পুঁজিবাজার
এনার্জিপ্যাক পাওয়ারের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ৩০ জুন, ২০২৩ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই। যা আজ থেকে কার্যকর হবে।
এদিকে ৩০ জুন, ২০২৩ সালের সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ৫ শতাংশ নগদ লভ্যাংশ পাঠিয়েছে এনার্জিপ্যাক পাওয়ার। কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আজ ডিএসইতে এমন তথ্য জানিয়েছে কোম্পানিটি।
এমআই

পুঁজিবাজার
এসিআই ফরমুলেশনের নাম সংশোধনে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই ফরমুলেশনের প্রস্তাবিত নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির নাম ‘এসিআই ফরমুলেশন লিমিটেড’-এর পরিবর্তে ‘এসিআই ফরমুলেশন পিএলসি’ হবে। আগামীকাল ০৮ জুলাই থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে।
নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এসএম
পুঁজিবাজার
দেড় ঘণ্টায় ২৫৩ শেয়ারদর বৃদ্ধি, লেনদেন ২৩৫ কোটি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ২৫৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৩৫ কোটি টাকার বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৭ জুন) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫৮ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৫২ পয়েন্টে।
এছাড়া শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১২ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ২২ দশমিক ৩৫ পয়েন্ট কমে যথাক্রমে ১০৭৭ ও ১৮৫৮ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৩৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৩টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯ কোম্পানির শেয়ারদর।
এসএম
পুঁজিবাজার
গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার সময় পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি পর্ষদ সভার সময় পরিবর্তন করেছে। আগামী ০৮ জুলাই বিকাল ৩টার পরিবর্তে বিকাল ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এছাড়া, আগামী ০৯ জুলাই বিকাল ৩টায় গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
পুঁজিবাজার
বসুন্ধরা পেপারে নতুন চেয়ারম্যান, এমডি নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। সেই সঙ্গে কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ করা হয়েছে।
ঢকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির চেয়ারম্যান হিসাবে গোলাম রব্বানী চৌধুরী নির্বাচিত হয়েছেন। তিনি ৪ জুলাই থেকে আগামী ৫ বছরের জন্য কোম্পানির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
অপরদিকে, ফয়সাল আহমেদ চৌধুরীকে কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ৫ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। যা গত ৪ জুলাই থেকে শুরু হয়েছে।
এসএম
পুঁজিবাজার
ব্যাংক-পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ

পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ রবিবার (৬ জুলাই) ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। সেই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বন্ধ থাকবে। এদিন দুই পুঁজিবাজারে কোন লেনদেন হবে না।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ রবিবার (০৬ জুলাই) আশুরা। এ উপলক্ষ্যে এদিন সরকারি ছুটি। ফলে ব্যাংক ও শেয়ারবাজার লেনদেন বন্ধ থাকবে। এর ফলে গত শুক্রবার থেকে রবিবার টানা তিনদিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ।
আগামীকাল সোমবার (০৭ জুলাই) থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চালু হবে।
এসএম