Connect with us

অর্থনীতি

রিটার্ন জমায় রবিবার থেকে বিশেষ ব্যবস্থা

Published

on

আইপিও

আগামীকাল রবিবার (৩ নভেম্বর) থেকে আয়কর রিটার্ন জমায় কর অফিসগুলোতে শুরু হচ্ছে মাসব্যাপী সেবা। সেবার মান নিশ্চিতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, অনলাইনে রিটার্ন পূরণে কোনো কাগজপত্র জমা দিতে হবে না।

গত কয়েক বছরের ধারাবাহিকতায় আয়কর রিটার্ন জমা নিতে এবারও কর অফিসে বিশেষ ব্যবস্থা থাকছে করদাতাদের জন্য। নভেম্বর জুড়ে এক ছাদের নিচে মিলবে রিটার্ন পূরণ, ইটিআইএন নেওয়াসহ নানা সেবা। এ জন্য প্রস্তুত সারা দেশের ৪১ কর অঞ্চলের ৬৫০ সার্কেল। পাশাপাশি থাকবে অনলাইনে রিটার্ন পূরণের হেল্প ডেস্ক।

এবারও সরকারি কর্মচারিদের জন্য সচিবালয়ে রিটার্ন জমার বুথ বসাবে এনবিআর। যা চালু থাকবে ৩ থেকে ১৭ নভেম্বর। আর শেরেবাংলা নগরে সরকারি কর্মচারীরা এই সেবা পাবেন ১৯ থেকে ২৩ নভেম্বর। এবারো সেনা মালঞ্চে সামরিক বাহিনীর সদস্যদের রিটার্ন জমা দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, আমরা আয়করদাতাদের অনলাইনে রিটার্ন জমা দিতে উৎসাহ দিতে চাই। ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে সহজেই ঘরে বসে রিটার্ন জমা দেওয়া যাবে। ফলে আর ট্যাক্স অফিসে যেত হলো না, ব্যাংকে যেতে হলো না। সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে প্রাপ্তি স্বীকারপত্র।

তবে যারা কর অফিসে যেতে চান না, তাদের জন্য এবার উদার এনবিআর। কয়েক বছরের চেষ্টায় অনলাইন ট্যাক্স রিটার্ন জমার ব্যবস্থা আরও উন্নত করেছে সংস্থাটি। কর্মকর্তারা জানান, etaxnbr.gov.bd সাইটে প্রথমে নিবন্ধন করতে হবে। এরপর আয়-ব্যয়ের প্রয়োজনীয় তথ্য দিয়ে রিটার্ন পূরণ করতে হবে। আপলোড করতে হবে না কোনো দলিলপত্র। অনলাইনেই মিলবে রিটার্ন জমার প্রমাণপত্র।

তিনি আরও বলেন, ওয়েবসাইটে শুধু ডাটা দিলেই সহজেই হিসাব হয়ে যাবে। করদাতাদের কোনো ঝামেলা হবে না অনলাইনে রিটার্ন দাখিলে।

এবার ঢাকার দুটিসহ চার সিটি করপোরেশনের সরকারি কর্মচারীদের অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংকসহ কিছু বহুজাতিক কোম্পানির কর্মীদের জন্যও একই নিয়ম করা হয়েছে। রিটার্ন পূরণে কোনো জটিলতা দেখা দিলে সেবা মিলবে হেল্পলাইনে।

এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অর্থনীতি

চালের সরবরাহ স্থিতিশীল রাখতে শুল্ক প্রত্যাহার

Published

on

আইপিও

চালের ওপর থাকা সকল আমদানি ও নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে চালের সরবরাহ স্থিতিশীল থাকবে বলে মনে করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে চালের দাম প্রতি কেজিতে অন্তত ৯.৬০ টাকা কমবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে এনবিআর বৃহস্পতিবার (৩১ অক্টোবর) একটি সংবিধিবদ্ধ নিয়ামক আদেশ (এসআরও) জারি করেছে।

