কর্পোরেট সংবাদ
এবি ব্যাংকের মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন

মাস্টারকার্ড বিজনেস (ফাইন্যান্সিয়াল ইনক্লুশন) এবং মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ডমেস্টিক) ২০২৩-২৪ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করেছে এবি ব্যাংক পিএলসি। চলতি বছর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্যাটাগরিতে এককভাবে শীর্ষস্থান অর্জন করেছে ব্যাংকটি।
এবি ব্যাংকের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক আফজাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মওলা।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ।
এমআই

কর্পোরেট সংবাদ
এএমএল চ্যাম্পিয়নদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক

সম্প্রতি দেশে প্রথমবারের মতো আয়োজিত ‘অ্যান্টি-মানি লন্ডারিং (এএমএল) সচেতনতা ক্যাম্পেইন’ চ্যাম্পিয়ন সহকর্মীদের সম্মাননা প্রদান করেছে ব্র্যাক ব্যাংক।
গত ১০ আগস্ট ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শুদ্ধাচার ও কমপ্লায়েন্সের মানদণ্ডে অনন্য ভূমিকা রাখা ১১ জন সহকর্মীকে সম্মানিত করা হয়, যাদের মধ্যে আটজন নির্বাচিত হয়েছেন ব্রাঞ্চ থেকে এবং তিনজন অনলাইন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে। ক্যাম্পেইনে সর্বাধিক অংশগ্রহণের জন্য ব্যাংকটির ডিসট্রিবিউশন নেটওয়ার্ককে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান। এসময় ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, এএমএল কমপ্লায়েন্স আমাদের আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা রক্ষা করার পাশাপাশি আমাদের ওপর গ্রাহকদের আস্থা আরও দৃঢ় করে। ব্যক্তিগত ইচ্ছা ও প্রচেষ্টা যে নৈতিক ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের মূল্যবোধকে ধারণ করে, এই ক্যাম্পেইনের চ্যাম্পিয়নরা সেটি প্রমাণ করে দেখিয়েছেন।
‘বৈধ লেনদেনে সমৃদ্ধ দেশ’ প্রতিপাদ্য নিয়ে এএমএল সচেতনতা ক্যাম্পেইনটি শুরু হয় ২০ জুলাই ২০২৫। ক্যাম্পেইনে ব্যাংকটির ২,৬০০-এরও বেশি কর্মী অংশগ্রহণ করেন। সোশ্যাল মিডিয়া আউটরিচ, দেশব্যাপী আয়োজিত কনফারেন্স, ব্রাঞ্চ-ভিত্তিক কার্যক্রম এবং কুইজের মাধ্যমে সারাদেশে ৯০ লাখেরও বেশি মানুষের কাছে এই ক্যাম্পেইনের বার্তা পৌঁছাতে সক্ষম হয়েছে ব্যাংকটি।
এই সময়োপযোগী উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে এএমএল সচেতনতায় নিজেদের শীর্ষ অবস্থান ও ভূমিকা আরও সুদৃঢ় করেছে। ব্যাংকটি দেশব্যাপী কমপ্লায়েন্স কালচার এবং নৈতিক, দায়িত্বশীল ও টেকসই ব্যাংকিং চর্চার প্রসার ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ।
কর্পোরেট সংবাদ
আইবিটিআরএ’র ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৬৩ তম ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। অনুষ্ঠানে প্রধান সভাপতিত্ব করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিটিআরএ’র মহাপরিচালক মো. মাহবুব আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান মিজি ও এন. এস. এম. রেজাউর রহমান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো.মিজানুর রহমান। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১২৫ জন শিক্ষার্থী ৬০ দিনব্যাপী এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।
কর্পোরেট সংবাদ
বিআইসিএম’র রিসার্চ সেমিনার

