Connect with us
৬৫২৬৫২৬৫২

বিনোদন

‘ভিডিওটা প্রধানমন্ত্রী দেখবে, তারপর তুমি আপলোড করবা’

Published

on

ডিবিএ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে ছিলেন দেশের বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান। কখনো পরোক্ষভাবে আবার কখনো প্রত্যক্ষভাবেই শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জুগিয়েছেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

যে কারণে বিভিন্ন মহলের চাপের মুখে পড়তে হয়েছিল এই গায়ককে। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে তাসরিফ জানিয়েছেন, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। এমনকি রড দিয়ে বেধড়ক পেটানো হয় কুড়েঘর ব্যান্ডের ড্রামার শান্তকে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

যেসব ঘটনার পরে নিজ বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হন তাসরিফ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে এক ফেসবুক পোস্টে সেই লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

‘কিছু নির্মম ইতিহাস টাইমলাইনে থাকুক’ শিরোনামে সেই পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘২৩ জুলাই রাত রাত ১টার কথা বলছি। একজন সিনিয়র ইনফ্লুয়েন্সার কল দিয়ে বললেন, ‘তাসরিফ, তোর বাসার নিচে নাম, চা খাইতে আসতেছি, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে।’

৫ জুলাই থেকে ছাত্রদের পক্ষে বিভিন্ন পোস্ট করা, কবিতা লিখতে থাকা এবং ‘রাজার রাজ্যে সবাই গোলাম’ গানটা ফেসবুকে চলতে থাকায় সরকারি গুণ্ডা বাহিনীর থ্রেটে আমি তখন বাসার বাইরে অবস্থান করছিলাম। ওই সিনিয়র ইনফ্লুয়েন্সারের কথায় বিশ্বাস করে আমি তখন বাসার সামনে আসি উনার সঙ্গে দেখা করতে। গাড়ি থেকে ৬-৭ জনের মতো নেমে আসে। ইনফ্লুয়েন্সার সাহেব আমাকে একটু সাইডে নিয়ে আস্তে করে বুঝিয়ে বলেন, ‘সাথে যারা আছে তারা একটা এজেন্সির লোক এবং আইন প্রয়োগ সংস্থার বাহিনীর কয়েকজনও আছে এখানে।’

আমি তখন উনার কাছে জানতে চাই যে, উনারা কেন এসেছেন, কী চাচ্ছেন মূলত! উনি তখন বুঝায়ে বলেন, ‘সরকারি একটা কাজ আছে, এই সরকার আরও ৭-৮ বছর ক্ষমতায় থাকব। আমরা ঠিকমতো বাঁচতে চাইলে সরকারের পক্ষে কাজ করতে হইব, এর বাইরে কোনো রাস্তা নাই।’

এই কথা বলে উনি (ইনফ্লুয়েন্সার) আবার আমাকে গাড়ির কাছে নিয়ে যান। সেই ৬-৭ জনের মধ্য থেকে একজন আমাকে বলে, ‘তাসরিফ, তোমাকে আমরা চিনি। আমরা তোমাকে একটা স্ক্রিপ্ট দিতেছি, ছোট্ট একটা ভিডিও করতে হবে। এই ভিডিওটা আমাদের কালকের মধ্যে লাগবে। পরশু সরাসরি প্রধানমন্ত্রী এই ভিডিওটা দেখবেন এবং তারপর তুমি আপলোড করবা।’

সেই ইনফ্লুয়েন্সার তাদের সঙ্গে সুর মিলিয়ে আমাকে বলেন, ‘দেখ তাসরিফ, পিএমের চোখে পড়ার এটাই সুবর্ণ সুযোগ, ভিডিওটা ভালো করে কর, সরকার যতদিন আছে সুবিধা পাবি।’ কথা শেষ করার আগেই উনি পকেট থেকে এক লাখ টাকার তিনটা বান্ডেল, মোট তিন লাখ টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে বলেন, ‘এইটা সামান্য ছোট একটা গিফট! টাকা যত চাস, তত দেওয়া হবে, ভিডিওটা সুন্দর কইরা কর।’

ঠিক এই সময় আমার ফোনে আমার ব্যান্ডের ড্রামার শান্তর নম্বর থেকে একটা কল আসে। ফোন রিসিভ করতেই শান্ত আমাকে কাঁদতে কাঁদতে বলে, ‘তাসরিফ! পাঁচ-ছয়জন পুলিশ এবং সিভিল ড্রেসের কয়েকজন মিলে আমাকে রোল দিয়া সারা শরীরে মারছে!’

