কর্পোরেট সংবাদ
স্বপ্ন-তে ১৬০ টাকায় গরুর মাংস-আলু মিক্স কম্বো
বাংলাদেশের সেরা রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’ এবার গ্রাহকদের কেনার সুবিধার্থে এনেছে গরুর মাংস ও আলু মিক্স কম্বো নিয়ে সাশ্রয়ী অফার। শুক্র ও শনিবার (১ ও ২ নভেম্বর) ঢাকা, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার জোনের নির্দিষ্ট আউটলেটে এই অফার থাকবে।
‘স্বপ্ন’ কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট পরিবারের কেনার সুবিধার্থে গরুর মাংসের সাথে আলুসহ কম্বো প্যাক করা হয়েছে। যেখানে কম্বো প্যাকটির নাম গরুর মাংস-আলু মিক্স (স্মল)- ছোট এই প্যাকে থাকছে গরুর মাংস ২০০ গ্রাম এবং আলু ১০০ গ্রাম (১০ পিস গরুর মাংসের সাথে ১০ পিস আলু)-যার বিক্রয়মূল্য রাখা হয়েছে মাত্র ১৬০ টাকা।
আর একটি প্যাকে থাকছে গরুর মংস-আলু মিক্স (লার্জ)- বড় এই প্যাকে ৩৭৫ গ্রাম মাংসের সাথে ২০০ গ্রাম আলু থাকবে-যার বিক্রয়মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা।
মূলত, একটি পরিবারের এক বা দুবেলার মাংস-ভাতের আয়োজনে ক্রেতাদের জন্যে সুবিধাজনক এই প্যাক এনেছে ‘স্বপ্ন’।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আইন-আদালত
চট্টগ্রামে আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘী এলাকায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন।
এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি এই হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রধান উপদেষ্টা জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে চট্টগ্রামসহ আশপাশের সব ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন।
বার্তায় আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার যেকোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আইন-আদালত
গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভা আজ
আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিতে গুচ্ছ পদ্ধতি থাকবে কি না তা নিয়ে নানা আলোচনা চলছে। ইতোমধ্যে একক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে প্রথম গুচ্ছের (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি-জিএসটি গুচ্ছ) নেতৃত্ব দেয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে যেতে চায়।
এ পরিস্থিতিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করতে আজ বুধবার (২৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় সভা ডেকেছে।
এ সভায় শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা হবে। মঙ্গলবার (২৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি সংক্রান্ত মতবিনিময় সভা আজ সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট উপাচার্যদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।’
এছাড়া, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ইতোমধ্যে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এদিকে, কৃষি গুচ্ছ থেকে বেরিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এককভাবে ভর্তি পরীক্ষার আয়োজনের ঘোষণা দিয়েছে।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আইন-আদালত
চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার
খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৬ নভেম্বর) চার বিভাগের নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
খুলনার নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকার।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ রাজশাহীর বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন। এছাড়া পদোন্নতিজনিত ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব মো. রেজা-উন নবীকে সিলেটের বিভাগীয় কমিশনার করা হয়েছে। চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জিয়াউদ্দীন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সৌদি মুয়াল্লিম ও হজ এজেন্সিদের সঙ্গে সোশ্যাল ইসলামী ব্যাংকের মতবিনিময়
আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সাথে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজযাত্রীদের সব ধরনের ব্যাংকিং সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক সৌদি মুয়াল্লিম ও হজ এজেন্সী মালিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ।
