পুঁজিবাজার
ডিএসই-সিএসইর কার্যক্রম ক্ষতিয়ে দেখতে বিএসইসির কমিটি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও দ্বিতীয় বৃহত্তম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কার্যক্রম খতিয়ে দেখতে পৃথক দুইটি কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এ সংক্রান্ত চিঠি কমিটির সদস্যরা ছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে। বুধবার (২১ আগস্ট) বিএসইসি ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিএসইসির পরিচালক মো.আবুল কালামকে প্রধান করে ডিএসইর চার সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পরিচালক মোল্লা মো.মিরাজ উস সুন্নাহ, উপ-পরিচালক মো. বনি ইয়ামিন খান এবং সহকারী পরিচালক মুহাম্মদ সাদেকুর রহমান ভূইয়ান।
এছাড়াও, সিএসইর পরিদর্শনে বিএসইসির পরিচালক ফখরুল ইসলাম মজুমদারকে প্রধান করে কমিটি করা হয়েছে।
বিএসইসির নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন ১৯৯৩ এর ধারা ৮২(২) (ঝ) এর সাথে বিধিমালা ২০২০ এর বিধি ১৭ অনুযায়ী একটি ‘পরিদর্শন কমিটি’ গঠন করা হয়েছে। স্টক এক্সচেঞ্জগুলো কমিটির নিরীক্ষা কার্যক্রমকে সহায়তা করবে এবং সহজতর করবে যাতে কমিটির চাওয়া সব তথ্য এবং কার্যক্রমের অনুমতি নিরাপত্তা প্রোটোকলসহ বিলম্ব ছাড়াই মঞ্জুর করা হয়।
এই কমিটি আদেশ জারির পরবর্তী ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে কমিশনে প্রতিবেদন দাখিল করবে।
এসএম

পুঁজিবাজার
দেড় ঘণ্টায় লেনদেন ৪২৪ কোটি, সূচক বেড়েছে ৯৭ পয়েন্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় প্রধান সূচক বেড়েছে ৯৭ পয়েন্ট। সেই সঙ্গে এসময়ের মধ্যে লেনদেন ছাড়িয়েছে ৪২৪ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৩ জুলাই) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৯৭ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৬৭ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৫ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৫৪ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৭৭ ও ২০৮৪ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪২৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬৪টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০ কোম্পানির শেয়ারদর।
এসএম
পুঁজিবাজার
ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কে নতুন চেয়ারম্যান নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটিতে নতুন চেয়ারম্যান হিসেবে সাজেদুর সিরাজকে নিয়োগ দেওয়া হয়েছে।
এসএম
পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই সমতা লেদারের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ০৮ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৪ টাকা ৬০ পয়সা। আর গতকাল মঙ্গলবার (২২ জুলাই) বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ৭০ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ ১০ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৬ টাকা ১০ পয়সা।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
এসএম
পুঁজিবাজার
বে লিজিংয়ের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনিভেস্টমেন্ট লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ জুলাই বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫ থেকে জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
পুঁজিবাজার
নর্দার্ণ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫ থেকে জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম