অর্থনীতি
পণ্যের দাম সহনশীল করতে দু-তিন বছর লাগবে: গভর্নর
মূল্যস্ফীতি কমিয়ে প্রাইজ লেবেল বা পণ্যের দাম সহনশীল করতে দু-তিন বছর লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মুনসুর। একইসঙ্গে বর্তমানে ফরেন এক্সচেঞ্জের কোনো সংকট নেই। যে কেউ এলসি খুলতে পারবে। বাজারে টাকা পাবেন না কিন্তু ডলার পাবেন। এখানে একটা বড় পরিবর্তন হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ে সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, আজকে আমাদের যে সভা ছিল সেটার মূল উদ্দেশ্য ছিল রোজার আগে কিছু নিত্যপণ্যের মূল্য ধরে রাখতে হবে। আর কিছু নির্বাচিত পণ্যের ক্ষেত্রে দাম মনিটরিং করা; এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। স্পর্শকাতর জিনিস বলতে চালের মূল্য, সেখানে আমরা দেখছি বর্তমানে চালের দাম গত বছরের তুলনায় ৫ থেকে ৬ টাকা কম আছে। আরেকটা বিষয় হলো, বর্তমানে যে দাম সেটা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কম। আবার চালের ওপর ডিউটি শূন্য করে দেওয়া হয়েছে, কেউ আমদানি করছে না। কারণ ভারত থেকে চাল আমদানি করলে দেশে খরচ বেশি পড়ে, এজন্য আমদানি হচ্ছে না। তার মানে আমাদের দেশের বাজারে চালের সরবরাহ খারাপ নয়, সেটাই বোঝায়। ফলে আমাদের ধারণা এ বছর চাল আমদানি করতে হবে না।
তিনি বলেন, আমরা চাই চালের দাম কমুক কিন্তু কৃষকের কথা ভাবতে হবে। কারণ তাদের উৎপাদন খরচ বেড়েছে। তাই বলা যায়, চালের দাম ভবিষ্যতে যে খুব বেশি কমবে সেটা কিন্তু আশা করা ঠিক নয়।
আহসান এইচ মুনসুর বলেন, গত মাসে দেশে মূল্যস্ফীতি বেড়েছে। প্রায় ১০.৮৭ শতাংশ হয়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়। পৃথিবীর সব দেশেই মুদ্রানীতি ঘোষণা করার পর ২ শতাংশ নেমে আসছে। কিন্তু সেটা ডাবল ডিজিট। শুধু যে কমেছে সেটা নয় কোনো কোনো মাসে বেড়েছেও। আমাদের যেটা হয়েছে সেটা দুইটা জিনিসের প্রতিফলন দেখা যায়— একটা হলো, গত মাসে দেশে যে বন্যার হয়েছে সে কারণে সব কিছুর দাম বেড়েছে। আর দ্বিতীয় হয়েছে দেশে যে আন্দোলন হলো তার একটা প্রভাব পড়েছে। তবে এটা খারাপ কিছু না। এই বৃদ্ধিটা হয়ত সাময়িক। তবে জুলাই মাসের পর থেকে মূল্যস্ফীতি কিন্তু নিয়ন্ত্রণ করে রাখা হয় না। আগে যেটা করা হতো। এজন্য মূল্যস্ফীতি কয়েক মাস হাইয়েস্ট থাকবে। এখানে কিছু করার নেই। তবে বর্তমান ইনডেক্স সঠিক।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের দাম বাড়ে নাই। খুবই কম আছে দুই তিন শতাংশের মধ্যেই আছে। এনার্জির দাম নেগেটিভ ১৭ শতাংশে আছে। জ্বালানি তেল, এলএনজির দাম কম আছে। এগুলো আমাদের সহায়তা করবে। এরসঙ্গে আমাদের এক্সচেঞ্জ রেটের ওপরে যদি কোনো প্রভাবে না পড়ে তাহলে আমদানি পণ্যের দাম কমতে বাধ্য। সেখানে আমাদের কিছু করার নেই। আমাদের করণীয় হলো অভ্যন্তরীণ মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণ করতে হবে। সেজন্য আমরা বাজার মনিটরিংয়ে জোর দিয়েছি। আমাদের মূল্য বাজারভিত্তিক। তবে আমরা পলিসি রেট বাড়িয়েছি। এজন্য কিন্তু মূল্যস্ফীতি বাড়ে নাই। একই সঙ্গে ট্রেজারি রেটও বাড়েনি।
তিনি বলেন, পলিসি রেট বাড়ানোর ফলে যেটা হয়েছে, সেটা হলো, ব্যাংকের জন্য ট্রেজারিতে যে লাভটা করতো, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিয়ে সাড়ে ১২ টাকায় ট্রেজারি বিল কিনতো তারা। এখন সেটা ৮ থেকে ১০ টাকা কম খরচ করতে হবে ব্যাংকগুলোকে। ফলে আমাদের যে লাভ হতো সেটা কমিয়ে দিয়েছি। এরমাধ্যে ব্যাংকের লিকুইটি টাইট করে ফেলছি। এর একটা প্রভাব আগামীতে বাজারে পড়বে।
বাজার মনিটরিং নিয়ে কী করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বাজার মনিটরিং করছি। কিন্তু অযৌক্তিক মনিটরিং করলে বাজারে পণ্যের সংকট তৈরি হবে। ওভার মনিটরিং করে লাভ নেই। অভিযান পরিচালনা করে লাভ নেই। আমরা সরবরাহ বাড়িয়ে বাজার স্থিতিশীল করার চেষ্টা করছি। ওভার নাইট দাম কমিয়ে দেওয়া যাবে না। তবে সামনে শীতকাল, সবজির দাম কমে যাবে। মূল্যস্ফীতিও কমবে, কিন্তু দাম কি আমি একেবারে নামিয়ে আনতে পারবো? আমাদের কাছে মূল্যস্ফীতির থেকে প্রাইস লেভেল গুরুত্বপূর্ণ। পৃথিবীর কোনো দেশ প্রাইস লেভেল কমাতে পারে না। এটা কমানো উচিতও না। কিন্তু মূল্যস্ফীতি কমিয়ে প্রাইস লেভেলটাকে সহনশীল করতে হবে। মানুষের যখন আয় বেড়ে যাবে তখন সব কিছু সহজ হয়ে যাবে। সেটা হতে হতে দুই তিন বছর লাগবে। তবে আমাদের দায়িত্ব হচ্ছে বাজারে সরবরাহ বাড়ানো। যাতে প্রতিযোগিতার মাধ্যমে দাম নির্ধারণ করা যায়।