মুয়াল্লিমদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন সামির মুহাম্মদ সাঈদ মাহবুব বিন আব্দুর রজ্জাক ও সামী মুহাম্মদ সাঈদ মাহবুব বিন আব্দুর রজ্জাক। বিশেষ অতিথি হিসেবে হজ এজেন্সী মালিকদের পক্ষ থেকে কাজী মুহাম্মদ শফিকুল ইসলাম, কাজী রাসেল আহমেদ, একেএম সামশুল হুদা, মোহম্মদ কামাল উদ্দিন, এমএ রশিদ শাহ সম্রাট এবং অন্যান্য হজ এজেন্সী মালিকগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সায়াদাত ও প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় হজ সার্ভিস বিষয়ে হজ এজেন্সী মালিকগণ তাদের মতামত তুলে ধরেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংক কোম্পানি আইনের খসড়া বিষয়ে আইবিসিএফের সভা
ইসলামী ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) উদ্যোগে ‘ইসলামী ব্যাংক কোম্পানি আইন-২০২৪ খসড়া’র ওপর ‘ইন্ডাস্ট্রি লিডারস ডায়ালগ’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইবিসিএফ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
বিআইবিএম’র মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইবিসিএফের ভাইস চেয়ারম্যান ও গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, আইবিসিএফের উপদেষ্টা ও ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমেদ, আইবিসিএফের উপদেষ্টা এ কে এম নূরুল ফজল বুলবুল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, যমুনা ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান সরকার, গ্লোবাল ইসলামী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. মাহামুদ হোসেন, এফসিএ, ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. আবদুল আউয়াল সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হাসিনা শেখ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. ওমর ফারুক।
খসড়া আইনের উপর ২৫টি বিষয়ে সুপারিশমালা তুলে ধরেন মালেয়শিয়া ইনসিয়েফ ইউনির্ভাসিটির রিসার্চ ফেলো মেজবাহ উদ্দিন আহমেদ, বিআইবিএমের সহযোগী অধ্যাপক ড. মো. মহব্বত হোসাইন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান। ইস্টার্ন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মিজানুর রহমান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সেক্রেটারী মো. আবদুর রহিম খান এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের শরীয়াহ সেক্রেটারিয়েট প্রধান কে এম রহমতুল্লাহ, ইসলামী ব্যাংকিংখাত সংশ্লিষ্ট শীর্ষ প্রতিষ্ঠানসমূহ থেকে প্রতিনিধিসহ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, গবেষক ও শরীআহ বিশেষজ্ঞগণ অনুষ্ঠানে তাঁদের প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত সুপারিশমালা উপস্থাপন করেন। পরবর্তীতে যার ভিত্তিতে আইবিসিএফ পর্যালোচনা সাপেক্ষে একটি চূড়ান্ত সুপারিশমালা বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করবে।
মোহাম্মদ আবদুল মান্নান সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংকিং বাংলাদেশের সীমা পেরিয়ে বিশ্ব পরিমন্ডলে রোল মডেলে পরিণত হয়েছিল। প্রতিষ্ঠার চার দশক পার হলেও ‘ইসলামী ব্যাংক কোম্পানি অ্যাক্ট ২০২৪’ এর প্রণয়নের উদ্যোগের জন্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের প্রতি আইবিসিএফ এর পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সংলাপের মাধ্যমে প্রকৃত স্টেকহোল্ডারদের মতামত ও পরামর্শ ওঠে এসেছে। ইসলামী ব্যাংকিংয়ের বৈশ্বিক মানদন্ড বজায় রেখে শরীয়াহর উদ্দেশ্যকে প্রাধান্য দিয়ে একটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং আইন চূড়ান্তকরণে সংশ্লিষ্ট সকলের সুপারিশমালা বিবেচনার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহবান জানান তিনি।
অন্যান্য বক্তাগণ বলেন সফল ইসলামী ব্যাংকিং যাত্রায় পূর্ণাঙ্গ আইনের অনুপস্থিতির কারণে এই খাতে নিকট অতীতে দুর্বৃত্তায়ন ঘটেছে। আইবিসিএফসহ দেশে ইসলামী ব্যাংকিং নিয়ে কাজ করা কয়েকটি সংস্থা ও বোর্ড নিয়ন্ত্রক সংস্থার বাহিরে থেকেও এই খাতে নীতি সহায়তা প্রদান করেছে। তাই সকলের সমন্বিত সুপারিশমালাগুলো বিবেচনা করা হলে ইসলামী ব্যাংকিংয়ের গতিপথ আরো সুগম হবে বলে জানান আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
এসএম