কর্পোরেট সংবাদ
বিকাশে বিদ্যুৎ, গ্যাস-পানির বিল পরিশোধে ৯০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট
বিকাশ অ্যাপের মাধ্যমে প্রথমবার বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল পরিশোধ করে প্রতি বিলে ১০০ টাকা করে ৩০০ টাকা এবং পরপর তিন মাসে মোট ৯০০ টাকার ডিসকাউন্ট কুপন পাওয়ার সুযোগ তৈরি হলো গ্রাহকদের জন্য। প্রতিবার ৪০০ টাকা বা তার বেশি বিদ্যুৎ, গ্যাস বা পানির বিল বিকাশ করলেই গ্রাহক তাৎক্ষণিক পেয়ে যাবেন ১০০ টাকার ডিসকাউন্ট কুপন।
এই জুলাইয়ের ৩১ তারিখের মধ্যে যে সকল গ্রাহক প্রথম বারের মতো বিদ্যুৎ বিল বিকাশ করে কুপন পাবেন, তারাই ৫ থেকে ৩১ আগস্টের মধ্যে বিদ্যুৎ বিল দিয়ে দ্বিতীয় কুপন এবং ৫ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিল বিকাশ করে তৃতীয় কুপনটি পেয়ে যাবেন। একই পদ্ধতি অনুসরণ করে প্রথমবারের মতো গ্যাস ও পানির বিল পরিশোধের ক্ষেত্রেও সমপরিমান কুপন পাওয়ার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য।
এর ফলে ধারাবাহিকভাবে তিন মাস বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল পরিশোধের মাধ্যমে মোট নয়টি কুপনে ৯০০ টাকা ডিসকাউন্ট পাওয়ার সুযোগ রয়েছে। কুপন পাওয়ার ৩০ দিনের মধ্যে গ্রাহক দেশের শীর্ষ সুপারস্টোর ও লাইফস্টাইল আউটলেটগুলোয় বিকাশ পেমেন্টে প্রতিবার ন্যূনতম ১,০০০ টাকার কেনাকাটা করে কুপনগুলো ব্যবহার করতে পারবেন।
প্রতিটি ক্যাম্পেইনের বিস্তারিত এবং সুপারস্টোর ও লাইফস্টাইল আউটলেটগুলোর তালিকা দেখে নেয়া যাবে এই ওয়েব লিংকগুলোয় –
https://www.bkash.com/page/ubp-campaign-electricity. https://www.bkash.com/page/ubp-campaign-gas. https://www.bkash.com/page/ubp-campaign-water.
এই ক্যাম্পেইনগুলোর পাশাপাশি, যেকোনো বিকাশ গ্রাহক প্রতিমাসে ৪টি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছেন কোনো চার্জ ছাড়াই। এছাড়া, যেকেনো সংখ্যক গ্যাস, পানি ও টেলিফোন বিল পরিশোধেও নেই কোনো চার্জ। বিকাশ অ্যাপে নিজের বা প্রিয়জনের বিলের তথ্য সেভ করে রাখলে গ্রাহকরা যেকোনো সময় বিলের বিস্তারিত চেক করতে পারছেন এবং প্রয়োজন মতো পরিশোধও করতে পারছেন।
এতে বারবার পরিষেবাগুলোর বিলের কাগজ খুঁজে অ্যাকাউন্ট নম্বর টাইপ করার প্রয়োজন পড়ছে না। ‘পে বিল’ আইকন থেকে ‘সেভ করা বিল’ অপশন ট্যাপ করে সবচেয়ে সহজে এবং কম সময়ে পরিষেবার বিল পরিশোধ করা যাচ্ছে কেবল বিকাশেই। বিল পরিশোধে আরো নিশ্চিন্ত থাকতে গ্রাহক প্রয়োজনে ‘অটো পে’ও চালু করতে পারবেন, সেক্ষেত্রে অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে বিল পেমেন্ট হয়ে যাবে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
নিটওয়্যারে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে সিশিং ‘বাংলাদেশ নাইট’
বিশ্বখ্যাত নিটিং মেশিনারি এবং প্রযুক্তি প্রতিষ্ঠান নিংবো সিশিং কোং লিমিটেডের আয়োজনে ‘সিশিং বাংলাদেশ নাইট প্রোডাক্টস প্রমোশন মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশের ৩০০-এর বেশি প্রভাবশালী সোয়েটার উৎপাদন প্রতিষ্ঠানের মালিক এবং শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। এছাড়াও, বাংলাদেশের বিখ্যাত ফ্যাশন স্কুল বিজিএমইএ ফ্যাশন টেকনোলজি ইউনিভার্সিটি (বিইউএফটি) এই আয়োজনে অংশ নেয়, যেখানে নিটিং শিল্পে উচ্চমানসম্পন্ন দক্ষতা উন্নয়নের সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
ভবিষ্যৎ দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সিশিং বেশ কিছু উল্লেখযোগ্য স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এর মধ্যে রয়েছে বিএসকেএল এবং সিশিং, নিট এশিয়া এবং সিশিং, বেটটেক্স এবং সিশিং, নেক্সাস এবং সিশিং, টুয়েলভটেক্স এবং সিশিং, এবং সোয়েটারটেক এবং সিশিং। এই চুক্তিগুলো বাংলাদেশের নিটিং শিল্পে সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা করে।
অনুষ্ঠানে সিশিং সোয়েটার ডিজাইন টিমের সাম্প্রতিক কাজের উপর একটি চমকপ্রদ ফ্যাশন শো আয়োজন করা হয়। এই শোতে সিশিং-এর পণ্য, প্রযুক্তি এবং শিল্পের অনন্য সুবিধাগুলো তুলে ধরা হয়। এটি স্থানীয় শিল্পকে আমূল পরিবর্তন করার সম্ভাবনা এবং নতুন-পুরোনো গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব তৈরির উপর গুরুত্ব আরোপ করে।
সিশিং গ্রুপের চেয়ারম্যান ফ্র্যাঙ্ক সান তার বক্তব্যে বলেন, বিশ্বের নেতৃস্থানীয় ইন্টেলিজেন্ট নিটিং যন্ত্রপাতি এবং ডিজিটাল নিটিং ফ্যাক্টরি সলিউশনের সরবরাহকারী হিসেবে আমরা সর্বদা নিটিং শিল্পে উদ্ভাবন এবং উন্নয়নের প্রতি অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমরা গবেষণা ও উন্নয়নে বার্ষিক গড়ে ১২ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছি, যা কোম্পানির টেকসই উন্নয়ন নিশ্চিত করে। আমাদের প্রযুক্তি, পণ্য এবং সেবাগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ২০২৩ সালে আমরা প্রায় ৩০ হাজার ইউনিট বিক্রি করেছি এবং ২০২৪ সালে বিক্রয় সংখ্যা ৪০ হাজার ইউনিটে পৌঁছাবে বলে আশা করছি। এখন পর্যন্ত, সিশিং-এর পণ্যের বৈশ্বিক বাজার শেয়ার প্রায় ৩০ শতাংশ-এ পৌঁছেছে এবং বিশ্বজুড়ে প্রায় ৩ লাখ ইউনিট চালু রয়েছে।
ফ্র্যাঙ্ক সান আরও বলেন, বাংলাদেশ, যা বৈশ্বিক পোশাক শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, সবসময় আমাদের বিশেষ আগ্রহের জায়গা। আমরা বিশ্বাস করি, যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশের টেক্সটাইল শিল্পে বিপ্লব আনতে পারব, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করতে পারব, কর্মসংস্থান সৃষ্টি করতে পারব এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারব।
সিশিং-এর এই উদ্যোগ নিটওয়্যার উৎপাদনে উদ্ভাবন এবং উৎকর্ষতার প্রতি একটি যৌথ দৃষ্টিভঙ্গি তুলে ধরে। এটি বাংলাদেশের টেক্সটাইল শিল্পের জন্য সহযোগিতা এবং উন্নয়নের একটি নতুন অধ্যায় শুরু করছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আইন-আদালত
বৈষম্যবিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের পুনর্বহালের দাবি
তৃণমূল পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার বাস্তবায়ন ও জনসাধারণের স্বার্থ রক্ষায় বৈষম্যবিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনে সিটি ও পৌর কাউন্সিলর সমাবেশ থেকে এ দাবি জানান সিটি করপোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশন ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের নেতারা। উভয় সংগঠন যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
কাউন্সিলরদের দাবির প্রতি সমর্থন জানিয়ে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সরকার বুদ্ধিমান হলে আপনাদের অপসারণ না করে ডেকে নিতেন। সরকার আপনাদের সহযোগিতা পেত। আপনার সরকারকে সহযোগিতা করতেন। জনপ্রতিনিধিদের অপসারণ না করে সরাসরি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেত।
সমাবেশ কাউন্সিলদের দাবির প্রতি একাত্বতা প্রকাশ করে এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমলাদের পরামর্শে জনপ্রতিনিদিদের অপসারণ করা হচ্ছে। যে আমলারা ১৬ বছর ফ্যাসিবাদের দালালি করেছে তাদের আবার নতুন করে দালালির ঠিকাদারি কেন দেওয়া হলো?
ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিগত ১৬ বছরে যেসব আমলা আওয়ামী লীগ-জাতীয় পার্টি ও ১৪ দলের দালালি করেছে তাদের কেন অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো? তারা নিজের দায়িত্বই ভালোভাবে পালন করে না, আবার জনপ্রতিনিধির দায়িত্ব নিয়েছে। এটা তো ভালো সমাধান হলো না।
সমাবেশ সিটি ও পৌর কাউন্সিলররা বলেন, আমরা কোনো দলের মনোনীত প্রার্থী নই। কোনো দলের প্রতীকে ভোট করিনি। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে কাউন্সিলর হয়েছি। জাতীয় নির্বাচনের মত রাতের ভোটে নির্বাচিত হইনি। আমরা আওয়ামী লীগের সিলেক্টেড লোকদের হারিয়ে জিতে এসেছি।
কাউন্সিলররা আরও বলেন, আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। বিভিন্নভাবে আমরা ছাত্রদের সঙ্গে ছিলাম। বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের ছেলে-মেয়ে, আমাদের ভাই-বোন অংশগ্রহণ করেছে। আমরা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছি। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল। আমরা এই সরকারের সঙ্গে আছি। আমরা সরকারের সঙ্গে কাজ করতে চাই।
তারা আরও বলেন, রাষ্ট্র যখন সুষম বন্টনের কথা বলছে, তখন আমরা বৈষম্যের শিকার হচ্ছি। যখন সংস্কারের কথা বলা হচ্ছে, বৈষম্যবিরোধী কাউন্সিলরদের সংস্কারের বাহিরে রাখা হচ্ছে। আমরা সংস্কারের অংশীজন হতে চাই। রাষ্ট্র সংস্কারে সরকারের সহযোগি হতে চাই। সরকারের হাত শক্তিশালী করতে চাই। সংস্কার বাস্তবায়ন করতে হলে তৃণমূলে যেতে হবে। তৃণমূল জনসাধারণের প্রতিনিধি কাউন্সিলররা। জনপ্রতিনিধির কাজ একজন অফিসার করতে পারবে না।
আওয়ামী আমলাদের কুবুদ্ধিতে কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে দাবি করে তারা আরও বলেন, আমলারা সরকারকে অস্বস্তিতে রাখতে এ ধরণের কুবুদ্ধি দিয়েছে। কাউন্সিলর না থাকায় জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাউন্সিলররা এলাকায় অভিভাবক। কাউন্সিলরা অপসারণ হওয়ায় পতিত স্বৈরাচার সরকারের লোকেরা এলাকায় এলকায় নৈরাজ্য সৃষ্টি করছে। তারা নতুন করে অভিভাবক সাজার চেষ্টা করছে। আমরা পুনর্বহাল চাই। অবিলম্বে আমাদের পদ ফিরিয়ে দেওয়া হোক। যারা নৌকা নিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচিত হয়েছেন, তারা সরকারের সঙ্গে কাজ করছে, তাদের বহাল রেখেছেন। তাহলে আমরা কেন পারবো না।
বাংলাদেশ সিটি কর্পোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাওসার মাহমুদ।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আইন-আদালত
চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে টিএসসিতে বিক্ষোভ
চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে টিএসসিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নামের দুই সংগঠন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সংঘাত বন্ধের দাবিও জানান তারা।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আইন-আদালত
৪৬তম বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশ, উত্তীর্ণ ২১৩৯৭
৪৬তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল আবার নতুন করে প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন। বুধবার (২৭ নভেম্বর) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পিএসসি জানায়, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।
এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেয় পিএসসি।
সিদ্ধান্ত অনুসারে আরও ১০ হাজার ৬৩৮ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করল পিএসসি। আগের ও বর্তমানের মিলে মোট ২১ হাজার ২৭৬ জন লিখিত পরীক্ষার জন্য ডাক পেলেন।
উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আইন-আদালত
আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার লালদীঘি এলাকায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনার ভিডিও দেখে সন্দেহভাজন অন্তত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভিডিও ফুটেজ থেকে এই ছয়জনকে শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
একইসেঙ্গে দেশীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভসহ (ককটেল) আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে আটক করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২৬ নভেম্বর) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ হওয়ায় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এ সময় সংঘর্ষের মাঝে পড়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।
এমআই