শান্তর কথা শুনে আমার হাত-পা একরকম কাঁপতে থাকে। আমি বোঝার চেষ্টা করি, এই মাইর খাওয়াটা কি আমাকে এদিকে রাজি করানোর জন্য ভয় দেখানো? নাকি কেবলমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা? শান্তর লাইন কেটে যায়।

আমি আমার পাশে দাঁড়িয়ে থাকা আইন প্রয়োগকারী সংস্থার পরিচয় দেওয়া তাদেরকে বলি, ‘ভাই, এইমাত্র কয়েকজন মিলে আমার ভাই, আমার ব্যান্ডের ড্রামার শান্তকে প্রচুর মারছে!’ ওরা জাস্ট আমাকে সান্ত্বনা দিয়ে বলে, ‘আরেহ! দেশের যে অবস্থা, এটা এখন কিছু করা যাবে না। ওরে বলো বাসায় চলে যাইতে।’

আমার তখন মাথায় আসে, এখন যদি আমি ওদেরকে টাকা ফিরিয়ে দিই অথবা কাজ করতে অস্বীকৃতি জানাই, তবে তারা আমাকে চাইলেই গাড়িতে তুলে নিয়ে গিয়ে ভিডিও করে জোরপূর্বক আপলোড করাতে পারে। আমি তাই মাথা ঠাণ্ডা করে ওদেরকে বলি ঠিক আছে আমি দেখতেছি কী করতে পারি, কালকের মধ্যে জানাচ্ছি। ওরা আমাকে তখনও একরকম থ্রেট দিয়ে বলে, ‘ভাই জানাচ্ছির সুযোগ নাই! সিচুয়েশন তো বুঝেনই। ভিডিও কালকেই লাগবে।’ সাথে ওই ইনফ্লুয়েন্সারও আমাকে বলে, ‘তাসরিফ, ভিডিওটা তো পিএম দেখবে সো বুইঝা-শুইনা সুন্দর কইরা করিস।’

ওদের সাথে কথা শেষ করে আমি বাসায় ফেরত যাই। বাসায় সবাইকে সব সিচুয়েশন জানিয়ে আমি আমার ম্যানেজার আয়মান সাবিতকে ফোন দিয়ে বলি, ‘আয়মান, আমি বাসা ছেড়ে দিচ্ছি, এই এই ঘটনা ঘটছে। আমি তোকে নম্বর দিচ্ছি, তুই ওই এজেন্সিকে আমার বাসা থেকে তিন লাখ টাকা নিয়ে ওদেরকে দিয়ে দিবি কালকেই। আমি আপাতত বাসা ছেড়ে চলে যাচ্ছি, কারণ আমি বাসায় থাকলে ওরা আমাকে তুলে নিয়ে যাবে।’

ওই সময় আমার মনের অবস্থা আমি জানি। আমার বাসার অবস্থা, ডায়াবেটিসের রোগী আমার আম্মুর অবস্থা, আব্বুর টেনশন, গুম হয়ে যাওয়ার চিন্তা এবং দেশের সাথে বেইমানি করতে ওরা আমাকে বাধ্য করতে চাচ্ছে। সব কিছুই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। সাথে বারবার আমার কানে বাজছে শান্তর ওই কান্না ভরা আর্তনাদ।

কষ্টের ব্যাপার কী জানেন? এই ঘটনার ঘণ্টাখানেক আগে শান্ত আমাকে ফোন দিয়ে বলছিল, ‘খান, আমার বাসায় আম্মা নাই। এদিকে কারফিউ চলছে, দুপুরের খাওয়া হয় নাই, একটা দোকানও খোলা নাই আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, কী করব?’ আমি শান্তকে বলছিলাম, ‘এক বড় ভাই ফোন দিয়েছে, আমার বাসার সামনে যাওয়া লাগছে, তো তুমি আমার বাসায় চইলা আসো, দুই ভাই একসাথে খাব।’

ছেলেটা চেয়েছিল আমার বাসায় এসে ভাত খাইতে অথচ তাকে রাস্তায় বেধড়কভাবে মাইর খাইতে হইল। মার খাওয়ার পরে ফোনকলে ও আমাকে এটাও বলছিল যে, ‘খান! সবাই আমারে একসাথে রোল দিয়ে মারতেছিল আর একজন বন্দুক তাক করে চিল্লায়ে বলছিল, চুপচাপ মাইর খা অমুকের পোলা নাইলে গুলি কইরা মাইরা ফালামু, লাশ খুঁজে পাইব না তোর পরিবার!’