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কের্টের (বিআইসিএম) রিসার্চ সেমিনার-৪৮ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ‘কর্পোরেট রিসোর্স এফিসিয়েন্সি এন্ড এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন বাংলাদেশ: মেয়াসুরেস, এভালুয়েশন এন্ড ম্যানেজমেন্ট ফর সুস্টাইনাবলে ডেভেলপমেন্ট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম।
সেমিনারে সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীন। এতে আলোচক ছিলেন অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিজনেস স্কুল-এর মাস্টার অব প্রোফেশনাল অ্যাকাউন্টিংয়ের (এমপিএসি) প্রোগ্রাম ডিরেক্টর ও সিনিয়র লেকচারার ড. সুদীপ্ত বোস এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল হক।
আলোচকগণ অনলাইনে যুক্ত থেকে রিসার্চ সেমিনারে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খু আলোচনা করেন। রিসার্চ সেমিনারটি সঞ্চালনা করেন ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) ফয়সাল আহমেদ খান।
মো. রেজাউল করিমের সাথে আলোচ্য গবেষণা প্রবন্ধটির সহযোগী লেখক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. সুবোধ দেবনাথ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালসের (বিইউপি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক রতন ঘোষ ও বিআইসিএম’র প্রভাষক গৌরব রায়।
ইন্সটিটিউটের অভ্যন্তরীণ গবেষকদের গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে বিআইসিএম নিয়মিতভাবে রিসার্চ সেমিনার আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে রিসার্চ সেমিনার-৪৮ আয়োজন করা হয়। উক্ত রিসার্চ সেমিনারে ইন্সটিটিউটের সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাবৃন্দসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের বোর্ড সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন, শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্য আলোচ্যসূচির সাথে ৩১মার্চ শেষ হওয়া ২০২৫ সালের প্রথম প্রান্তিক এবং ৩০ জুন শেষ হওয়া ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।
কাফি
কর্পোরেট সংবাদ
বিকাশ-বিজ্ঞানচিন্তার আয়োজনে বিজ্ঞান উৎসবের ৩য় আসর শুরু

সারাদেশের স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চা ও গবেষণায় উৎসাহী করতে বিকাশ এবং বিজ্ঞান ভিত্তিক মাসিক পত্রিকা বিজ্ঞানচিন্তার আয়োজনে শুরু হলো দেশব্যাপী ‘বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব’-এর তৃতীয় আসর।
রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ঢাকার প্রায় ১২০টির ও বেশি স্কুলের শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী প্রকল্প প্রদর্শন, কুইজ ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো এবারের বিজ্ঞান উৎসব। রোবট ‘ওয়াল.ই’-এর উদ্বোধন ঘোষণার মাধ্যমে শুরু হয় এবারের আয়োজন।
পর্যায়ক্রমে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও সিলেট বিভাগে আঞ্চলিক পর্ব শেষে ঢাকায় জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিজ্ঞান উৎসব।
ছোটবেলা থেকে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনষ্কতা তৈরি করে বিশ্বের জ্ঞান ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার উপযোগী করার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন। দেশব্যাপী অনুষ্ঠিত গত দুই উৎসবে ৮৫০ টি স্কুলের ২০ হাজারের বেশি প্রতিযোগী ৬০০ টি বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এছাড়া প্রায় ৪৩০০ শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পাশাপাশি, বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক ও দর্শনার্থীরা এই আয়োজনগুলোতে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গতকাল (শনিবার) সকালে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অবঃ), মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ফারজানা শাকিল, বিজ্ঞান চিন্তার সম্পাদক আবদুল কাইয়ুম, কথাসাহিত্যিক আনিসুল হক, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন, রম্য লেখক ও কার্টুনিস্ট আহসান হাবিব, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, বিজ্ঞান বক্তা আসিফ, বিকাশের ইভিপি ও হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির ও ভাইস-প্রেসিডেন্ট সায়মা আহসান, বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার সহ অনেকে।
শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা ও চর্চায় আগ্রহী করার লক্ষ্যে আয়েজিত এই উৎসবের উদ্বোধনী পর্বে ঢাকার প্রায় ১২০টির ও বেশি স্কুলের শিক্ষার্থীরা দলগতভাবে ‘অ্যাডভান্স মার্স রোভার, ‘সাসটেইনেবল ডিজাস্টার রিস্ক রিডাকশন’, ‘অ্যাকুয়াফ্লাক্স’, ‘লাইফাই’ এর মতো ১৫০টির বেশি প্রকল্প উপস্থাপন করে। প্রকল্প উপস্থাপনের পাশাপাশি শিক্ষার্থীরা কুইজ পর্বেও অংশগ্রহণ করে। বিজ্ঞান প্রকল্পের সেরা ১৭টি প্রকল্পকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি, কুইজে অংশগ্রহণকারী নিম্ন মাধ্যমিকে সেরা ১৭ বিজয়ী ও মাধ্যমিকে সেরা ১৫ বিজয়ীকে পুরস্কার বিতরণ করা হয়। পরিবেশ-বান্ধব অ্যাপ বানানোর প্রকল্প বানিয়ে সেরা হন সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাইয়িন আল রাদ।
বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান প্রকল্পে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে পরবর্তীতে ঢাকায় জাতীয় পর্যায়ে চূড়ান্ত বিজ্ঞান উৎসব আয়োজন করা হবে। সারাদেশ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে চূড়ান্ত পর্বে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাড়তি চমক হিসেবে ছিলো বিজ্ঞান বিষয়ক বিভিন্ন স্টল, রোবটিক্স প্রদর্শনী, বিজ্ঞান ম্যাজিক, লেখক, গণিতবিদ, বিজ্ঞান বক্তাদের বক্তব্য ও শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব, সংগীতানুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।