পুঁজিবাজার
সিএসই-৫০ সূচক সমন্বয়, বাদ পড়লো তিন কোম্পানি
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানির সূচক সিএসই-৫০ চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে তিনটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। অন্যদিকে সূচক থেকে বাদ পড়েছে তিনটি কোম্পানি। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে।
সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং সোনালি পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।
অন্যদিকে সিএসই-৫০ সূচক থেকে বাদ পড়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিবিএস ক্যাবলস লিমিটেড এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড।
সিএসই-৫০ সূচকে থাকছে যারা
এবি ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, জেনেক্স ইনফোসিস পিএলসি, জিপিএইচ ইস্পাত, গ্রামীনফোন লিমিটেড, আইডিএলসি ফাইনান্স পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি ,অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়ান ব্যাংক পিএলসি, ওরিয়ন র্ফামা, পদ্মা ওয়েল কেস্পানী লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি, প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, রবি, সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, সামিট পাওয়ার লিমিটেড, দি একমি ল্যাবরেটরিজ, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট পিএলসি, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন এবং উত্তরা ব্যাংক পিএলসি।
প্রসঙ্গত, সিএসই-৫০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট মূলধনের ৫৮ দশমিক ৪২ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনের ৬২ দশমিক ৯২ শতাংশ। গত ছয় মাসে কোম্পানিগুলোর দৈনিক গড় লেনদেন ৩৮ দশমিক ৮০ ভাগ।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দুই ঘণ্টায় ১৩৬ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেনে ধীরগতিতে প্রথম দুই ঘণ্টায় হাতবদল হয়েছে ১৩৬ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৪ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১২টা ১২মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২১ দশমিক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭৫ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৮৮ পয়েন্ট কমে যথাক্রমে ১১৫৬ ও ১৯১২ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৩৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ কোম্পানির শেয়ারদর।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
আলহাজ টেক্সটাইলের পর্ষদ পুনর্গঠন
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আলহাজ টেক্সটাইল মিলসের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চিঠি অনুযায়ী এবং পরিচালকদের আলোচনার ভিত্তিতে নতুন পর্ষদ গঠন করা হয়। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ বখতিয়ার রহমান।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি স্বাক্ষরিত একটি এমইওইউ এর মাধ্যমে কোম্পানিটির পরিচালনাগত দ্বন্দ্বের অবসান হয়। পরবর্তীতে একই মাসের ১৮ তারিখে শেয়ারহোল্ডার পরিচালক অন্তর্ভুক্তির মাধ্যমে শেয়ারহোল্ডিং ধারণ ৩০ শতাংশে উন্নীত হয়। তাতে গত ১৭ নভেম্বর আট সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে কোম্পানিটি।
আলহাজ টেক্সটাইলের নতুন পর্ষদে আছেন যারা
১. মোঃ বখতিয়ার রহমান, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত); ২. মোঃ মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত); ৩. মোঃ হারুনুর রশীদ, পরিচালক; ৪. মোঃ আব্দুল্লাহ বোখারী, পরিচালক; ৫. মোঃ তালহা, পরিচালক; ৬. মোঃ সাইদুল ইসলাম, পরিচালক; ৭. মিসেস খোদেজা খাতুন, পরিচালক; ৮. মোঃ জয়নুল আবেদীন চৌধুরী, পরিচালক।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো বিচ হ্যাচারি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৫ নভেম্বর বিকাল সাড়ে ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ন্যাশনাল ফিডের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৫ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে ডিএসইর শোক
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলামের মা রহিমা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছে ডিএসই। রোববার (২৪ নভেম্বর) ডিএসইর ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি শোক র্বাতা প্রকাশ করা হয়।
জানা যায়, ডিএসইর চেয়ারম্যানের মা বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৪ বছর। পরবর্তী ওইদিন জুমার নামাজ শেষে ঝিনাইদহ জেলা কবরস্থানে তাকে সমাধি করা হয়।
মরহুমের আত্মার মাগফেরাত কামনার জন্য সকল ট্রেকহোল্ডার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনার অনুরোধ জানিয়েছে ডিএসই।
এমআই