পুঁজিবাজার
ইউনাইটেড পাওয়ারের আয় বেড়েছে ১২৮ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১২৮ দশমিক ৫২ শতাংশ।
বুধবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৭ টাকা ১৩ পয়সা আয় হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি ৩ টাকা ১২ পয়সা আয় হয়েছিল।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৮৫ পয়সা, যা গত বছর একই সময়ে ৫ টাকা ১৯ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬৬ টাকা ৩৬ পয়সা।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক বেড়েছে ১২ পয়েন্ট। তবে এদিন টাকার অংঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০৪ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২ দশমিক ৩২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৩৮ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ২৯ পয়েন্ট কমে ১১৭২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১৯২৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৭৬ কোটি ৫১ লাখ ৩২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫১২ কোটি ৪৮ লাখ ৮৮ হাজার টাকা।
বুধবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৯টি কোম্পানির, বিপরীতে ২০৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পাঁচ কোম্পানির লেনদেন চালু আগামীকাল
রেকর্ড তারিখের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, তমিজউদ্দন টেক্সটাইল এবং রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।
সূত্র মতে, রের্কড ডেটের কারণে আজ বুধবার কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার কোম্পানি দুটির শেয়ার লেনদেন যথা নিয়মে চলবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
১৩ কোম্পানির লেনদেন বন্ধ আগামীকাল
রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ,ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, স্ট্যান্ডার্ড সিরামিক, অরমিট, আরামিট সিমেন্ট, এসএস স্টিল, ভ্যানগার্ড এএমএল বিডি, একমি পেস্টিসাইডস, জেমিনি সি ফুড, কে অ্যান্ড কিউ, ফার্মা এইডস, আনোয়ার গ্যালভানাইজিং এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড।
সূত্র মতে, আগামী বৃহস্পতিবার কোম্পানগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন স্থগিত থাকবে। তবে রোববার স্বাভাবিক নিয়মে কোম্পানিগুলোর লেনদেন চলবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে তিন কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সূত্র মতে, কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী রোববার (৮ ডিসেম্বর)। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী সোমবার (৯ ডিসেম্বর)।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
শেয়ার বিক্রি করবে একমি ল্যাবরেটরিজের উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এক উদ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা পারভীন আক্তার খানমের নিকট কোম্পানিটির মোট ৬৫ লাখ ১৯ হাজার ১৫৮টি শেয়ার রয়েছে। এর মধ্যে তিনি ২০ লাখ শেয়ার বিক্রয় করবেন।
বর্তমান বাজার দরে ডিএসইর পাবলিক/ব্লক মার্কেটে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমান শেয়ার বিক্রয় করবেন এই উদ্যোক্তা।
কাফি