এছাড়া সরকার রেশনিং বাড়াচ্ছে, ৫ কেজি চালের স্থানে ১০ কেজি করা হচ্ছে। ওএমএস বাড়ানো হচ্ছে। এগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হঠকারিতার কোনো সুযোগ নেই, স্থিতিশীল হতে বাধ্য এবং হবে তবে সময় লাগবে।
তিনি বলেন, আমাদের বর্তমানে ফরেন এক্সচেঞ্জের কোনো সংকট নাই। যে কেউ এলসি খুলতে পারবে। এখন যে কোনো ব্যাংকে যে কোনো দিন এলসি মার্জিন ছাড়াই এলসি খুলতে পারবেন। বাজারে টাকা পাবেন না কিন্তু ডলার পাবেন। এখানে একটা বড় পরিবর্তন হয়েছে।
ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে গভর্নর বলেন, বাজারে পর্যাপ্ত চাহিদা আছে। আমদানি করে চাহিদা মেটান। আমাদের দিক থেকে যেটুকু করার আমরা সেটুকু করবো। কিন্তু সময় লাগবে মূল্যস্ফীতি কমিয়ে আনতে। যেটা গত ৫ থেকে ৭ বছর ধরে আস্তে আস্তে বাড়িয়েছে সেটা ওভার নাইট ঠিক করা কঠিন। সময়তো একটু লাগবেই।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অর্থনীতি
ব্যাংকে ফিরেছে মানুষের হাতের ৯ হাজার কোটি টাকা
সরকারের পতনের পর ব্যাংক খাতকে ঘিরে সৃষ্ট নানা অনিয়মের তথ্য প্রকাশ্যে আসায় ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছিল সাধারণ মানুষ। এখন রাজনৈতিক অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। ফলে হাতে রাখা টাকা আবারও ব্যাংকে জমা করছে মানুষ। চলতি বছরের আগস্ট শেষে মানুষের হাতে টাকার পরিমাণ ছিল ২.৯২ লাখ কোটি টাকা।
সেপ্টেম্বরে তা কমে ২.৮৩ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ গত সেপ্টেম্বরে মানুষের হাতে থাকা প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যাংক খাতে ফিরেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ব্যাংকগুলোতে আমানত প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় ৭.২৬ শতাংশ বা ৯,৭৪৮ কোটি টাকা বেড়েছে।
এতে ব্যাংকে রাখা আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭.৪১ লাখ কোটি টাকায়। আগস্টে মোট আমানত ১৭.৩১ লাখ কোটি টাকায় নামলেও আগের মাসের তুলনায় নেতিবাচক (ঋণাত্মক) প্রবৃদ্ধি ছিল ০.১৬ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ব্যাংক খাতে সাধারণত প্রতি মাসে আগের মাসের তুলনায় আমানত বাড়ে। তবে জুলাই ও আগস্টে এর ব্যতিক্রম দেখা গেছে।
চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে আমানত ছিল ১৭.৪২ লাখ কোটি টাকা। অর্থাৎ দুই মাসের মধ্যে প্রায় ১১ হাজার কোটি টাকা আমানত কমেছে। ব্যাংকাররা জানান, কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপের কারণে মানুষের মধ্যে আমানত তুলে নেওয়ার প্রবণতা কমেছে।
বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এখন ভালো ব্যাংকগুলোতে ডিপোজিট অনেক বেড়েছে। দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এতে গ্রাহকদের আস্থা কিছুটা ফিরেছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অর্থনীতি
১০০ কোটি ডলার সংগ্রহে ‘অরেঞ্জ বন্ড’ চালু করছে সরকার
অরেঞ্জ বন্ড বিক্রি করে ১০০ কোটি ডলার সংগ্রহ করে পোশাকশিল্প, সবুজ অবকাঠামো ও কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করতে চায় সরকার। বৃহস্পতিবার এক আলোচনা সভায় এ কথা জানান অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রাজধানীর সোনারগাঁ হোটেলে ‘অরেঞ্জ বন্ডের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীমূলক পুনর্গঠন’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে আইআইএক্স, ইউএনডিপি ও বাংলাদেশ সরকার।
সভায় জানানো হয়, ‘অরেঞ্জ বন্ড’ হলো এক ধরনের বন্ড, যার মাধ্যমে সংগ্রহ করা অর্থ টেকসই অর্থনৈতিক উন্নয়নে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত, লিঙ্গ সমতা ও পরিবেশগত ইস্যুতে বিনিয়োগ করা হয়। বিশ্বের অনেক দেশে আগে থেকে এমন বন্ড থাকলেও বাংলাদেশে প্রথম।
