পুঁজিবাজার
নিম্নমুখী শেয়ারবাজার, সূচক কমলো ৫১ পয়েন্ট
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক কমেছে ৫১ পয়েন্ট। আগের কার্যদিবসেও প্রধান সূচক ৪৭ পয়েন্ট কমেছিল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৪ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫১ দশমিক ০৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৪৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ১২ পয়েন্ট কমে ১১৪৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৯ দশমিক ১৪ পয়েন্ট কমে ১৮৯৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩২০ কোটি ০৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকা।
রোববার ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১০টি কোম্পানির, বিপরীতে ২২৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
জাহাজ কিনবে এমজেএল বাংলাদেশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি আফরাম্যাক্স অয়েল ট্যাংকার নামে একটি জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) কোম্পানিটির ১৪১তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় সেকেন্ড হ্যান্ড ট্যাংকারটি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আফরাম্যাক্স অয়েল ট্যাংকারের ধারণক্ষমতা ১ লাখ ১৫ হাজার টন। ট্যাংকারটির বয়স ১২ থেকে ১৩ বছর। আর এর মূল্য ৪৫ মিলিয়ন থেকে ৪৭ মিলিয়ন ডলার।
এদিকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) এমজেএল বাংলাদেশের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৭০ পয়সা আয় হয়েছিল।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২ টাকা ৮৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ টাকা ৬৫ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৪৬ পয়সা।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সমতা লেদারের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত হিসাববছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ০ দশমিক ৪০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।
রবিবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ০৪ পয়সা।
গত ৩০ জুন,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৩৭ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লোকসান কমেছে আইসিবির
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের তুলনায় আলোচ্য প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান কমেছে।
রবিবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৭ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৭৩ পয়সা লোকসান হয়েছিল।
আলোচিত সময়ের কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ১ টাকা ৮০ পয়সা মাইনাস হয়েছে, যা আগের বছর একই সময়ে মাইনাস ৭২ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ০৮ পয়সা।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
শাশা ডেনিমসের নতুন চেয়ারম্যান পারভীন মাহমুদ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচত হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে মিসেস পারভীন মাহমুদকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ১৪ নভেম্বর তিনি শাশা ডেনিমসের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৪-২০১৯ সাল পর্যন্ত তিনি কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পারভীন মাহমুদ শাশা ডেনিমস ছাড়াও শাশা গার্মেন্টস, শাশা টেক্সটাইল, শাশা স্পিনিংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ১৩ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ৮৮ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৪ নভেম্বর) ব্লকে সবচেয়ে বেশি আল আরাফাহ ইসলামী ব্যাংকের ২ কোটি ১৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের ১ কোটি ৮১ লাখ ৭৮ হাজার এবং তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড ফাইন্যান্সের ১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম