পুঁজিবাজার
প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিলেন বিনিয়োগকারীরা

পুঁজিবাজারে পতন অব্যাহত রয়েছে।এতে বিনিয়োগকারীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে নিঃস্বপ্রায়। এমন পরিস্থিতিতে পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়ন ও বিনিয়োগকারীদের পুঁজি রক্ষায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি দিলেন সাধারণ বিনিয়োগকারীরা।
রবিবার (২০ অক্টোবর) সকালে বিনিয়োগকারীদের পক্ষে ৪ জন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপস্থিত হয়ে স্মারকলিপি জমা দেন। এর আগে, শনিবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ বিনিয়োগকারীদের গণসংযোগ ও গণস্বাক্ষর কর্মসূচিতে এ স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কর্মসূচিতে নারী ও পুরুষ বিনিয়োগকারীরা অংশ নেন।
সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে বাংলাদেশ জনস্বার্থ সুরক্ষা পরিষদের আহ্বায়ক বুলবুল আহমেদ স্বাক্ষরিত স্মারকলিপি বলা হয়, পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষতিগ্রন্থ। বাজার থেকে গত ১৬ বছরে বিগত স্বৈরাচার সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিনিয়োগকারীদের পথে বসিয়েছে। শেষ সম্বল টুকু হারানোর কষ্টে অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছে। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গত স্বৈরাচার সরকার পতন হলে বিনিয়োগকারীরা আশায় বুক বেঁধে ছিল যে, তাদের হারানোর পুঁজি তারা ফেরত পাবে, কিন্তু অবস্থা সম্পূর্ণ বিপরীত দেখা গেল। বর্তমান গণ বিপ্লবের সরকার গঠন হওয়ার পরে যে কমিশন দায়িত্ব নিয়েছে তারা বিনিয়োগকারীদের রক্ষার বিপরীতে তাদের পুঁজি যতটুকু ছিল তাও হারিয়ে যাচ্ছে।
এতে আরও বলা হয়, বর্তমান কমিশনের খামখেয়ালি সিদ্ধান্ত যেমন হুট করে কোম্পানীগুলোকে জেড কেটাগরিতে পাঠিয়ে দেওয়া হুটহাট করে বাজারের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত নেওয়া পুঁজি হারানোর বড় কারণ। তারা দায়িত্ব নেওয়ার পর থেকে ৯০ শতাংশ শেয়ারের দর ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ কমে গেছে। এতে করে বিনিয়োগকারীরা সরণকালের সর্ব্বোচ্চ ক্ষতির মধ্যে পড়েছে।
ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ নজির স্থাপন করবেন এবং বিনিয়োগকারীদের হারানো পুঁজি ফেরত পাওয়ার ব্যবস্থা করবেন বলে প্রধান উপদেষ্টার নিকট আবেদন করেন সাধারণ বিনিয়োগকারীরা।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
শেয়ারপ্রতি ৩৩৩ টাকা লভ্যাংশ দেবে রেকিট বেনকিজার

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩ হাজার ৩৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ৩৩৩ টাকা লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।
সোমবার (০৭ এপ্রিল) কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫৯ টাকা ১৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৭৩ টাকা ৬৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫০ টাকা ৬৪ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ এপ্রিল।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
হাক্কানী পাল্পের নাম সংশোধনে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস লিমিটেডের প্রস্তাবিত নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির নাম ‘হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস লিমিটেড’-এর পরিবর্তে ‘হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস লিমিটেডের পিএলসি’ হবে। আগামী ৮ এপ্রিল থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে।
নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার হস্তান্তর

পুঁজিবাজারের ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসির পরিচালক পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির পরিচালক আজম জে চৌধুরী তার ছেলে তানভীর এ. চৌধুরীকে (কোম্পানির মনোনীত পরিচালক) ৮৫ লাখ শেয়ার হস্তান্তর করেছেন। স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করেছেন এই পরিচালক।
এর আগে ২৭ মার্চ শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন আজম জে চৌধুরী।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩টি কোম্পানির ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলোর মোট ৪৫ লাখ ৪৮ হাজার ৩২৭ টি শেয়ার ৪৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ৬৭ লাখ ২৭ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি রেনাটার ৭ কোটি ৫২ লাখ টাকার , বীচ হ্যাচারির ২ কোটি ৭০ লাখ টাকার ও তৃতীয় স্থানে কেডিএসের ২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দর পতনের শীর্ষে এস আলম কোল্ড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫১ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্টাইল ক্রাফটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৬ শতাংশ কমেছে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৭ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.০০ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪.৯৫ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৪.৪৮ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ৪.৪৮ শতাংশ, রতনপুর স্টিলের ৪.৩১ শতাংশ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৪.২৬ শতাংশ এবং ফু-ওয়াংসিরামিকসের ৪.০০ শতাংশ দর কমেছে।
কাফি