পুঁজিবাজার
আইপিডিসি ফাইন্যান্সের নাম সংশোধনে সম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যানোসর নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড’-এর পরিবর্তে ‘আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’ হবে। ১৪ অক্টোবর থেকে কোম্পানিটি আইপিডিসি ফাইন্যান্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করছে।
এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ১৪ কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ১৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৪ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূক্র মতে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ব্লকে সবচেয়ে বেশি লাভেলো আইসক্রিমের ৫ কোটি ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ২ কোটি ৭০ লাখ ৫০ হাজার ও তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ডেল্টা লাইফের তিন প্রান্তিক একত্রে প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের বৃহৎ কোম্পানি ডেল্টা লাইফ ইনস্যুরেন্স একসঙ্গে বছরের তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় এসব তথ্য পাওয়া গেছে।
প্রথম প্রান্তিক: গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) ডেল্টা লাইফের নিট প্রিমিয়াম আয় হয়েছে ১৯১ কোটি ৮৬ লাখ টাকা। আগের বছরের, অর্থাৎ ২০২৩ সালের একই সময়ে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় হয়েছিল ১৯৭ কোটি ৪২ লাখ টাকা। তাতে প্রথম প্রান্তিকে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় কমেছে।
গত ৩১ মার্চ সমাপ্ত প্রান্তিকে ডেল্টা লাইফের লাইফ ফান্ড বা জীবনবিমা তহবিল ছিল ৩ হাজার ৯৪৩ কোটি টাকা। গত বছরের, অর্থাৎ ২০২৩ সালের ৩১ মার্চ যা ছিল ৩ হাজার ৯৪৫ কোটি টাকা।
চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ সময়ে ডেল্টা লাইফের মোট ব্যয় হয়েছে ২১২ কোটি ৮৬ লাখ টাকা। আগের বছরের একই সময়ে ব্যয় হয়েছিল ২২৩ কোটি ৬৭ লাখ টাকা।
দ্বিতীয় প্রান্তিক: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) ডেল্টা লাইফের নিট প্রিমিয়াম আয় হয়েছে ২০৯ কোটি ০২ লাখ টাকা। আগের বছরের, অর্থাৎ ২০২৩ সালের একই সময়ে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় হয়েছিল ১৮৬ কোটি ০৩ লাখ টাকা। তাতে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় কমেছে।
গত ৩০ জুন সমাপ্ত প্রান্তিকে ডেল্টা লাইফের লাইফ ফান্ড বা জীবনবিমা তহবিল ছিল ৩ হাজার ৯৮৪ কোটি টাকা। গত বছরের, অর্থাৎ ২০২৩ সালের ৩০ জুন যা ছিল ৩ হাজার ৯৪৭ কোটি টাকা।
চলতি অর্থবছরের এপ্রিল-জুন সময়ে ডেল্টা লাইফের মোট ব্যয় হয়েছে ২৫৮ কোটি ৬০ লাখ টাকা। আগের বছরের একই সময়ে ব্যয় হয়েছিল ২৬০ কোটি ৪৪ লাখ টাকা।
তৃতীয় প্রান্তিক: গত ৩০ সেপ্টম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই ‘২৪-সেপ্টেম্বর’২৪ ) ডেল্টা লাইফের নিট প্রিমিয়াম ২০৯ কোটি ৪৩ লাখ টাকা। আগের বছরের, অর্থাৎ ২০২৩ সালের একই সময়ে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় হয়েছিল ২১১ কোটি ৭৫ লাখ টাকা।
গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকে ডেল্টা লাইফের লাইফ ফান্ড বা জীবনবিমা তহবিল ছিল ৩ হাজার ৯০৫ কোটি টাকা। গত বছরের, অর্থাৎ ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর যা ছিল ৩ হাজার ৯৬২ কোটি টাকা।
চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ডেল্টা লাইফের মোট ব্যয় হয়েছে ৩৪৮ কোটি ৮১ লাখ টাকা। আগের বছরের একই সময়ে ব্যয় হয়েছিল ২৫৬ কোটি ৪০ লাখ টাকা।
গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় ডেল্টা লাইফের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ৩১ মার্চ ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক; ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক ও ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১৫১ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৮ টাকা ৬০ পয়সা বা ৫ দশমিক ৮১ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ৫৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ১২ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।
বৃহস্পতিবার ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনভয় টেক্সটাইল, বিডি ফাইন্যান্স, ন্যাশনাল টি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিআইএফসি, ইফাদ অটো, শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লভ্যাংশ ঘোষণার খবরে বিএসসির দরবৃদ্ধি ১৩ টাকা
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ২১২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিএসসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১৩ টাকা বা ১৯ দশমিক ২০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আইসিবি অগ্রণী ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৯৬ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জেনেক্স ইনফোসিস।
বৃহস্পতিবার ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট ফান্ড, গ্লোবাল হেভি কেমিক্যাল এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিএসসির ২৭ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইবনে সিনার আজ ২৪ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৮ কোটি ৯৬ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে একমি ল্যাবরেটরিজ।
বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- অগ্নি সিস্টেমস, ইসলামী ব্যাংক, রবি আজিয়াটা, ব্র্যাক ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফারইস্ট নিটিং এবং ওরিয়ন ফার্মা লিমিটেড।
এমআই