অর্থ উপদেষ্টা সভায় বলেন, ‘অর্থের প্রয়োজনে সবাই ব্যাংকে যায়। পুঁজিবাজারও আছে। তবে বিগত সময়ে অনেক অনিয়মের কারণে এখানে সমস্যা তৈরি হয়ে আছে। এ ধরনের বন্ডে ঝুঁকি কম।’
অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমরা মূলত প্রশমনে নজর দিই। কিন্তু অভিযোজনের দিকেও সমান গুরুত্ব দেওয়া দরকার।’
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী নীতিমালা পরিবর্তনের ওপর জোর দিয়ে বলেন, ‘অরেঞ্জ বন্ড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এই উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সম্পৃক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় নীতি সংস্কার করতে হবে।’
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অর্থনীতি
এসিআই ফুডসের সিবিও হলেন ফারিয়া ইয়াসমিন
এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডসের নতুন চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন ফারিয়া ইয়াসমিন। এসিআই ফুডস লিমিটেড, এসিআই পিওর ফ্লাওর লিমিটেড এবং এসিআই এডিবল অয়েলস লিমিটেড- তিনটি প্রতিষ্ঠানের অধীনে আটা, মসুর ডাল, চাল, ফুড, ভোজ্য তেল এবং খাদ্য রপ্তানি- এই ছয়টি ব্যবসায়িক বিভাগ নিয়ে কাজ করবেন তিনি।
ফারিয়া ইয়াসমিন এর আগে নেসলে, ম্যারিকো, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড এবং রেকিট বেনকিজারের মতো বহুজাতিক কোম্পানিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এসিআইয়ের খাদ্য ও কমোডিটি বিভাগকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন ফারিয়া ইয়াসমিন।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অর্থনীতি
স্বর্ণের দাম ভরিতে কমলো সাড়ে ৩ হাজার টাকা
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৪৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শুক্রবার (৮ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে, সবশেষ গত ৪ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৩৬৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৫ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৫ হাজার ৫৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছে ৫ নভেম্বর থেকে।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অর্থনীতি
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলার
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার বা দুই হাজার ৮১ লাখ ৭০ হাজার ডলার। একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ ২৫ দশমিক ৭২ বিলিয়ন ডলার বা দুই হাজার ৫৭২ কোটি ৮৮ লাখ ডলার ২০ হাজার ডলার।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি আমদানি ব্যয় কমে আসা ও প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত থাকার কারণে ইতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। প্রবাসী আয় বৃদ্ধি পেলে বাণিজ্যিক ব্যাংককে আর বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হতে হয় না। বরং প্রবাসী আয় সংগ্রহকারী ব্যাংকগুলোকে রেমিট্যান্সের নির্দিষ্ট পরিমাণ বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করতে হয়।
বৈদেশিক ঋণ, সহায়তা, বিনিয়োগের ডলার বাংলাদেশ ব্যাংকে জমা হয়। আবার রপ্তানি আয়ও রিজার্ভের অংশ। রপ্তানি আয় বাদে রিজার্ভের সব উৎসে ইতিবাচক ধারা অব্যাহত আছে। যে কারণে রিজার্ভের হ্রাসের হার কিছুটা কমেছে।
তথ্য বলছে, আগের মাস ৮ অক্টোবরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল এক হাজার ৯৮২ কোটি ৬৭ লাখ ২০ হাজার ডলার। সে হিসাবে এক মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ১৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার কোটি টাকা। তবে ব্যবহারযোগ্য নিট রিজার্ভের পরিমাণ ১৫ বিলিয়ন ডলারের কাছাকাছি।
উল্লেখ্য, দুই-এক দিনের মধ্যে প্রায় দেড় বিলিয়ন ডলার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ করতে হবে। এরপর রিজার্ভের পরিমাণ ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে আসবে।
এমআই