পুঁজিবাজার
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো ন্যাশনাল ফিড
গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
মঙ্গলবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৭১ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ০২ পয়সা আয় হয়েছিল।
সমাপ্ত হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য ছিলো ১১ টাকা ০৭ পয়সা।
কোম্পানিটির এজিএম এবং রেকর্ড তারিখ পরবর্তীতে জানানো হবে।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
বুধবার স্পট মার্কেটে যাচ্ছে ৮ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৮ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ মনোস্পুল পেপার, ফাইন ফুডস, পেপার প্রসেসিং, বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা, মুন্নু সিরামিক, সিলভা ফার্মা এবং মুন্নু এগ্রো।
সূত্র মতে, কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী বৃহস্পতিবার (২৮ নভেম্বর)। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী রবিবার (১ ডিসেম্বর)।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পাঁচ কোম্পানির লেনদেন বন্ধ আগামীকাল
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) ২০২৪ তারিখ বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ার লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- আমান ফীড, আমান কটন ফাইবার্স, মোজাফফর হোসেন, জিবিবি পাওয়ার এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
সূত্র মতে, এর আগে কোম্পানিগুলো শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। আজ কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন হবে।
আর রেকর্ড ডেটের পর আগামী বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
জুট স্পিনার্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ০৩ ডিসেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ন্যাশনাল ফিডের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২০০ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন লভ্যাংশ না দেওয়ার ঘোষণায় দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (২৬ নভেম্বর) ন্যাশনাল ফিডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬০ পয়সা বা ৯ দশমিক ২০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ০২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৪ দশমিক ৭৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফিনিক্স ফাইন্যান্স।
মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এসোসিয়েট অক্সিজেন, প্রাইম ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ, ন্যাশনাল টি, নিটল ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে স্টাইলক্রাফট
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে ১১৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে স্টাইলক্রাফট লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (২৬ নভেম্বর) স্টাইলক্রাফটের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইনফরমেশন সার্ভিসেসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ০৪ শতাংশ বেড়েছে। আর ৭ দশমিক ৭৯ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মিডল্যান্ড ব্যাংক।
মঙ্গলবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- লিগ্যাসি ফুটওয়্যার, এনআরবি ব্যাংক, জাহিন স্পিনিং, কে অ্যান্ড কিউ, শাইনপুকুর সিরামিকস, সোনারগাঁও টেক্সটাইল এবং বেক্সিমকো লিমিটেড।
এমআই