আজ শুক্রবার এনবিআর’র প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চালের ওপর বিদ্যমান ১৫ শতাংশ আমদানি শুল্ক এবং ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণরূপে বাতিল করা হবে। এর ফলে চালের ওপর মোট আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ২ শতাংশ করা হবে।

চালের দাম কমাতে এর আগে, ৬২.৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করেছিল আমদানি শুল্ক। তবে, এতে ফল আশানুরূপ পাওয়া যায়নি।

আমদানি শুল্ক মওকুফ করতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) থেকে এনবিআরকে অনুরোধ জানানো হয়। এরপরেই এ সিদ্ধান্ত নেয় এনবিআর।

এনবিআর থেকে দাবি করা হয়, আমদানি এবং নিয়ন্ত্রণ শুল্ক মওকুফের ফলে চালের দাম স্থিতিশীল হবে এবং এটি সাধারণ ভোক্তার জন্য আরও সহজলভ্য হবে। এই পদক্ষেপ চালের সরবরাহ বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে দাম সাশ্রয়ী রাখবে; যাতে ভোক্তাদের কাছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহজলভ্য হয়।

কাফি

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

পারিবারিক বিরোধে নাসির গ্রুপের কোম্পানি অবসায়নের আবেদন

Published

on

আইপিও

কাচ উৎপাদনের জন্য সুপরিচিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী নাসির গ্রুপ। গ্রুপটির এক ডজনের বেশি প্রতিষ্ঠানের একটি নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড অবসায়নের আবেদন করা হয়েছে হাইকোর্টে। মূলত পারিবারিক বিরোধ চরম পর্যায়ে পৌঁছে আইনি লড়াইয়ে রূপ নিয়েছে।

নাসির গ্রুপের উত্তরাধিকারীদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয় ২০২২ সালে এ শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন বিশ্বাসের মৃত্যুর পর। নাসির উদ্দিনের মৃত্যুর পর তার দুই স্ত্রী এবং তাদের সন্তানরা কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ নিয়ে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েন।

মূলত নাসির উদ্দিনের প্রথম স্ত্রী আনোয়ারা বিশ্বাসের সন্তানদের ব্যবস্থাপনায় চলা দুটি কোম্পানি—নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে কেন্দ্র করে চলছে এ লড়াই।

বর্তমানে নাসির গ্লাসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন আনোয়ারা বিশ্বাসের মেয়ে নাসিমা বিশ্বাস, আর তার ভাই নাসিম বিশ্বাস আছেন নাসির ফ্লোট গ্লাসের প্রধানের দায়িত্বে।

প্রায় ২০০ কোটি টাকা পাওনা আদায়ের লক্ষ্যে গত ৩০ অক্টোবর হাইকোর্টের কোম্পানি-সংক্রান্ত বেঞ্চ বিচারপতি ফরিদ আহমেদের আদালতে নাসির ফ্লোট গ্লাস অবসায়নের দাবি জানিয়ে মামলা করেছেন নাসিমা।

আবেদনকারীর আইনজীবীরা বলছেন, আদালত অবসায়ন-সংক্রান্ত মামলাটি গ্রহণ করেছেন। একইসঙ্গে আদালত এই মামলায় কেউ আইনি লড়াই করতে চাইলে তাকে নিজে বা আইনজীবীর মাধ্যমে আদালতে হলফনামা দাখিলের আদেশ দিয়েছেন।

এই মামলার শুনানির জন্য আগামী ১১ ডিসেম্বর দিন ধার্য রেখেছেন আদালত।

আবেদনকারীর পক্ষের সিনিয়র আইনজীবী আহসানুল করিম জানান, ‘নাসির গ্রুপ অভ ইন্ডাস্ট্রিজের অধীনে অনেকগুলো কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন গ্রুপটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এমডি নাসির উদ্দিন বিশ্বাস। এই দুটি কোম্পানিও তিনি প্রতিষ্ঠা করেছিলেন।’

