পুঁজিবাজার
দুই ঘণ্টায় প্রধান সূচক বাড়লো ৮৪ পয়েন্ট
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় প্রধান সূচক বেড়েছে ৮৪ পয়েন্ট। তবে আগের কার্যদিবসের একই সময়ের তুলনায় কমেছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৯ অক্টোবর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৮৪ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৮৩ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৬ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৪৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১০৩ ও ১৮৪৯ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৩৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে একই সময়ে লেনদেন হয়েছিলো ১৫২ কোটি ৮৬ লাখ টাকা।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৬টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ কোম্পানির শেয়ারদর।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো আরামিট পিএলসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিট পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৪ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
এছাড়া, একই সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ট্রাস্ট ব্যাংকের নাম সংশোধনে সম্মতি
পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ট্রাস্ট ব্যাংকের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) পিএলসি ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির নাম ‘ট্রাস্ট ব্যাংক লিমিটেড’-এর পরিবর্তে ‘ট্রাস্ট ব্যাংক পিএলসি’ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী রবিবার (১০ নভেম্বর) থেকে কোম্পানিটি নতুন নামে লেনদেন করবে।
নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সোনালী পেপারের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১২ নভেম্বর বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ফার্মা এইডসের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ২৪৬ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফার্মা এইডস। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) ফার্মা এইডসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬৩ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৩১ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফার ইস্ট ফাইন্যান্সের দর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ৮৭ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জুট স্পিনার্স লিমিটেড।
এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- উত্তরা ফাইন্যান্স, সোনালী আঁশ, বে লিজিং, ন্যাশনাল টি, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জিএসপি ফাইন্যান্স এবং বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) ডিএসইতে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল। কোম্পানিটির শেয়ার দর আজ ৯ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা এস আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৫৬ শতাংশ।
এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- শাইনপুকুর সিরামিকস, বারাকা পাওয়ার, শাহজিবাজার পাওয়া, বেঙ্গল উইন্ডসোর, বারাকা পতেঙ্গা পাওয়ার, বেক্সিমকো ফার্মা এবং ইভেন্স টেক্সটাইল লিমিটেড।
এসএম