিমিটেড, হেক্সাগন কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড এবং আহমেদ সিকিউরিটিজ সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, দাতব্য এবং ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত।
ফিরোজ আহমেদ চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এবং চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সদস্য। তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটি এবং মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম-এর আজীবন সদস্য।
মো. ফজলুর রহমান ২০২৪ সালের ৯ই অক্টোবর তারিখে এবি ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগ দেন। এর আগে তিনি এবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এবি সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত এবি ব্যাংকের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তার দূরদর্শী নেতৃত্ব ব্যাংকটিকে গুরুত্বপূর্ণ আর্থিক সাফল্যের দিকে পরিচালিত করে।
ব্যাংকিং ও ফাইন্যান্স খাতে অভিজ্ঞতা সম্পন্ন রহমান পুঁজিবাজারে অগ্রগতি অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ব্যাংকিংয়ে এমবিএধারী মোঃ ফজলুর রহমান ব্যাংকিং অপারেশন, স্ট্রাটেজিক প্লানিং এবং ফাইনান্সিয়াল অ্যানালাইসিসে বিশেষভাবে দক্ষ।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
আইএফআইসি ব্যাংকের ‘প্রজেক্ট হার পাওয়ার’ অনুষ্ঠিত
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং শক্তি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পুরান পল্টনন্থ আইএফআইসি টাওয়ারে এ সংশিষ্ট একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ‘প্রজেক্ট হার পাওয়ার’ শীর্ষক বিশেষ এই ক্যাম্পেইনটি ব্যাংকের নারী গ্রাহকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের শাখা-উপশাখায় পরিচালিত হবে।
আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম ও শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর ও হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মো. শরিফুল ইসলাম স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।
এ সময় আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দদের মধ্যে মনিতুর রহমান, ইকবাল পারভেজ চৌধুরী, কে এ আর এম মোস্তফা কামাল এবং শক্তি ফাউন্ডেশনের হেল্থ প্রোগ্রামের হেড অব অপারেশন মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র ম্যানেজার নিলুফা ইয়াসমীন-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়নের নির্বাচিতদের সংবর্ধনা
ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়নের (সিবিএ) নির্বাচনে ২০২৫-২০২৬ সেশনের জন্য নির্বাচিতদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়নের নির্বাচনে সভাপতি মোহাম্মদ নুরুল হক, সাধারণ সম্পাদক মো. ইসহাক খান সালাম, সহ-সভাপতি মো. ফারুক হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, কোষাধ্যক্ষ মো. আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ওবায়েদুল্লাহ চৌধুরী, প্রচার সম্পাদক মো. ইলিয়াস শিকদার ও অফিস সম্পপাদক পদে মো. আম্মার হোসাইন নির্বাচিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির বক্তব্য দেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।
সিবিএ’র নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. ইসহাক খান সালাম।
অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইউসিবির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেলেন ১৬০ কৃষি-উদ্যোক্তা
সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) কৃষি সহায়তা উদ্যোগ ‘ভরসার নতুন জানালা’র আওতায় শেরপুরের কৃষি-উদ্যোক্তাদের জন্য একটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এটি এই উদ্যোগের অধীনে ৫৯তম আয়োজন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শেরপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। জেলার ৫টি উপজেলা থেকে মোট ১৬০ জন কৃষি-উদ্যোক্তা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউসিবির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রকল্পের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। সম্ভাবনাময় কৃষি-উদ্যোক্তাদের আরও সক্ষম করে তুলতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিভির কৃষি-ভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’-এর উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক। এতে বিশেষ অতিথি ছিলেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন; শেরপুর সদরের উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. পলাশ কান্তি দত্ত; জেলা মৎস্য কর্মকর্তা (শেরপুর) প্রনব কুমার কর্মকার এবং অগ্রণী ব্যাংক পিএলসির জামালপুর ব্রাঞ্চের ম্যানেজার মো শরীফ হাসান সরকার।
কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক বলেন, বিশ্বজুড়ে চলমান পরিবর্তনের পরিপ্রেক্ষিতে, আমাদের কৃষি খাতে আধুনিক প্রযুক্তির প্রবর্তন এবং আমাদের কৃষক ও কৃষি-উদ্যোক্তাদের সেই পরিবর্তন সম্পর্কে অবহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষক ও কৃষি-উদ্যোক্তারা প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জন করলে আমরা একটি প্রতিকুল পরিবেশ সহিষ্ণু কৃষি খাত গড়ে তুলতে পারবো; যা দেশকে খাদ্য নিরাপত্তা এবং টেকসই কৃষি খাত সংশ্লিষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করবে। এই সিএসআর উদ্যোগের লক্ষ্য কৃষকদের দক্ষতা বিকাশে সহায়তা করার মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করা।
উল্লেখ্য, কৃষকদের সুবিধার্থে ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ বাস্তবায়ন করেছে ইউসিবি। এসবের মধ্যে রয়েছে- বিভিন্ন জাতের বৃক্ষরোপণ, কৃষি উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, এআই-নির্ভর ‘আরো মাছ’ (মোরফিশ) ডিভাইসের মতো কৃষি- সংক্রান্ত স্মার্ট ডিভাইস বিতরণ, তামাকের বিকল্প শস্য হিসেবে ভুট্টাচাষে উৎসাহদান, বজ্রপাত থেকে রক্ষা করতে লাইটনিং অ্যারেস্টার ডিভাইস স্থাপন এবং দেশের বিভিন্ন এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য উৎপাদন যন্ত্রাংশ বিতরণ ইত্যাদি।
এসএম