জাতীয়
লাগেজ ভর্তি টাকা নিয়ে বিদেশে পালিয়েছেন লোটাস কামাল!

মন্ত্রীত্ব পাওয়ার পর থেকে নিজেকে কুমিল্লা-১০ (কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনের ‘একমাত্র অভিভাবক’ বলে দাবি করতেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল। এ জন্য নিজের নির্বাচনী এলাকার কোনো মানুষ অন্য দলের রাজনীতি করুক, সেটা তিনি চাইতেন না। সবাইকে আওয়ামী লীগের পতাকাতলে আসার আহ্বান জানাতেন তিনি। তার এই আহ্বানে সাড়া দিয়ে বিএনপি-জামায়াতের যেসব নেতা স্বেচ্ছায় আওয়ামী লীগের যোগ দিয়েছিলেন, দলে বড় পদ ও জনপ্রতিনিধির চেয়ারে বসিয়ে তাদের ‘পুরস্কৃত’ করেছিলেন তিনি।
সরকারি-বেসরকারি কর্মকর্তা থেকে শুরু করে শিক্ষকদেরও তার রোষানলে পড়তে হয়েছে। তার কথা না শোনায় অনেককে বাড়ি ও কর্মস্থল থেকে তুলে নিয়ে প্রলোভন ও হুমকি দিতেন।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য- লোটাস কামাল অন্য দলের নেতাকর্মীদের নিজ দলে ভেড়াতে গিয়ে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করতেন। এ ছাড়া রাজনীতি নিয়ন্ত্রণ ও লুটপাট করতে গড়ে তুলে ছিলেন সিন্ডিকেট।
যার নেপথ্যে ছিল তার দুই ভাই, ভাইজা ও পিএস।
২০১১ সালে শেয়ারবাজার লুটে স্ত্রী ও মেয়েদের কাজে লাগান সাবেক এই অর্থমন্ত্রী। দেশের টাকা পাচার করে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। তবে লোটাস কামাল নিজের নামে অর্থসম্পদ বেশি রাখেননি। স্ত্রী ও মেয়েদের নামে হস্তান্তর করেছেন।
গত জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা থেকে এই তথ্য জানা গেছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দিন রাত ১২টায় নিজের মেয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামালকে নিয়ে লাগেজ ভর্তি টাকা নিয়ে সিঙ্গাপুরে পালিয়ে গেছেন বলে সূত্র জানিয়েছে। তাদের বিদেশে পালিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা গেছে, সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের মৃত্যুর পর তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার অঙ্গীকার করে ১৯৯৪ সালে সাবেক কুমিল্লা-৯ আসনের আওয়ামী রাজনীতির হাল ধরেন ব্যবসায়ী আ হ ম মুস্তফা কামাল। ১৯৯৬ সালে নৌকার টিকিটে এই আসন থেকে তিনি বিপুল টাকা খরচ করে প্রথমবার এমপি নির্বাচিত হন। ওই সময় থেকে কালাম মজুমদারের ব্যক্তিগত সহকারী কেএম সিংহ রতনকে নিজের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেন। সাবেক এমপির ভক্তদের সমর্থন আদায় করতে ‘আবুল কালাম মজুমদার স্মৃতি সংসদ’ প্রতিষ্ঠা করেন। তার নামীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর্থিক অনুদান দিতেথাকেন। ছাত্রলীগের সাবেক শতাধিক নেতাকে নিজের কম্পানিতে চাকরি দেন। তৃণমূলের নেতাকর্মীদের মাসিক ভাতা প্রথা চালু করেন। ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সিমসহ মোবাইল ফোন উপহার দেন। এতকিছুর পরও জনবিচ্ছিন্ন থাকায় ২০০১ সালে তিনি বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর কাছে বিপুল ভোটে হেরে যান।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কুমিল্লা-৯ (কুমিল্লা সদর দক্ষিণ) ও কুমিল্লা-১১ (নাঙ্গলকোট) আসনকে একীভূত করে কুমিল্লা-১০ আসন করা হয়। দেশের অন্যতম বৃহৎ এই আসন থেকে ২০০৮ সালে দ্বিতীয়বারের মতো তিনি এমপি নির্বাচিত হন। এরপরই তিনি ভোল পাল্টাতে শুরু করেন। সাবেক এমপি কালাম মজুমদারের ঘনিষ্টদের গুরুত্ব দেওয়া কমিয়ে দেন। কালাম মজুমদারের রাজনৈতিক শত্রুদের আপন করতে শুরু করেন। তাদের আশ্রয় দিয়ে বিভিন্নভাবে পুর্নবাসনের উদ্যোগ নেন। বিএনপি-জামায়াত থেকে যোগদান করা লোকদের দলের গুরুত্বপূর্ণ পদ ও জনপ্রতিনিধির চেয়ারে বসান।
অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগের ত্যাগীদের অবমূল্যায়ন করে নিজের এপিএস, দুই ভাই ও ভাতিজার মাধ্যমে লুটপাটের সিন্টিকেট তৈরি করেন। পরিবারতন্ত্র কায়েমের অংশ হিসেবে ২০০৯ সালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিনিয়র নেতাদের বাদ দিয়ে নিজের আপন ছোট ভাই গোলাম সারওয়ারকে চেয়ারম্যান বানিয়েছেন তিনি। জীবনে কখনও ছাত্রলীগের রাজনীতি না করলেও উপজেলা চেয়ারম্যান হওয়ার পর থেকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের অভিভাবক হয়ে যান গোলাম সারওয়ার। সেই সময়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেককে অনেকে ‘পুতুল সভাপতি’ বলতেন। তৎকালীন সময়ের পরিকল্পনামন্ত্রী লোটাস কামালের মন্ত্রীত্বের ক্ষমতা ব্যবহার করে এক পর্যায়ে নতুন কমিটি করে গোলাম সারোয়ার নিজেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ দখল করেন। আর সেই কমিটিতে ত্যাগীদের পাশাপাশি তিনি হাইব্রিডদের আওয়ামী লীগ করার সুযোগ করে দেন। সেই কমিটির সাংগঠনিক সম্পাদক করেন বিএনপি-জামায়াত সমর্থিত রুহুল আমীন চৌধুরীকে। এরপর থেকে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগে রুহুল আমিন চৌধুরীর আধিপত্য শুরু হয়। তার আধিপত্যে কোণঠাসা হয়ে পড়েন দলের ত্যাগীরা। উপজেলা চেয়ারম্যানের নাম বলে রুহুল আমিন চৌধুরী ঠিকাদারদের থেকে কমিশন আদায় করতেন। ভুয়া প্রকল্প দেখিয়ে টিআর কাবিখার টাকা আত্মসাৎ করতেন। তিনি উপজেলা চেয়ারম্যানের গাড়ি চালক আবদুর রাজ্জাক ও বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদের সহায়তায় লালমাই পাহাড়ে মাটিকাটা সিন্ডিকেট থেকে চাঁদা উঠাতেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বাণিজ্য ও জমি অধিগ্রহণের নামে লোটাস কামালের ছোট ভাই গোলাম সারওয়ার হাতিয়েছেন কোটি কোটি টাকা। চানবালিয়া খাল দখল করে মাটি বিক্রি করে তিনি বিপুল টাকা কামিয়েছেন সারওয়ার। গত ২১ মে অনুষ্ঠিত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে হেরে যান গোলাম সারওয়ার। এরপর থেকে তিনি আর রাজনৈতিক কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। গত জুনের প্রথম সপ্তাহে তিনি গোপনে কানাডা পালিয়ে যান। জনশ্রুতি রয়েছে, দেশের টাকা পাচার করে লোটাস কামালের ভাই গোলাম সারওয়ার গত ১৫ বছরে কানাডাতে একাধিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়েছেন।
এদিকে ২০১৭ সালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আটটি ও লাকসামের একটি ইউনিয়ন নিয়ে গঠিত হয় নতুন উপজেলা লালমাই। লোটাস কামাল নবগঠিত লালমাই উপজেলা আওয়ামী লীগের প্রথম কমিটিতে সভাপতি করেন তার বড় ভাই আবদুল হামিদকে আর সাধারণ সম্পাদক করেন এপিএস কেএম সিংহ রতনকে। নতুন উপজেলা সাজাতে সরকারি বিভিন্ন প্রকল্প দেখিয়ে লুটপাট শুরু করেন মন্ত্রীর ভাই ও এপিএস। ভুয়া প্রকল্প দেখিয়ে তারা টিআর কাবিখার বিপুল টাকা আত্মসাৎ করেছেন। উন্নয়ন কাজের সকল ঠিকাদার থেকে উপজেলা উন্নয়ন ফান্ডের নামে কমিশন নিতেন। তাদের লুটপাট নামের এই ব্যবসার ক্যাশিয়ার ছিলেন লালমাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পী। তবে বিষয়টি নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা ক্ষোভ প্রকাশ করায় ২০২০ সালের শেষের দিকে পদত্যাগ করেন মন্ত্রীর ভাই ও এপিএস। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি লোটাস কামাল তার ভাতিজা কামরুল হাসান শাহীনকে বানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক। এক বছর আগে লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী হন লোটাস কামালের ভাতিজা কামরুল হাসান শাহীন। ওই নির্বাচনে তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন লালমাই সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ত্যাগী আওয়ামী লীগ নেতা আবদুল মমিন মজুমদার। নির্বাচনে কেন্দ্র দখল ও ভোটারদের কেন্দ্রে আসতে না দিয়ে লোটাস কামাল নিজের ক্ষমতায় উপজেলা চেয়ারম্যান বানান ভাতিজা শাহীনকে। শাহীন চেয়ারে বসেই তার বাবা লালমাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হামিদের মতো করেই ঠিকাদারদের কমিশনের জন্য চাপ দিতে থাকেন।
অভিযোগ রয়েছে, গত এক বছরে টিআর কাবিখা প্রকল্পের কোনো কাজ হয়নি। প্রকল্পের নামে টাকা উত্তোলন করে তিনি উপজেলা আওয়ামী লীগের অফিস নির্মাণের কথা বলে বিপুল পরিমাণ টাকা আত্মসাত করেছেন। প্রতিবছর বিপিএল খেলা শুরুর আগেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য ফান্ড সংগ্রহের নামে কোটি কোটি চাঁদা তুলেছেন এই শাহীন। তার সমর্থিতরা বাগমারা বাজার ও ভুশ্চি বাজারে সরকারি জায়গা দখল করে কয়েকশ দোকান নির্মাণ করে অবৈধভাবে ভাড়া আদায় করছেন।
এদিকে এমপি হওয়ার পর থেকে মুস্তফা কামাল দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ, মতবিনিময় ও সভা-সমাবেশ করলেও ২০১৮ সালের নির্বাচনের পর তিনি নির্বাচনী এলাকায় আসা বন্ধ করে দেন। তার পক্ষে কুমিল্লা সদর দক্ষিণে ছোট ভাই গোলাম সারওয়ার, লালমাইয়ে বড় ভাই আবদুল হামিদ ও নাঙ্গলকোটে ব্যক্তিগত সহকারী কেএম সিংহ রতন নিয়ন্ত্রনের দায়িত্ব পান। কাগজে কলমে মুস্তফা কামাল এমপি হলেও নাঙ্গলকোটে কেএম সিংহ রতনই যেন ছায়া এমপি হয়ে যান। প্রতি শুক্রবার রতন লালমাই উপজেলার আলীশ্বর গ্রামস্থ বাড়িতে আসার খবর পেলে দলের শত শত নেতাকর্মী তার বাড়িতে অবস্থান করতেন। সরকারের বিভিন্ন দপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তারা বদলির তদবির করতে তার বাড়িতে আসতেন। নিজেদের লুটপাটের স্বার্থে তাকে এই ছায়া এমপি হয়ে উঠতে সহযোগিতা করেছেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন কালু, নাঙ্গলকোট পৌর মেয়র আবদুল মালেকসহ লুটপাটে ব্যস্ত নেতারা। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন, শিক্ষক-কর্মচারী নিয়োগ, সরকারি চাকরি ও বদলির নামে ঘুষ লেনদেন করতেন লোটাস কামালের এপিএস রতন নিজেই। উন্নয়নের সকল প্রকল্পে লোটাস কামালের নামে ভাগ নিতেন রতন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পরপরই গোপনে টাকার বস্তা নিয়ে সিঙ্গাপুরে পালিয়ে যান সাবেক এই মন্ত্রী। তার সঙ্গে ছিলেন তার ছোট মেয়ে ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামালসহ পরিবারের কয়েকজন সদস্য। সরকার পতনের খবর পেয়ে ওইদিন সারা দেশের মতো কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোটেও মুক্তিকামী ছাত্র-জনতাও রাস্তায় নেমে আসে। তারা লোটাস কামালের সিন্ডিকেট রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। বিএনপির সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর নিষেধাজ্ঞার কারণে বিক্ষুব্ধ জনতা লোটাস কামালের বাড়িতে হামলা করতে গিয়ে ফিরে আসে বলে জানা গেছে। এ সময় বিক্ষুব্ধ জনতা বলতে থাকেন- জনবিচ্ছিন্ন এক জালিমের হাত থেকে সৃষ্টিকর্ত আমাদের রক্ষা করেছেন। লোটাস কামাল বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন দুর্নীতির টাকায়। দুদকের উচিত তদন্ত করে দেশের সম্পদ ফিরিয়ে আনা।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ সমর্থিত এক শিক্ষক নেতা বলেন, সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল সাহেব আওয়ামী লীগ নেতাকর্মীদের চেয়েও যোগদানকৃত নেতাদের বেশি প্রাধান্য দিয়েছেন। তিনি সবসময় বলতেন এই আসনে কেউ অন্য দল করার দরকার নেই। বিএনপি-জামায়াতের সবাইকে আমি আমার সঙ্গে নিয়ে আসবো। প্রস্তাব দেওয়ার পর যোগ না দিলে তিনি পুলিশ দিয়ে হয়রানি করতেন। তার পরিবারতন্ত্র ও সিন্ডিকেটের কারণে গত ১৫ বছরে দলের নির্যাতিত ও ত্যাগীরা কোনো ধরনের মূল্যায়ন পায়নি। সিন্ডিকেটকে আর্থিকভাবে ম্যানেজ না করে কেউ ইউপি সদস্যও হতে পারেনি। অথচ সরকার পতনের সঙ্গে সঙ্গে লুটপাটকারীরা পালিয়ে গেছে। তাদের অপকর্মের কারণে ত্যাগীরা এখন বাজারে উঠতেও ভয় পায়।
স্থানীয় বিএনপি কর্মী আবুল কালাম বলেন, আওয়ামী লীগে যোগদান না করায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের ওপর দুই দফা হত্যাচেষ্টা করে গুলিবিদ্ধ করেছে লোটাস কামালের ক্যাডার বাহিনী। নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি নেতা আমান উল্যাহ আমানের বাড়ি ঘরে হামলা ভাঙচুর করা হয়েছিল। বিএনপি নেতা হাফেজ বিল্লালকে বারবার গ্রেপ্তার করে জঙ্গি বানানোর অপচেষ্টা করেছে তারা। সাবেক ইউপি মেম্বার হুমায়ুন কবির শরীফ ও জেলা যুবদল নেতা শাহ আলমকে পিটিয়ে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করেছিল কামাল বাহিনী। দলের বেশিরভাগ নেতা গত ১৫ বছর নিজের বাড়িতে ঘুমাতে পারেননি।
লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া বলেন, গত বছরের ২৬ আগষ্ট লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের উন্দানিয়ায় বিএনপি নেতা মফিজুর রহমানের বাড়িতে কর্মী সভার আয়োজন করেছিল বিএনপি। খবর পেয়ে সাবেক অর্থমন্ত্রীর ভাতিজা ও লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান শাহীনের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা সেই বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। হামলাকারীদের গুলিতে আমি পঙ্গুত্ববরণ করি। গুরুতর আহত হন বিএনপি নেতা মফিজুর রহমান, যুবদল নেতা আবদুর রহমান ও স্বেচ্ছাসেবকদল নেতা মনির হোসেন। এই ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করে উল্টো থানায় মামলা করেন বেলঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম। এমন শত শত ঘটনা করেছে লোটাস কামাল বাহিনী।
লালমাই উপজেলা বিএনপি নেতা ইউছুফ আলী মীর পিন্টু বলেন, সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের নির্দেশে গত ১৫ বছরে কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলায় ৮৫টি গায়েবি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপি-জামায়াতের ১০ সহস্রাধিক নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছিল। আমাকেও ১৩টি মামলায় আসামি করা হয়েছিল। ২০১৭ সালের ২ আগস্ট সকালে আওয়ামী সন্ত্রাসী আয়াতুল্লাহ, আকতার, ভুট্টু ও হান্নানের নেতৃত্বে আমাকে অপহরণ করে লালমাই পাহাড়ে গুম করে। পরবর্তীতে আমার নেতা মনিরুল হক চৌধুরীর হস্তক্ষেপে র্যাবের একটি টিম অভিযান চালিয়ে আমাকে উদ্ধার করে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয়
টানা ৯ দিনের ছুটি শেষে কাল খুলছে অফিস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার (০৫ এপ্রিল) শেষ হচ্ছে সরকারি চাকরিজীবীদের টানা ৯ দিনের ছুটি। আগামীকাল রোববার (০৬ এপ্রিল) থেকে আবারও কার্যক্রম শুরু করবে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস।
ঈদের আগে, ২৭ মার্চ (বৃহস্পতিবার) ছিল সরকারি অফিসের কর্মচারীদের শেষ কর্মদিবস। এরপর শুক্রবার (২৮ মার্চ) থেকে শুরু হয় ৯ দিনের সরকারি ছুটি।
গত ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়, যার ফলে এই দীর্ঘ ছুটি সম্ভব হয়।
৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর উদযাপন শুরু হয়, তবে সরকারি ছুটির তালিকা আগেই নির্ধারিত ছিল। এর আগে, উপদেষ্টা পরিষদ গত বছর ১৭ অক্টোবর ঈদুল ফিতরের জন্য পাঁচ দিনের ছুটির অনুমোদন দেয়, যা আগে ছিল ৩ দিন। গত ২১ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে, ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা হওয়ায় এবার সরকারি চাকরিজীবীরা ৯ দিন ছুটি ভোগ করছেন, কারণ ৩ এপ্রিলের পর সাপ্তাহিক ছুটি ৪ ও ৫ এপ্রিল (শুক্রবার ও শনিবার) ছিল।
এখন, রোববার থেকে সরকারি অফিসগুলো পুনরায় খুলে যাবে এবং কর্মচারীরা তাদের দায়িত্বে ফিরে আসবেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জাতীয়
দেশে খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের কাছে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে, এ কারণে খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরণের শঙ্কা নেই।
তিনি বলেন, গত বন্যায় আমন ধানের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে সরকার খাদ্যশস্য আমদানি করছে। এবার হাওরসহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হবে। সবকিছু ঠিক থাকলে খাদ্য উদ্বৃত্ত হবে দেশ। কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পান, সেটি নিশ্চিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অলওয়েবার সড়কের পাশে ভাতশালা হাওরে বোরো ধানের ফলন সরেজমিন পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আলী ইমাম মজুমদার বলেন, কৃষক ও জিরাতিরা (হাওরে বোরো ধান কাটা বা রোপণ করতে আসা লোকদের) হলো দেশ উন্নয়নের প্রথম সারির সৈনিক। তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে। মাথার ঘাম পায়ে ফেলে তারা যে ফসল ফলান, তা দিয়ে আমাদের বিপুল জনগোষ্ঠীর খাদ্যের জোগান হয়।
তিনি এ সময় হাওরের সেচ সমস্যা, মাছ ধরার অজুহাতে অবৈধভাবে খালবিল শুকিয়ে ফেলার প্রবনতা, সার বীজের প্রাপ্যতা নিশ্চিত করা, ফসল সংরক্ষণ ও ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও উপস্থিত সবাইকে আশ্বস্থ করেন।
হাওরের খাল বিল, নদ-নদী শুকিয়ে যাওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মেঘনাসহ বড় বড় নদীগুলো আজ নাব্য সঙ্কটে ভুগছে। হাওরের খাল-বিলগুলো শুকিয়ে যাচ্ছে। বড় নদ-নদীগুলো খনন করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, হাওর এলাকায় এখন কৃষকরা কেবল ধান নয়, ভুট্টা, সবজি, হাঁসমুরগি পালন, মাছ চাষসহ নানাবিধ অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত। কাজেই হাওর বিপুল সম্ভাবনাময় এক জনপদ। সরকার হাওরের যোগাযোগ ব্যবস্থাসহ আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে।
এসময় উপদেষ্টা আলী ইমাম মজুমদার জিরাতিদের কাছে তাদের সমস্যাগুলো জানতে চান। কয়েকজন জিরাতি, তাদের সেচ সমস্যা, রাস্তাঘাটের সঙ্কট, পানযোগ্য পানির অভাব নিয়ে কথা বলেন। জেলা প্রশাসককে এই সমস্যগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেন উপদেষ্টা।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহান, অষ্টগ্রামের কৃষি অফিসার অভিজিত সরকার উপস্থিত ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জাতীয়
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় আছে। বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই। আশপাশে দেখবেন কীভাবে কী ঘটছে। আমাদের দেশে সবাই একসঙ্গে কাজ করছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী পূণ্য স্নানোৎসব পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। শুক্রবার দিনগত রাত ২টা থেকে শুরু হয়ে ৫ এপ্রিল রাত ১২ টা ৪৫ পর্যন্ত দুই দিনব্যাপী এই উৎসব চলবে।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন্যান্য বারের তুলনায় এবার নদীর পানি ভালো ছিল। নদী যেন সবসময় ভালো থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পূণ্যার্থীদের সংখ্যাও অনেক বেশি। আমাদের সব রকমের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে সবরকমের ব্যবস্থা রয়েছে সেবা দেওয়ার জন্য। আমরা সবাই একসঙ্গে কাজ করছি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি হিসেবেই আমরা সবাই এসেছি।
লাঙ্গলবন্দ পর্যটন কেন্দ্র করা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে কীভাবে পর্যটনকেন্দ্র করা যায় সে বিষয়টি দেখা হবে। পর্যটন কেন্দ্র থেকে বড় বিষয় হলো এটা পূণ্যভূমি। এটা ধর্মীয় অনুভূতির বিষয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, অনেকে আছেন মিথ্যা সংবাদ দিলে প্রচার বেশি হয়, বেশি পয়সা পায় এজন্য তারা মিথ্যা সংবাদ দেন। বিদেশি মিডিয়া অনেক সময় মিথ্যা সংবাদ দেয়। আপনারা সত্য সংবাদ দিন। তাদের মুখে চুনকালি পড়বে। আমাদের যদি কোনো ভুল থাকে আপনারা বলেন কোনো আপত্তি নাই। কিন্তু কোনো মিথ্যা সংবাদ দিবেন না। সত্যি সংবাদ দিবেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জাতীয়
ভাগাড়ে কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না: পরিবেশ উপদেষ্টা

ভাগাড়ে কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (৫ এপ্রিল) রাজধানীর মাতুয়াইলে স্যানিটারি ল্যান্ডফিল (ময়লার ভাগাড়) এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
রিজওয়ানা হাসান বলেন, একইসঙ্গে ভাগাড়ে ব্যাটারি পোড়ানো বা ব্যাটারির সিসাও আলাদা করা যাবে না।
মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলের আশপাশের এলাকার মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
শিগগিরই এই ময়লার ভাগাড় মাতুয়াইল থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া সম্ভব নয় জানিয়ে তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দুটি স্টিলমিল বন্ধে নির্দেশ দেওয়া হবে।
ঢাকার বায়ুর মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে কমিটি গঠন করা হবে বলেও এ সময় জানান উপদেষ্টা।
প্রসঙ্গত, বায়ু দূষণ থেকে বাঁচতে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল (ময়লার ভাগার) দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। সেই সঙ্গে স্বাস্থ্য সুরক্ষায় ময়লা পোড়ানো বন্ধেও দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি তাদের।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জাতীয়
জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রেরে শুল্কারোপ ইস্যুতে জরুরি সভা ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা অনুষ্ঠিত হবে।
এতে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা পরিষদের সদস্য ও কর্মকর্তারা যোগ দেবেন।
গত বুধবার (২ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল ৪টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে
পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্যিক অংশীদারদের ওপর বহুল আলোচিত পাল্টা শুল্কারোপ করেন তিনি।
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী বাংলাদেশি পণ্যের শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশি পণ্য রপ্তানি হয় প্রায় ৮ দশমিক ৪ বিলিয়ন (৮৪০ কোটি) ডলার, যা প্রধানত তৈরি পোশাক।
গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় ৭ দশমিক ৩৪ বিলিয়ন (৭৩৪ কোটি) ডলারে। নতুন করে উচ্চ মাত্রার শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে আশঙ্কা করা হচ্ছে।