তিনি বলেন, ‘নাসির ফ্লোট গ্লাস প্রতিষ্ঠার জন্য নাসির গ্লাসের কাছ থেকে বেশ কিছু টাকা নিয়ে কোম্পানি পরিচালনা করা হয়। সে হিসাবে নাসির ফ্লোট গ্লাসের কাছে নাসির গ্লাস প্রায় ১৯৭ কোটি ১৩ লাখ ৪১ হাজার ৬৭৭ টাকা পাওনাদার। এই পাওনার বিষয় দুটি কোম্পানির ব্যাংক লেনদেন ও অডিট রিপোর্টেও উল্লেখ আছে।

‘কিন্তু বেশ কিছুদিন ধরেই এই পাওনা দাবি করা হলেও সেটি দেওয়া হচ্ছে না। এরপর টাকা চেয়ে আইনি নোটিশ ইস্যু করা হয়। নোটিশ ইস্যু করার ২১ দিনের মধ্যে টাকা না দিলে ধরে নেওয়া হয় ওই টাকা তিনি দিতে রাজি নন। ফলে গত ৩০ অক্টোবর হাইকোর্টে নাসির ফ্লোট গ্লাস অবসায়ন করে টাকা পরিশোধের মামলা করা হয়েছে।’ তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ায় প্রতিটি কোম্পানি আলাদা সত্তা হিসেবে বিবেচিত হয়।

মামলার আবেদনে বলা হয়, নাসির ফ্লোট গ্লাস ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে নাসির গ্লাসের কাছ থেকে এই ঋণ নেয়।

এ বিষয়ে মন্তব্যের জন্য নাসির ফ্লোট গ্লাসের ব্যবস্থাপনা পরিচালক নাসিম বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

তবে কোম্পানিটির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) বদিউজ্জামান জানান, অবসায়নের জন্য কোনো আবেদন সম্পর্কে আমি অবগত নই। আর যদি জানতামও, তবুও কোনো মন্তব্য করতাম না; কারণ এই বিরোধ ভাইবোনদের মধ্যে।

দেশে ফ্লোট গ্লাস উৎপদনে শীর্ষে রয়েছে নাসির ফ্লোট গ্লাস; এরপরই রয়েছে আকিজ গ্লাস ও পিএইচপি ফ্লোট গ্লাস। বছরে প্রায় তিন লাখ টন স্বচ্ছ, রঙিন, রিফ্লেকটিভ, টেম্পারড, শব্দনিরোধক, গাড়ির আয়নাসহ বিভিন্ন ধরনের কাচ উৎপাদন করে নাসির ফ্লোট গ্লাস।

২০০৫ সালে ময়মনসিংহের ভালুকায় দৈনিক ৪০০ টন কাচ উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি কারখানা চালু করে নাসির ফ্লোট গ্লাস। ২০১৮ সালে দৈনিক ৬০০ টন উৎপাদনে আরেকটি কারখানা চালু করা হয়।

কোম্পানির মালিকানা নিয়ে নাসির গ্রুপের উত্তরাধিকারীদের মধ্যে দ্বন্দ্ব

নাসির গ্রুপ অভ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাসের মৃত্যুর পর তার দুই স্ত্রী ও তাদের সন্তানদের মধ্যে গ্রুপটির ১২টি কোম্পানির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধ গড়ায় আদালত পর্যন্ত।

এসব কোম্পানির মালিকানা পেতে নাসির উদ্দিন বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী তাসলিমা সুলতানা, তার ছেলে মামুন ও নাসরান বিশ্বাস এবং মেয়ে নারিয়া বিশ্বাস হাইকোর্টে ২৫টির বেশি মামলা করেন গত তিন বছরে।

কোম্পানির নিবন্ধন ও তদারককারী প্রতিষ্ঠান যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ পর্যন্ত এসব মামলার রায় ও আদেশ নিয়ে নাসির উদ্দিনের দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানরা ১২টির মধ্যে ৮টি কোম্পানির মালিকানা দখলে নেন।

কাফি

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

বেড়েছে আলু-পেঁয়াজের দাম, উচ্চমূল্যে সবজি স্থির

Published

on

আইপিও

সপ্তাহ ব্যবধানে বাড়েনি সবজির দাম, বাজার অনেকটাই স্থিতিশীল বলা চলে। তবে গত সপ্তাহের তুলনায় পেঁয়াজ, আলু ও সোনালি মুরগির দাম বেড়েছে। কাঁচা মরিচ কেজিতে ৮০ টাকা কমে প্রকারভেদে ১২০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শুক্রবার (০১ নভেম্বর) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে মিলেছে এসব তথ্য।

রাজধানীর এসব বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে বেশির ভাগ সবজি। ৬০ টাকা কমে শিমের কেজি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এসব বাজারে প্রতি কেজি কচুরমুখী ৮০ টাকা, বেগুন কেজিতে ২০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা ও কাঁকরোল ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

পটলের কেজি ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, লাউ প্রতি ৪০ থেকে ৬০ টাকা, পেঁপের কেজি ৩০ থেকে ৪০ টাকা, ধুন্দল ৮০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ঝিঙে ১০০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, শসা ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচামরিচ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ফুলকপি প্রতিটি ৪০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, প্রতি কেজি পাকা টমেটো প্রকারভেদে ১৬০ থেকে ১৮০ টাকা, গাজর ১৬০ টাকা, মুলা ৬০ টাকা। বাজারে লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা, ধনে পাতার কেজি ৩০০ টাকা, কাঁচা কলার হালি ৫০ টাকা, চাল কুমড়া প্রতিটি ৬০ টাকা এবং মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা।

বাজারগুলোতে লাল শাকের আঁটি ২০ টাকা, লাউ শাক ৪০ টাকা, মুলা শাক ২০ টাকা, কলমি শাক ১৫ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাঁটা শাক ৩০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে দেশি পেঁয়াজ কেজিতে ২০ টাকা বেড়ে ১৬০ টাকা, আদা ২৮০ টাকা, রসুন ২২০ টাকা, নতুন আলু ১২০ টাকা, বগুড়ার আলু ১০০ টাকা ও পুরোনো আলু কেজিতে ১০ টাকা বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি। গত সপ্তাহের মতোই ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সোনালি মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি হাইব্রিডের কেজি ৩০০ টাকা, দেশি মুরগি ৫২০ টাকা, লেয়ার লাল মুরগি ৩১০ টাকা ও সাদা লেয়ার ২৯০ টাকা।

এসব বাজারে গরুর মাংসের কেজি ৬৫০ থেকে ৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা ও খাসির মাংসের কেজি এক হাজার ১৫০ টাকা থেকে এক হাজার ২০০ টাকা।

বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়। হাঁসের ডিম ২৩০ টাকা। দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

গত সপ্তাহের মতো এ সপ্তাহেও চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। চাষের শিংয়ের কেজি (আকারভেদে) ৩৫০ থেকে ৪৫০ টাকা, রুইয়ের দাম কেজিতে বেড়ে (আকারভেদে) ৩৮০ থেকে ৫০০ টাকা, দেশি মাগুর ৮০০ থেকে এক হাজার ১০০ টাকা, মৃগেল ৩২০ থেকে ৪০০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, বোয়াল ৫০০ থেকে ৮০০ টাকা, কাতল ৪০০ থেকে ৫০০ টাকা, পোয়া ৪৫০ থেকে ৫০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কই ২২০ থেকে ২৩০ টাকা, মলা ৫৫০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৩০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা, পাঁচমিশালি ২২০ টাকা, রূপচাঁদা এক হাজার ২০০ টাকা, বাইম এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকা, দেশি কই এক হাজার ২০০ টাকা, শোল ৬০০ থেকে ৯০০ টাকা, আইড় ৬৫০ থেকে ৮০০ টাকা, বেলে ৮০০ টাকা এবং কাইক্ক্যা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে পাঁচ লিটার সয়াবিন তেল ৮১৮ টাকা, দেশি মসুর ডালের কেজি ১৪০ টাকা, মিনিকেট চাল ৭৫ থেকে ৭৮ টাকা, নাজিরশাইল ৭৫ থেকে ৮২ টাকা কেজি বিক্রি হচ্ছে।

কাফি

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

পলিথিন নিষিদ্ধ, ফিরবে পাটের সুদিন

Published

on

আইপিও

বাজারে পলিথিনের আগমনের পর থেকে কদর কমতে থাকে সোনালী আঁশ খ্যাত পাটের। তবে একটা সময় দেশ ছাড়িয়ে বিদেশেও সুনাম ছিল দেশের পাটজাত পণ্যের। রংপুর অঞ্চলের উৎপাদিত পাট দিয়ে তৈরি হতো কাপড়, শতরঞ্জি, পাপোশ, ব্যাগ, বস্তা, বিভিন্ন জিনিসপত্র। বিশেষ করে নারীদের সূক্ষ্ম হাতের নিপুণ ছোঁয়ায় মনের মাধুরী মিশিয়ে তৈরি করা জিনিসগুলো নজর কাড়ত যে কারো। একটা সময় দেশব্যাপী সাড়া পাওয়ায় পাটের ব্যাপক চাহিদায় ভাগ্য বদলায় এই অঞ্চলের কৃষকদের।

তবে বাজারে পলিথিনের আগমনে তখন থেকেই পাটের জগতে নেমে আসে অন্ধকার। এতে ন্যায্য দাম না পাওয়ায় কমতে থাকে চাষ ও পাট চাষির সংখ্যা। পলিথিনের ব্যবহার বন্ধে আবারো ফিরতে পারে সোনালি আঁশের সুদিন, এমনটি মনে করছেন পাট চাষিরা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, রংপুর নগরীর টার্মিনাল থেকে মডার্ন মোড় এলাকায় রাস্তার পাশেই দেখা মেলে কয়েকটি পাটের গোডাউনের। পাট ট্রাকে তুলতে ব্যস্ত শ্রমিকরা। পাটের চাহিদা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

পলিথিনমুক্ত দেশ গড়ার ঘোষণা চাষিদের মধ্যে নতুন স্বপ্ন জাগিয়েছে। এই সিদ্ধান্তে আবারও সুদিন ফেরাতে খুশি রংপুরের পাট চাষিরা। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার কমলে পাট পণ্যের ব্যাপক চাহিদা বাড়বে। এতে করে অতীতের ন্যায় আবারও ন্যায্য মূল্য পাবেন কৃষকরা। পলিথিন ব্যবহার বন্ধে কঠোরতায় বিভিন্ন উদ্যোক্তা ও শহরের ছোট-বড় দোকানগুলোতে নজর কাড়ছে কাপড় কিংবা কাগজের ব্যাগ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন ক্রেতারা।

আবহাওয়া অনুযায়ী পাট চাষের জন্য রংপুর অঞ্চলের মাটি, জমির ধরন বেশ উপযোগী। এই অঞ্চলের মাটিতে ও কৃষকদের পরিশ্রমে পাটের বাম্পার ফলন সম্ভব। আবারও উৎপাদন বাড়ালে দেশ-বিদেশে পাটের চাহিদা পূরণ সম্ভব বলে মনে করছে কৃষি বিভাগ।

সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা যায়, মৌসুমের শুরুতে কৃষকরা প্রতি মণ পাট ২ হাজার ৭০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত দরে বিক্রি করতে পেরেছিলেন। বর্তমানে পাটের বাজার ৩ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার ৮০০ টাকা পর্যন্ত। তবে অনেকেই আরও বেশি দামের আশায় পাট মজুদ করেছেন। পলিথিনের ব্যবহার নিষিদ্ধের পাশাপাশি পাট চাষে আগ্রহ ও ন্যায্য দাম পেলেই পাট শিল্পকে ধরে রাখতে এবং কৃষকদের সুদিন ফেরানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রকল্পের অধীনেই দুই মাস পর ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হচ্ছে এর বাণিজ্যিক উৎপাদন। গত ২০ অক্টোবর এমন সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)। এর উৎপাদন প্রযুক্তি-কৌশল ও উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত করে দিতে চায় সংস্থাটি। এতে বাণিজ্যিকভাবে আলোর মুখ দেখতে যাচ্ছে সোনালি আঁশ।

রংপুর নগরীর দখিগঞ্জে এলাকার পাটচাষি তৈয়ব আলী গণমাধ্যমকে বলেন, জন্মের পর হাতে দ্যাকোছি পাটের আবাদ সুবাদ করে বাপ- দাদায়। পাছে পাছে হামরায় হাল ধরি ক্ষ্যাতোত। পাট আবাদ করি দাম পাই না। সউগ কষ্ট হামার ব্যাফলে যায়। এইতন করি ধরি আছি পাট আবাদ। এল্যা যদি আগের নাকান আবার দাম পাওয়া যায়, পাটের চাহিদা থাকে বাজারোত তাইলেতো কষ্ট কমবে। অনেক কৃষক আবাদ ছাড়ছে দাম পায় না জইনতে। কোনো সুযোগ সুবিধা নাই, কৃষকের মরণ দশা! দাম পাইলে আবার ঘাস আবাদ বাদ দিয়া পাট আবাদ করমো।

সোনালি আঁশে সুদিনের আশায় রংপুরের কাউনিয়া উপজেলার কৃষক জিল্লুর রহমান বলেন, পাটের ন্যায্যমূল্য দিতে হবে। কৃষকদের প্রশিক্ষণ ও পর্যাপ্ত প্রণোদনা দিতে হবে। পলিথিনমুক্ত দেশ গড়তে পাট চাষ বাড়াতে হবে। সেই সাথে বন্ধ পাটকলগুলোও চালু করতে হবে। এগুলো করা গেলে সোনালি আঁশের সুদিন ফিরবে। কৃষক লাভবান হলে ফের পাট চাষ শুরু করবে সবাই।

এবিষয়ে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) কর্মকর্তা বলেন, চলতি মৌসুমে রংপুর কৃষি অঞ্চলের ৫টি জেলায় প্রায় ৫৪ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৬ লাখ ৬৬ হাজার ৫৪ বেল পাট। জেলাগুলো হলো রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট। রংপুর পাটের চাষের জন্য উপযোগী অঞ্চল। চাহিদার সাথে উৎপাদন বাড়লে পাটের সুদিন ফেরা সম্ভব।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

ডিজেল-কেরোসিনের দাম কমলো

Published

on

আইপিও

ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৫০ পয়সা কমিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জ্বালানি তেলের দাম সমন্বয় করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ডিজেলের লিটার ১০৫ টাকা ৫০ পয়সা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা এবং কেরোসিনের লিটার ১০৫ টাকা ৫০ পয়সা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে প্রতি লিটার অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা অপরিবর্তিত রয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে নভেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

শেয়ারবাজারের সর্বশেষ

আইপিও আইপিও
পুঁজিবাজার13 mins ago

আইপিও-বন্ড সংস্কারে বিএসইসি-সরকারের সঙ্গে কাজ করবে ডিএসই

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও), ফান্ড ও বন্ড সম্পর্কিত কাজে কিছু সংস্কারের দরকার আছে বলে মন্তব্য...

আইপিও আইপিও
পুঁজিবাজার2 hours ago

মুনাফায় ১৭ খাতের বিনিয়োগকারীরা

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন বিদায়ী সপ্তাহে ((২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে...

সূচক সূচক
পুঁজিবাজার3 hours ago

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ব্যাংক খাত

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন বিদায়ী সপ্তাহে (২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক...

আইপিও আইপিও
পুঁজিবাজার3 hours ago

ডিএসইর পিই রেশিও বেড়েছে ৩.৯৩ শতাংশ

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন বিদায়ী সপ্তাহে (২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক...

আইপিও আইপিও
পুঁজিবাজার5 hours ago

সপ্তাহজুড়ে ইফাদ অটোসের সর্বোচ্চ দরপতন

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন বিদায়ী সপ্তাহে (২৭ অক্টোবর-৩১ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৫...

আইপিও আইপিও
পুঁজিবাজার5 hours ago

সাপ্তাহিক গেইনারে ‘জেড’ ক্যাটাগরির আধিপত্য

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন বিদায়ী সপ্তাহে (২৭ অক্টোবর-৩১ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৫...

আইপিও আইপিও
পুঁজিবাজার6 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন বিদায়ী সপ্তাহে (২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক...

আইপিও আইপিও
পুঁজিবাজার7 hours ago

ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত...

আইপিও আইপিও
পুঁজিবাজার22 hours ago

লেনদেনের সঙ্গে বাজার মূলধন বাড়লো ৮ হাজার কোটি টাকা

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের ইতিবাচক ধারার মধ্য দিয়ে লেনদেন হয়েছে।...

আইপিও আইপিও
পুঁজিবাজার23 hours ago

আয় বেড়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত...

Advertisement

ফেসবুকে অর্থসংবাদ

আইপিও
ক্যাম্পাস টু ক্যারিয়ার1 min ago

দুই মাস পিছিয়ে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা

আইপিও
পুঁজিবাজার13 mins ago

আইপিও-বন্ড সংস্কারে বিএসইসি-সরকারের সঙ্গে কাজ করবে ডিএসই

আইপিও
ব্যাংক34 mins ago

৪০ কর্মকর্তাকে পদত্যাগের নির্দেশ, ইউসিবিতে ছাঁটাই আতঙ্ক

আইপিও
জাতীয়2 hours ago

জুলাই স্মৃতি ফাউন্ডেশন সহায়তা দেবে আজ থেকে

আইপিও
পুঁজিবাজার2 hours ago

মুনাফায় ১৭ খাতের বিনিয়োগকারীরা

সূচক
পুঁজিবাজার3 hours ago

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ব্যাংক খাত

আইপিও
পুঁজিবাজার3 hours ago

ডিএসইর পিই রেশিও বেড়েছে ৩.৯৩ শতাংশ

আইপিও
জাতীয়4 hours ago

আজ জাতীয় সমবায় দিবস

আইপিও
জাতীয়4 hours ago

সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

আইপিও
অর্থনীতি4 hours ago

রিটার্ন জমায় রবিবার থেকে বিশেষ ব্যবস্থা

আইপিও
জাতীয়4 hours ago

সংবর্ধনা নিতে যমুনায় সাফজয়ী নারী ফুটবল দল

আইপিও
জাতীয়4 hours ago

জন্মনিবন্ধন ও নাগরিক সনদে কিউআর কোড চায় ইসি

আইপিও
পুঁজিবাজার5 hours ago

সপ্তাহজুড়ে ইফাদ অটোসের সর্বোচ্চ দরপতন

আইপিও
পুঁজিবাজার5 hours ago

সাপ্তাহিক গেইনারে ‘জেড’ ক্যাটাগরির আধিপত্য

আইপিও
জাতীয়5 hours ago

চসিক মেয়র হিসেবে ডা. শাহাদাতের শপথ আগামীকাল

আইপিও
জাতীয়6 hours ago

টেকসই উন্নয়ন নিশ্চিতে সমবায় ভিত্তিক সমাজ গড়ার বিকল্প নেই: রাষ্ট্রপতি

আইপিও
পুঁজিবাজার6 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

আইপিও
জাতীয়6 hours ago

বৈষম্যহীন দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি আমরা: প্রধান উপদেষ্টা

আইপিও
পুঁজিবাজার7 hours ago

ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

আইপিও
ক্যাম্পাস টু ক্যারিয়ার7 hours ago

আসছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, নিয়োগ পাবেন এক লাখ শিক্ষক

আইপিও
জাতীয়7 hours ago

আজ সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

আইপিও
পুঁজিবাজার22 hours ago

লেনদেনের সঙ্গে বাজার মূলধন বাড়লো ৮ হাজার কোটি টাকা

আইপিও
ব্যাংক22 hours ago

সাইবার হামলা, সতর্ক করে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা জারি

আইপিও
জাতীয়22 hours ago

ভোলায় আরও ১৯টি গ্যাসকূপ খনন হবে: জ্বালানি উপদেষ্টা

আইপিও
কর্পোরেট সংবাদ22 hours ago

স্বপ্ন-তে ১৬০ টাকায় গরুর মাংস-আলু মিক্স কম্বো

২০১৮ সাল থেকে ২০২৩

অর্থসংবাদ আর্কাইভ

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০