পুঁজিবাজার
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো ইউনিয়ন ক্যাপিটাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেবে না।
বৃহস্পতিবার (২৭ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৫ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ১১ টাকা ৯৫ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ৫১ টাকা ০৩ পয়সা।
আগামী ১০ সেপ্টেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ জুলাই।
এসএম

পুঁজিবাজার
সালমান-শিবলী-শায়ানকে শেয়ারবাজার থেকে অবাঞ্ছিত ঘোষণা

আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশীপ গ্রীন জিরো কূপন বন্ড ইস্যুতে জালিয়াতির কারনে সালমান এফ রহমান ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন নিষিদ্ধ করেছে বিএসইসি। এছাড়া সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানকে আজীবন, বিএসইসির সাবেক কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদ ও আইএফআইসি ইনভেস্টমেন্টের সাবেক সিইও ইমরান আহমেদকে ৫ বছর নিষিদ্ধ করেছে। একইসঙ্গে সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা, আহমেদ সায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা ও ক্রেডিট রেটিং প্রদানকারী ইমার্জিং ক্রেডিট রেটিংকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনের ৯৬৫ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিএসইসির পরিচালক ও মূখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড’ শীর্ষক ১৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের এবং ১০০০ কোটি টাকা ইস্যু মূল্যের বন্ডটি ৪ জুন ২০২৩ তারিখে কমিশনের ৮৭১তম সভায় অনুমোদিত হয়। পরে ১২ জুলাই ২০২৩ তারিখে এটির সম্মতিপত্র ইস্যু করা হয়।
এই বন্ডটির ইস্যুকারী ছিল শ্রীপুর টাউনশিপ লিমিটেড, যা ২ মার্চ ২০২৩ গঠিত একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোম্পানিটি গঠনের পরপরই ১১ এপ্রিল ২০২৩ উক্ত বন্ড ইস্যুর জন্য আবেদন করে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ছিল ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ছিল ৩৩৫ কোটি টাকা, যার মধ্যে মাত্র ৪ দিনের ব্যবধানে ২৪৮ কোটি টাকার নগদ অর্থ ভূমি ক্রয়/উন্নয়নের জন্য উত্তোলন করা হয়, যা কমিশনের কাছে প্রশ্নবিদ্ধ ছিল।
এছাড়াও উক্ত বন্ডটির জামিনদার ছিল আইএফআইসি ব্যাংক পিএলসি, পরামর্শক ও ব্যবস্থাপক হিসেবে ছিল আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেড, ট্রাস্টি হিসেবে ছিল সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ক্রেডিট রেটিং প্রদানকারী প্রতিষ্ঠান ছিল ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড, এবং নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছে এম. জে. আবেদিন অ্যান্ড কো., চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।
আইএফআইসি ব্যাংক পিএলসি উক্ত বন্ড ইস্যু করেনি, মূলত রিয়েল এস্টেট কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেড (এসটিএল) বন্ডের মাধ্যমে টাকা উত্তোলন করেছে। কিন্তু বিভিন্ন বিজ্ঞাপনে বন্ডের নাম হিসেবে ‘আইএফআইসি আমার বন্ড’ নামটি ব্যবহার করা হয়েছে। যা বিনিয়োগকারীকে ধারণা দেয় যে, এ বন্ড আইএফআইসি ব্যাংক ইস্যু করেছে। কিন্তু আইএফআইসি ব্যাংক ছিল মূলত বন্ডটির জামিনদার। এভাবে বিনিয়োগকারীদের প্রতারিত করে বিনিয়োগে আকৃষ্ট করা হয়। এ বিষয়ে ‘পুঁজিবাজার অনুসদ্ধান ও তদন্ত কমিটি’ কর্তৃক অনুসন্ধান ও তদন্ত পরিচালিত হয়েছে এবং এর প্রতিবেদন কমিশনে জমা হয়েছে। এ সংশ্লিষ্ট বিষয়সমূহ বিবেচনায় নিয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত নিয়েছে কমিশন-
কাফি
পুঁজিবাজার
মেঘনা পেট্রোলিয়ামে নতুন এমডি নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানিটির এমডি (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শাহিরুল হাসান।
পুঁজিবাজার
মিডল্যান্ড ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৭টির দর কমেছে। মিডল্যান্ড ব্যাংক পিএলসি দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।
বুধবার (৩০ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৮.৮২ শতাংশ কমেছে, যার ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। এই কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৮.৮২ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ কমেছে।
এছাড়া, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনআরবি ব্যাংক পিএলসির ৭.১৪ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংক পিএলসির ৪.০৪ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ৩.৩৪ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ৩.২৩ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির ২.৮২ শতাংশ, রতনপুর স্টিল রি-রোলিং মিলস্ লিমিটেডের ২.৭৮ শতাংশ এবং এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের দর ২.৫৬ শতাংশ কমেছে।
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে রহিম টেক্সটাইল

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫৩ টির দর বেড়েছে। দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রহিম টেক্সটাইল মিলস্ পিএলসি।
বুধবার (৩০জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন রহিম টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের তুলনায় ১৫ টাকা ২০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে, যার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ । কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর শেয়ার দর বেড়েছে ৮০ পয়সা বা ৯.৬৪ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাফকো স্পিনিংয়ের ৯.৬০ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৮.১৮ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানির ৭.৮৬ শতাংশ, তমিজুদ্দিন টেক্সটাইল মিলসের ৭.০৯ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬.৮৮ শতাংশ, দেশ গার্মেন্টস লিমিটেডের ৬.৭৩ শতাংশ এবং গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ৬.৭০ শতাংশ দর বেড়েছে।
কাফি
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে যমুনা ব্যাংক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে যমুনা ব্যাংক পিএলসি। আজ কোম্পানিটির ৩৫ কোটি ১৪ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বুধবার (৩০ জুলাই) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকার।
৩৪ কোটি ৪২ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, ঢাকা ব্যাংক পিএলসি, ইস্টার্ন হাউজিং লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
কাফি