শান্ত এই কথাটা বলতে বলতে কাঁদতেছিল যে, ‘আমাকে ছাত্র বইলা বইলা ওরা মারছে আর বারবার বলতেছিল যে এই অমুকের পোলা ছাত্র! ওরে মার!’ ওই রাতে আমি বাসা থেকে পালিয়ে যাই।

আমি জানি কয়েকটা পোস্ট, কবিতা লেখা আর ‘রাজার রাজ্যে সবাই গোলাম’-এর মতো কিছু গান করা ছাড়া দেশের জন্য তেমন কিছুই করতে পারি নাই। আমি জানি, আমি আবু সাঈদের মতো পথে গিয়ে বুক পেতে দিতে পারি নাই। হয়তোবা এতটুকু সাহস আমার তখন হয় নাই। তবে, আল্লাহ জানেন আর আমি জানি, আমি টাকার কাছে বিক্রি হয় নাই আর দেশের সাথে বেইমানি করি নাই।

এই পোস্ট, পোস্টে শান্তর ছবিগুলো এবং ওদের নির্মমতার কথাগুলো আমি লিখে পোস্ট করছি এই কারণে, যেন ভবিষ্যতে কখনও এই স্বৈরাচারের প্রতি আমার ঘৃণা এতটুকু পরিমাণও কমে না যায়।’

শেয়ার করুন:-

বিনোদন

গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

Published

on

ডিবিএ

বাংলাদেশি চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী, নির্মাতা ও গীতিকার জাহানারা ভূঁইয়া আর নেই। বাংলাদেশ সময় সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মঞ্জুর এলাহী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জাহানারার বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়াবেটিসজনিত সমস্যার কারণে কিডনির কার্যক্ষমতা হারান তিনি। গত ১৬ মাস ধরে মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। নিয়মিত ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সত্তর ও আশির দশকে গীতিকার হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন জাহানারা ভূঁইয়া। স্বামী, মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার ‘নিমাই সন্ন্যাসী’ ছবিতে প্রথম গান লেখেন জাহানারা। পরে আশির দশকে ‘সৎ মা’ ছবির মাধ্যমে আলোচনায় আসেন চরিত্রাভিনেত্রী হিসেবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন তিন শতাধিক চলচ্চিত্রে। শুধু অভিনয়েই নয়, নির্মাণ ও প্রযোজনাতেও রেখেছেন স্বাক্ষর। তার পরিচালিত ছবির মধ্যে ‘সিঁদুর নিওনা মুছে’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

অভিনয়, নির্মাণ আর গীত রচনায় সমান সাফল্যের কারণে তিনি চলচ্চিত্র অঙ্গনে ছিলেন এক অনন্য নাম।

জাহানারা ভূঁইয়ার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

Published

on

ডিবিএ

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাকে জুলাইয়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ রাতে তাকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি-পুলিশ। আজ রাতে বরিশাল থেকে সিআইডির এক বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জসীম উদ্দিন খান বলেন, এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ৩ নম্বর আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। একই মামলায় ২২ নম্বর আসামি তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।

এ হত্যা মামলায় ২৫ জন ছাড়াও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

আবারও গ্রেফতার প্রিন্স মামুন

Published

on

ডিবিএ

টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে আবারও গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে গত বছরের জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এরপর প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা আক্তারের মামলা খারিজ করে দেন ট্রাইব্যুনাল। মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করেছিলেন লায়লা।

প্রিন্স মামুনের উত্থান মূলত সামাজিক মাধ্যম ‘টিকটক’ ও ‘লাইকি’র সুবাদে। নিজের করা মিউজিক ভিডিও সেখানে পোস্ট দিতেন মামুন। সেখান থেকেই তার পরিচিতি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

Published

on

ডিবিএ

অবশেষে বড় পর্দায় আসছে পপ কিং মাইকেল জ্যাকসনের বর্ণাঢ্য জীবনের গল্প। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মনে শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে বেঁচে থাকা এই কিংবদন্তির বায়োপিক ‘মাইকেল’ মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ এপ্রিল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জানা গেছে, অ্যান্টইন ফুকুয়া পরিচালিত এবং জন লোগান রচিত এই ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করবেন তার আপন ভাইপো জাফর জ্যাকসন। প্রয়াত কাকার জীবনের প্রতিটি বাঁক, তার উত্থান-পতনের গল্প এবং সংগীতের প্রতি তার অদম্য ভালোবাসা নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন জাফর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ছবিটি প্রযোজনা করছেন গ্রাহাম কিং। শুরু থেকে তারকা হয়ে ওঠার পথ, ব্যক্তিগত জীবনের নানা ঝড় এবং কীভাবে তিনি সারা বিশ্বে ‘পপ কিং’ হিসেবে নিজের প্রভাব বিস্তার করেছিলেন। সবকিছুই বিস্তারিতভাবে তুলে ধরা হবে এই বায়োপিকে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রথমে অক্টোবরে মুক্তির কথা থাকলেও নির্মাতারা মুক্তির তারিখ পিছিয়েছেন, যা দর্শকদের মধ্যে আরো কৌতূহল বাড়িয়েছে।

