পুঁজিবাজার
দুই ঘণ্টায় ৪৯৩ কোটি টাকার শেয়ার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় হাতবদল হয়েছে ৪৯৩ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২ সেপ্টেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮২১ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৩৮ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৪২ ও ২১৩৩ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪৯৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮ কোম্পানির শেয়ারদর।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
ঢাকা ব্যাংকের আয় বেড়েছে ১০ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসি গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১০ দশমিক ৫২ শতাংশ বেড়েছে।
বুধবার (২৮ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ৮৪ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৭৬ পয়সা আয় হয়েছিল।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১৩ টাকা ৪২পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল মাইনাস ৭ টাকা ৫০ পয়সা।
গত ৩১ মার্চ,২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৪৪ পয়সা।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো এসবিএসি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এসবিএসি ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
আজ বুধবার (২৮ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, ২০২৪ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ১৩ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৬৬ পয়সা আয় হয়েছিল।
সর্বশেষ বছরে সমন্বিতভাবে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৮ টাকা ১১ পয়সা, যা আগের বছর ৩ টাকা ৫১ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৪৫ পয়সা।
আগামী ১৯ আগস্ট সকাল ১১ হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
রাইট শেয়ারে আবেদনের সময়সূচি জানালো বার্জার পেইন্টস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ পিএলসি তাদের রাইট শেয়ারের জন্য আবেদনের সময়সূচি প্রকাশ করেছে। আগামী ১৫ জুলাই আবেদন জমা নেওয়া শুরু হবে। আর ৩ আগস্ট পর্যন্ত এই আবেদন জমা দেওয়া যাবে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রাইট শেয়ারের জন্য যোগ্য শেয়ারহোল্ডারদের চিহ্নিত করার লক্ষ্যে ২৯ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই তারিখে যাদের কাছে শেয়ার থাকবে কেবল তারাই রাইট শেয়ার কেনার জন্য আবেদন করতে পারবেন।
গতকাল মঙ্গলবার (২৭ মে) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বার্জার পেইন্টসের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ১ হাজার ১০০ টাকা প্রিমিয়ামসহ ১ হাজার ১১০ টাকা দরে ২৭ লাখ ২৮ হাজার ১১১টি সাধারণ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে ৩০২ কোটি ৮২ লাখ টাকা সংগ্রহ করবে কোম্পানিটি, যা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তৃতীয় উৎপাদন কারখানা স্থাপন এবং রাইট অফার সম্পর্কিত ব্যয় মেটাতে ব্যবহার করা হবে।
আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড রাইট অফারটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্যাংক আলফালাহ অধিগ্রহণে ব্যাংক এশিয়ার চুক্তি

বহুজাতিক ব্যাংক আলফালাহ’র বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়া পিএলসি। ব্যাংক এশিয়া এ লক্ষ্যে ব্যাংক আলফালাহ বাংলাদেশ এর সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে। ব্যাংক এশিয়া সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৮ মে) ব্যাংক দুটির মধ্যে আলোচিত সমঝোতা স্মারক সই হয়েছে। ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও স্টেট ব্যাংক অব পাকিস্তানের অনুমোদন এবং প্রয়োজনীয় অন্যান্য বিধিবিধান পরিপালন সাপেক্ষে এ সমঝোতা স্মারক বাস্তবায়িত হবে।
উল্লেখ, ব্যাংক আলফালাহ পাকিস্তানের সবচেয়ে বড় ব্যাংক। দেশটির প্রধান বাণিজ্যিক শহর করাচিতে এর প্রধান কার্যালয় অবস্থিত। পাকিস্তানের প্রধান ২০০ শহরে ব্যাংকটির উপস্থিতি রয়েছে। ব্যাংকটির শাখার সংখ্যা ২০০ এর বেশি। দেশের বাইরে বাংলাদেশ, আফগানিস্তান, বাহরাইন ও আরব আমিরাতে এর কার্যক্রম রয়েছে। ব্যাংকটির মূল মালিক আবুধাবি গ্রুপ।
২০০৫ সালে ব্যাংক আলফালাহ বাংলাদেশে কার্যক্রম শুরু করে। বর্তমানে ব্যাংকটির সাতটি শাখা রয়েছে। এগুলো হচ্ছে-গুলশান শাখা, মতিঝিল ইসলামিক ব্যাংকিং শাখা, ধানমন্ডি শাখা, উত্তরা শাখা, মিরপুর শাখা, চট্টগ্রাম আগ্রবাদ শাখা ও সিলেট শাখা।
জানা গেছে, শুরুতে ব্যাংকটি বেশ ভাল করলেও পরবর্তীতে স্থানীয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষর অদক্ষতা এবং অনিয়ম-দুর্নীতির কারণে তা বজায় থাকে নি। বরং খেলাপি ঋণের হার তরতর করে বাড়তে থাকে। এমন অবস্থায় ২০২৩ সাল থেকে ব্যাংক আলফালাহ তাদের বাংলাদেশের কার্যক্রম বিক্রির জন্য উপযুক্ত ক্রেতা খুঁজছিল। ব্যাংক এশিয়ার সঙ্গে এ নিয়ে নানা পর্যায়ে আলোচন হয়েছে। বনিবনা হওয়ায় গত বছরের এপ্রিলে ব্যাংক আল ফালাহ পাকিস্তান স্টক এক্সচেঞ্জে প্রকাশিত বার্তায় তাদের বাংলাদেশ কার্যক্রম ব্যাংক এশিয়ার কাছে বিক্রির ঘোষণা দেয়। দুই দেশের নিয়ন্ত্রক সংস্থাও ইতিবাচক সাড়া দেয়।
বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে শুধু ব্যাংক এশিয়ারই এভাবে ব্যাংক অধিগ্রহণের অভিজ্ঞতা আছে। ব্যাংকটি তৃতীয়বারের মতো কোনো বিদেশি ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করতে চলেছে। এর আগে ২০০১ সালে ব্যাংক এশিয়া কানাডাভিত্তিক নোভা স্কোশিয়া ও একই বছর পাকিস্তানের আরেক ব্যাংক মুসলিম কমার্শিয়াল ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
নগদের সঙ্গে বোনাস লভ্যাংশ দেবে ঢাকা ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৫ শতাংশ বোনাস।
বুধবার (২৮ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত ২০২৪ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ১ টাকা ২৭ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৬৬ পয়সা আয় হয়েছিল।
এসএম