পুঁজিবাজার
ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১৩.৫২ শতাংশ
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পুঁজিবাজার প্রাণ ফিরে পেয়েছে। ফলে দীর্ঘ মন্দা কাটিয়ে বর্তমান পুঁজিবাজার ডানা মেলে বাধাহীন গতিতে ছুটে চলছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৫ থেকে ৮ আগস্ট) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১৩ দশমিক ৫২ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০ দশমিক০৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১১ দশমিক ৪২ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১ দশমিক ৩৬ পয়েন্ট বা ১৩ দশমিক ৫২ শতাংশ।
এর আগের সপ্তাহের (২৮ জুলাই থেকে ১ আগস্ট) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩৮ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.০৬ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.৩২ পয়েন্ট বা ৩.৩২ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে ব্যাংক খাতে ৬.৩১ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৯.৩২ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১২.১০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১৩.৩৬ পয়েন্টে, পাট খাতে ১৩.৯৯ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.২৩ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৪.৭৮ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১৫.২৫ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৫.৬৩ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৬.১৬ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১৬.৭২ পয়েন্টে, আর্থিক খাতে ১৭.৩৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১৭.৯০ পয়েন্ট, আইটি খাতে ২০.৪৬ পয়েন্টে, ট্যনারি খাতে ২০.৮৪ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২২.৪৮ পয়েন্টে, মিউচুয়াল ফান্ড খাতে ৩০.২৭ পয়েন্টে, বিবিধ খাতে ৩০.৯৭ পয়েন্টে ও সিরামিক খাতে ১৩৭.১৫ পয়েন্টে অবস্থান করছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দুই ঘণ্টায় ১২৫ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেনে ধীরগতিতে প্রথম দুই ঘণ্টায় হাতবদল হয়েছে ১২৫ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৫ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৫৩ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ১১ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৫০ ও ১৯০৩ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১২৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৭টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ কোম্পানির শেয়ারদর।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ইজিএমের তারিখ জানালো সমতা লেদার
পুঁজিবাজারে তালিকাভুক্ত সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ ঘোষণা করেছে। আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০টায় হাইব্রিড সিস্টেমে এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় বিশেষ বিশ্লেষণের মাধ্যমে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের বেশকিছু ধারার সংশোধনী অনুমোদন করা হবে। পাশাপাশি কোম্পানিটির নাম সংশোধন এবং অনুমোদন করা হবে।
এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
হেলমেট উৎপাদনে এটলাস বিডি ও রানার ট্রেডের চুক্তি
পুঁজিবাজারে তালিকাভুক্ত এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) এবং রানার ট্রেড পার্ক লিমিটেডের (আরটিপিএল) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। হেলমেট উৎপাদনে উভয় কোম্পানির মধ্যে এ সমঝোতা স্বাক্ষরিত হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এটলাস বাংলাদেশ এবং রানার ট্রেড পার্ক “এটলাস-রানার হেলমেট প্ল্যান্ট” নামে হেলমেট উৎপাদন কারখানা স্থাপন করবে। তবে এতে কী পরিমাণ উৎপাদন হবে এবং বার্ষিক কত টাকা মুনাফা হতে পারে তা জানানো হয়নি।
উল্লেখ্য, এটলাস বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ সরকারের মালিকানাধীন মোটরসাইকেল আমদানিকারক এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের একটি সহযোগী সংস্থা।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সোনালী আঁশের পর্ষদ সভার তারিখ প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো এসএস স্টিল
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এমআই