অন্যান্য
তিন কোম্পানির লেনদেন চালু বৃহস্পতিবার
শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি আগামীকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শেয়ার লেনদেনে ফিরবে। কোম্পানিগুলো হলো- ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রিং শাইন টেক্সটাইল লিমিটেড এবং ক্রাউন সিমেন্ট পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রের্কড ডেটের কারণে আজ বুধবার প্রতিষ্ঠানগুলোর লেনদেন স্থগিত রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানগুলোর লেনদেন যথানিয়মে চালু হবে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অন্যান্য
সার আমদানির ঋণপত্র খোলায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে নির্দেশ
কৃষি উৎপাদনের অন্যতম উপকরণ সারের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ সরবরাহ নিশ্চিত করতে সার আমদানির ঋণপত্র খুলতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার ( ১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
একইসঙ্গে সার আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখতে বলা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, এখন থেকে সার আমদানি ঋণপত্র স্থাপনে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অন্যান্য
এসআইবিএলের নতুন শরীআহ চেয়ারম্যান মুফতি মাহফুজুল হক
সোশ্যাল ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুফতি মাহফুজুল হক। বিশিষ্ট ইসলামিক স্কলার ও চিন্তাবিদ মুফতি মাহফুজুল হক বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সেক্রেটারি জেনারেল, আল হায়াতুল উলিয়া এর স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং জামিয়া রাহমানিয়া আরাবিয়া এর অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।
শিক্ষাজীবন শেষে ১৯৯৩ সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া এর শিক্ষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি ইসলামিক ল’ এন্ড রিসার্চ নিয়ে কাজ করেন এবং মুফতি খেতাব অর্জন করেন। ২০০০ সালে নবগঠিত মাদ্রাসা জামিয়া হাকিকিয়ার পরিচালক হিসেবে নিয়োগ পান তিনি।
২০০২ সালে তিনি সেই মাদ্রাসার চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২০ সালে তিনি বেফাকুল মাদারিসিল এ্যারাবিয়া বাংলাদেশের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের জয়েন্ট সেক্রেটারি জেনারেলের দায়িত্ব
পালন করেছেন।
মুফতি মাহফুজুল হক একজন বাংলাদেশী দেওবন্দী ইসলামী পন্ডিত, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং পাবলিক স্পিকার হিসেবে দেশে বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অন্যান্য
ইসলামী ব্যাংক কাঁচপুর শাখা স্থানান্তর
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কাঁচপুর শাখা, হাবিবুল্লাহ টাওয়ার, কাঁচপুর, নারায়ণগঞ্জে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে নতুন স্থানে শাখার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনপ্রধান মো. মিজানুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন সমাজসেবক মো. আবদুল জব্বার, সোনারগাঁও আইডিয়াল কলেজের অধ্যক্ষ ড. মো. ইকবাল হোসেন ভুঁইয়া ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো. আবদুল মান্নান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাঁচপুর শাখাপ্রধান মুহাম্মদ নাজমুল হাসান। এ সময় শাখার কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অন্যান্য
সিভাসুকে গবেষণা খাতে আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক
সাউথইস্ট ব্যাংক পিএলসি বিশেষ সিএসআর তহবিলের আওতায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়কে (সিভাসু) গবেষণা কাজ পরিচালনার জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইনের উপস্থিতিতে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমানের নিকট আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
এসময় সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাছুম উদ্দীন খান এবং আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অন্যান্য
সোশ্যাল ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরী কমিটির সভা
সোশ্যাল ইসলামী ব্যাংকের বাংলাদেশ ব্যাংক কর্তৃক পুনর্গঠিত পরিচালনা পর্ষদ ব্যাংকের শরী’আহ সুপারভাইজরী কমিটি পুনর্গঠন করে। আট সদস্য বিশিষ্ট এই পুনর্গঠিত শরী’আহ সুপারভাইজরী কমিটির প্রথম সভা (৯১তম) ১১ নভেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় মুফতি মাহফুজুল হক শরী’আহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান, মুফতি আবদুল্লাহ মাসুম- ভাইস চেয়ারম্যান এবং মুফতি আবু বকর সিদ্দিক নাবিল- সদস্য সচিব নির্বাচিত হন। সভায় পুনর্গঠিত শরী’আহ সুপারভাইজরী কমিটির অন্যান্য সদস্যগণের মধ্যে মুফতি যুবায়ের আবদুল্লাহ, ড. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ড. এম. মাসুদ রহমান, ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান (মিলন) এবং প্রফেসর ড. মো. শামসুল আলম উপস্থিত ছিলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মো. নাজমুস সায়াদাত সহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ ব্যাংকের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং সোশ্যাল ইসলামী ব্যাংককে একটি পরিপূর্ণ শরী’আহ কমপ্লায়েন্ট টেকসই ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।