পুঁজিবাজার
প্রাইম ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন
সমাপ্ত সপ্তাহে (৩ নভেম্বর-৭ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ১১১টির শেয়ারদর কমেছে। তাতে সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে প্রাইম ফাইন্যান্সের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৬০ পয়সা বা ১০ দশমিক ৫৩ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ৫ টাকা ১০ পয়সা।
দরপতনের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে আসা ফার্মা এইডের শেয়ারদর কমেছে ৮ দশমিক ৫৮ শতাংশ। আর শেয়ারের দাম ৮ দশমিক ৫১ শতাংশ কমায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান নিয়েছে শ্যামপুর সুগার লিমিটেড।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো- পূরবী জেনারেল, ফারইস্ট ফাইন্যান্স, রেনউইক যজ্ঞেশর, খান ব্রাদার্স, কুইনসাউথ, জিল বাংলা এবং ইন্টারন্যাশনাল লিজিং।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
আনোয়ার গ্যালভানাইজিংয়ের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৭৫ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বুধবার (১৩ নভেম্বর) আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৭ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এস্কয়ার নিটের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ০৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ০৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে উসমানিয়া গ্লাস।
বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্লোবাল হেভি কেমিক্যাল, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড, শাহজিবাজার পাওয়ার, সোনালী আঁশ, নিউলাইন ক্লথিং, আরামিট সিমেন্ট এবং সমতা লেদার।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ১৫২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বুধবার (১৩ নভেম্বর) দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা নর্দার্ণ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৮১ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইন্ট্রাকো।
বুধবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- কনফিডেন্স সিমেন্ট, মেঘনা ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, কেডিএস এক্সেসরিজ, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বুধবার (১৩ নভেম্বর) স্কয়ার ফার্মার ২৪ কোটি ১৪ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিএসসির আজ ২১ কোটি ৫৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ৭৩ লাখ ০৪ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফারইস্ট নিটিং।
বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এমজেএল বিডি, ইসলামী ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, খান ব্রাদার্স, অগ্নি সিস্টেমস, ইবনে সিনা ফার্মা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
শেয়ারবাজারে লেনদেন কমেছে ১৬ শতাংশ
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক বেড়েছে ১৭ পয়েন্ট। তবে আগের কার্যদিবসের এদিন লেনদেন কমেছে ১৬ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৩ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৬৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩১৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১১৮৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১৯৭২ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৭৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৭৭ কোটি ৬৬ লাখ টাকা। তাতে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে ১৬ দশমিক ৯২ শতাংশ।
বুধবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫২টি কোম্পানির, বিপরীতে ১৭৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
১৩ কোম্পানির লেনদেন বন্ধ কাল
রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল বৃহস্পতিবার বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইনটেক অনলাইন, ইনডেক্স এগ্রো, নাহি অ্যালুমিনিয়াম, হাক্কানি পাল্প, বিবিএস ক্যাবলস, আইটিসি, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বিবিএস, কেডিএস এক্সেসরিজ, রহিম টেক্সটাইল, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল এবং ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।
সূত্র মতে, আগামী বৃহস্পতিবার কোম্পানগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন স্থগিত থাকবে। তবে রোববার স্বাভাবিক নিয়মে কোম্পানিগুলোর লেনদেন চলবে।
এমআই