ছবিটির শুটিং ২০২৪ সালে শেষ হলেও পরে কিছু অংশের পরিবর্তন এবং নতুন করে কাজ শুরু হয়। একসময় দুটি পর্বে মুক্তির পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে— একটি একক ছবি হিসেবেই মুক্তি পাবে ‘মাইকেল’। এই ছবি জ্যাকসনের ভক্তদের জন্য নিঃসন্দেহে একটি বিশেষ উপহার হতে চলেছে, যেখানে তারা তাদের প্রিয় তারকার জীবনের অজানা অধ্যায়গুলো জানতে পারবেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি

Published

on

ডিবিএ

ফের বিনোদন অঙ্গনে শোকের ছায়া। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাজ্য চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি। গত ৩০ জুন অ্যাশফোর্ডে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার এজেন্ট জুলিয়ান ওউয়েন। তিনি জানান, অভিনেতা কেনেথ কলি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর হঠাৎ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অভিনেতার এজেন্ট ওউয়েন বলেন, একটি সড়ক দুর্ঘটনায় আহাত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দ্রুত তিনি কোভিডে সংক্রমিত হন। যা পরে নিউমোনিয়ায় রূপ নেয়। করোনা ও নিউমোনিয়ায় কারণে মৃত্যুবরণ করেন কলি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

১৯৭০ সালে টেলিভিশন অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখা কেনেথ ১৯৮০ সালের ‘স্টার ওয়ার্স’ সিনেমায় অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিত পান। ১৯৮৩ সালের ‘রিটার্ন অফ দ্য জেডি’ সিনেমায় অ্যাডমিরাল পিয়েট চরিত্রে অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি পান।

দীর্ঘ ছয় দশকের অভিনয়জীবনে কেনেথ কোলি একাধারে ব্রিটিশ চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে অভিনয় করে গেছেন। ‘দ্য জোকার’, ‘পারফরমেন্স’, ‘দ্য মিউজিক লাভারস’, ‘ফাইয়ার ফক্স’,‘এ সামার স্টোরি’, ‘দ্য রেইনবো’, ‘দ্য লাস্ট আইসল্যান্ড’, ‘স্যাডো রান’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘গ্রিটিংস’ সিনেমাটি পরিচালনা করেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ডিবিএ ডিবিএ
পুঁজিবাজার3 hours ago

দেশি-বিদেশি কোম্পানি বাজারে তালিকাভুক্তির সিদ্ধান্তকে ডিবিএ’র সাধুবাদ

দেশি-বিদেশি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভূক্তির বিষয়ে গত ২ সেপ্টেম্বর গৃহীত কমিশনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে শেয়ারবাজারের স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ঢাকা স্টক...

ডিবিএ ডিবিএ
পুঁজিবাজার5 hours ago

ব্লকে ৪০ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯২ লাখ ৪৩...

ডিবিএ ডিবিএ
পুঁজিবাজার5 hours ago

শেয়ার বিক্রয় করবেন ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক স্বতন্ত্র পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

ডিবিএ ডিবিএ
পুঁজিবাজার5 hours ago

অস্বাভাবিক শেয়ারদর বাড়ার কারণ জানে না ইনটেক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণে...

ডিবিএ ডিবিএ
পুঁজিবাজার6 hours ago

এইচ আর টেক্সটাইলের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এইচ আর টেক্সটাইল লিমিটেড।...

ডিবিএ ডিবিএ
পুঁজিবাজার6 hours ago

দর বৃদ্ধির শীর্ষে ইনটেক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে...

ডিবিএ ডিবিএ
পুঁজিবাজার7 hours ago

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য...

Advertisement
AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
ডিবিএ
রাজনীতি14 minutes ago

পিআর পদ্ধতিতে ভোট না হলে জনগণ ফের রাজপথে নামবে: ড. হেলাল উদ্দিন

ডিবিএ
জাতীয়40 minutes ago

রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন-আসিয়ানকে নিয়ে সম্মেলনের প্রস্তাব

ডিবিএ
ক্যাম্পাস টু ক্যারিয়ার1 hour ago

একাদশে ভর্তির শেষ ধাপের ফল প্রকাশ, কলেজ পাননি ৫২৪০ শিক্ষার্থী

ডিবিএ
জাতীয়1 hour ago

হজ শেষে সৌদিতে থাকার চেষ্টা, ব্যবস্থা নিতে চিঠি

ডিবিএ
জাতীয়2 hours ago

অনেক প্রকল্পের জন্য কৃষিজমি কমছে: ভূমি উপদেষ্টা

ডিবিএ
জাতীয়2 hours ago

নুর পুরোপুরি ঝুঁকিমুক্ত: ঢামেক পরিচালক

ডিবিএ
মত দ্বিমত2 hours ago

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কি নতুন মোড় আসছে?

ডিবিএ
সারাদেশ3 hours ago

ভেদরগঞ্জে দায়িত্ব নিলেন নতুন ইউএনও আবু আবদুল্লাহ খান

ডিবিএ
পুঁজিবাজার3 hours ago

দেশি-বিদেশি কোম্পানি বাজারে তালিকাভুক্তির সিদ্ধান্তকে ডিবিএ’র সাধুবাদ

ডিবিএ
জাতীয়4 hours ago

এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ডিবিএ
রাজনীতি14 minutes ago

পিআর পদ্ধতিতে ভোট না হলে জনগণ ফের রাজপথে নামবে: ড. হেলাল উদ্দিন

ডিবিএ
জাতীয়40 minutes ago

রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন-আসিয়ানকে নিয়ে সম্মেলনের প্রস্তাব

ডিবিএ
ক্যাম্পাস টু ক্যারিয়ার1 hour ago

একাদশে ভর্তির শেষ ধাপের ফল প্রকাশ, কলেজ পাননি ৫২৪০ শিক্ষার্থী

ডিবিএ
জাতীয়1 hour ago

হজ শেষে সৌদিতে থাকার চেষ্টা, ব্যবস্থা নিতে চিঠি

ডিবিএ
জাতীয়2 hours ago

অনেক প্রকল্পের জন্য কৃষিজমি কমছে: ভূমি উপদেষ্টা

ডিবিএ
জাতীয়2 hours ago

নুর পুরোপুরি ঝুঁকিমুক্ত: ঢামেক পরিচালক

ডিবিএ
মত দ্বিমত2 hours ago

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কি নতুন মোড় আসছে?

ডিবিএ
সারাদেশ3 hours ago

ভেদরগঞ্জে দায়িত্ব নিলেন নতুন ইউএনও আবু আবদুল্লাহ খান

ডিবিএ
পুঁজিবাজার3 hours ago

দেশি-বিদেশি কোম্পানি বাজারে তালিকাভুক্তির সিদ্ধান্তকে ডিবিএ’র সাধুবাদ

ডিবিএ
জাতীয়4 hours ago

এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ডিবিএ
রাজনীতি14 minutes ago

পিআর পদ্ধতিতে ভোট না হলে জনগণ ফের রাজপথে নামবে: ড. হেলাল উদ্দিন

ডিবিএ
জাতীয়40 minutes ago

রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন-আসিয়ানকে নিয়ে সম্মেলনের প্রস্তাব

ডিবিএ
ক্যাম্পাস টু ক্যারিয়ার1 hour ago

একাদশে ভর্তির শেষ ধাপের ফল প্রকাশ, কলেজ পাননি ৫২৪০ শিক্ষার্থী

ডিবিএ
জাতীয়1 hour ago

হজ শেষে সৌদিতে থাকার চেষ্টা, ব্যবস্থা নিতে চিঠি

ডিবিএ
জাতীয়2 hours ago

অনেক প্রকল্পের জন্য কৃষিজমি কমছে: ভূমি উপদেষ্টা

ডিবিএ
জাতীয়2 hours ago

নুর পুরোপুরি ঝুঁকিমুক্ত: ঢামেক পরিচালক

ডিবিএ
মত দ্বিমত2 hours ago

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কি নতুন মোড় আসছে?

ডিবিএ
সারাদেশ3 hours ago

ভেদরগঞ্জে দায়িত্ব নিলেন নতুন ইউএনও আবু আবদুল্লাহ খান

ডিবিএ
পুঁজিবাজার3 hours ago

দেশি-বিদেশি কোম্পানি বাজারে তালিকাভুক্তির সিদ্ধান্তকে ডিবিএ’র সাধুবাদ

ডিবিএ
জাতীয়4 hours ago

এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা