পুঁজিবাজার
ওয়েস্টার্ন মেরিনের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৩ নভেম্বর বিকাল ০৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
তসরিফা ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ৮৩ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা বা ৯ দশমিক ১৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রানার অটোর শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফার্স্ট ফাইন্যান্স।
বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্লোবাল হেভি কেমিক্যাল, কপারটেক, ইভিন্স টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, প্রিমিয়ার সিমেন্ট, খান ব্রাদার্স এবং ফ্যামিলি টেক্সটাইল।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে আমান ফিড
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৬ কোম্পানির মধ্যে ২৫৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে আমান ফিড লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আমান ফিডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইউনাইটেড পাওয়ার জেনারেশনের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৮৮ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে কনফিডেন্স সিমেন্ট।
বৃহস্পতিবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ডরিন পাওয়ার, জেনেক্স ইনফোসিস, কাশেম ইন্ডাস্ট্রিজ, আর্গন ডেনিমস, যমুনা ব্যাংক, ফু-ওয়াং ফুড এবং এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিএসসির ২১ কোটি ৯৫ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এমজেএল বিডির আজ ১৯ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৯ কোটি ২৬ লাখ ০৯ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে যমুনা ব্যাংক।
বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, ওয়াইম্যাক্স ইলেকট্রোড এবং ওরিয়ন ফার্মা লিমিটেড।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সপ্তাহের শেষ কার্যদিবসে ইতিবাচক পুঁজিবাজার
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক বেড়েছে ৩৯ পয়েন্ট। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ৩০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৫৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১১৮৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১৯৮৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫৭৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৭৯ কোটি ৮৭ লাখ টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫৮টি কোম্পানির, বিপরীতে ৮৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
বেক্সিমকো ফার্মার দুই সাবসিডিয়ারির লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দুই সাবসিডিয়ারি বা সহযোগী প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- নুভিস্তা ফার্মা লিমিটেড (এনপিএল) এবং সিনোভিয়া ফার্মা পিএলসি (এসপিপি)।
ঢাক স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য নুভিস্তা ফার্মার পরিচালনা পর্ষদ ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। পাশাপাশি বেক্সিমকো ফার্মার আরেক সহযোগী কোম্পানি সিনোভিয়া ফার্মার পরিচালনা পর্ষদ একই সময়ের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আগামী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের সম্মতিক্রমে ঘোষিত লভ্যাংশ অনুমোদন দেওয়া হবে।
এমআই