পুঁজিবাজার
মূলধন বাড়ানোর অনুমতি পেল আল-আমিন কেমিক্যাল

পুঁজিবাজারে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে পরিশোধিত মূলধন বাড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি আড়াই কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ২৫ কোটি টাকা মূলধন বাড়াবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, বর্তমানে আল-আমিন কেমিক্যালের পরিশোধিত মূলধন ৫ কোটি টাকা। ২৫ কোটি টাকা মূলধন বৃদ্ধির পর এর পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকায় উন্নীত হবে। ইস্যুর অনুমোদন পাওয়া প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা।
২০২২ সালে ওটিসি মার্কেটের কোম্পানি আল-আমিন কেমিক্যালের মালিকানা কিনে নেন ক্রিকেটার সাকিব-আল হাসান ও পুঁজিবাজারের বিনিয়োগকারী সরকারি কর্মকর্তা আবুল খায়ের হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠান। কোম্পানিটির ৪৮ শতাংশ শেয়ার কিনেছেন তারা।
ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ২০০২ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ডিএসইর তথ্যানুসারে বর্তমানে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৮১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১১ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৮ শতাংশ শেয়ার রয়েছে। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির ৫ লাখ ৯০ হাজার টাকা কর-পরবর্তী মুনাফা হয়েছে।
এমআই

পুঁজিবাজার
মবিল যমুনাকে ১১৭০ কোটি টাকা ঋণ দিল ব্র্যাক ব্যাংক

দুটি বিশাল সমুদ্রগামী ট্যাংকার কেনার জন্য ব্র্যাক ব্যাংক মবিল যমুনাকে (এমজেএল বাংলাদেশ) প্রায় ১ হাজার ১৭০ কোটি টাকা (৯৫.৭৭ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ দিয়েছে। এটি বাংলাদেশের কোনো বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে শিপিং ও পেট্রোলিয়াম খাতে দেওয়া এখন পর্যন্ত সবচেয়ে বড় একক বৈদেশিক মুদ্রার ঋণ। সম্প্রতি এই দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই চুক্তির ফলে এমজেএল বাংলাদেশ তাদের বহরে যুক্ত করেছে ‘এমটি ওমেরা গ্যালাক্সি’ নামের একটি বিশাল তেলবাহী ট্যাংকার। প্রায় ১ লাখ ১৬ হাজার ডেডওয়েট টন ধারণক্ষমতার এই জাহাজটি বর্তমানে বাংলাদেশের পতাকাবাহী সবচেয়ে বড় সমুদ্রগামী জাহাজ। এটি দেশীয় ও আন্তর্জাতিক পেট্রোলিয়াম কোম্পানিগুলোকে পরিবহন সেবা দেবে।
শুধু তাই নয়, এমজেএল বাংলাদেশ আরও একটি ‘আফ্রাম্যাক্স’ ট্যাংকার, যার নাম ‘এমটি ওমেরা লিবার্টি’, কেনার উদ্যোগ নিয়েছে। এটি বর্তমানে একটি জাহাজ নির্মাণ কারখানায় তৈরি হচ্ছে।
এই ঋণ চুক্তিটি গত ২ সেপ্টেম্বর ঢাকায় মবিল হাউসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান এবং এমজেএল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুকুল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়া এম হাসান এবং এমজেএল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরীসহ দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান জানান, এই ঋণ চুক্তিটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। এটি শুধু বাংলাদেশের সামুদ্রিক লজিস্টিক সক্ষমতা বাড়াবে না, বরং আন্তর্জাতিক বাণিজ্য সহজ করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও গতি আনবে। একই সাথে এটি বাংলাদেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতেও সহায়তা করবে।
এই ঋণ সুবিধা এমজেএল বাংলাদেশকে তাদের বহরে আধুনিক জাহাজ যুক্ত করার সুযোগ করে দেবে, যা বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পুঁজিবাজার
সাপ্তাহিক দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

বিদায়ী সপ্তাহে (৩১ আগস্ট-০৪ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে ফারইস্ট ফাইন্যান্সের। সপ্তাহজুড়ে ফারইস্ট ফাইন্যান্সের দর কমেছে ৪০ পয়সা বা ২০ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৪০ পয়সা বা ১৪.২৯ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে ১৩.৩৩ শতাংশ পতন নিয়ে অবস্থান করছে পিপলস লিজিং। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ২০ পয়সা।
এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে জিএসপি ফাইন্যান্সের ১১.৪৩ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ১১.১১ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১০.৮৬ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৭.৮৮ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ৭.৬৯ শতাংশ, রিলায়েন্স-১ মিউচুয়াল ফান্ডের ৭.৫৩ এবং বিকন ফার্মার ৭.২১ শতাংশ দর কমেছে।
কাফি
পুঁজিবাজার
সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে ইনটেক

বিদায়ী সপ্তাহে (৩১ আগস্ট-০৪ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে ইনটেক লিমিটেড। সপ্তাহের ব্যবধানে ইনটেক অনলাইনের দর বেড়েছে ১৭ টাকা ১০ পয়সা বা ৬০.৬৪ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১৪ টাকা বা ২৬.৯৭ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে ২৫.১৯ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে বিডিকম অনলাইন। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৭০ পয়সা।
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে শ্যামপুর সুগারের ২২.৮৩ শতাংশ, সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ডের ২২.৩৫ শতাংশ, জেনারেশন নেক্সটের ২০ শতাংশ, বে লিজিংয়ের ২০ শতাংশ, আমরা টেকনোলজির ১৯.৮৫ শতাংশ, বিবিএস কেবলসের ১৯.৯৭ শতাংশ এবং খান ব্রাদার্সের ১৮.৩৬ শতাংশ।
পুঁজিবাজার
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিদায়ী সপ্তাহে (৩১ আগস্ট-০৪ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ৪৩ কোটি ৭৪ লাখ টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৩৭ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪১ কোটি ০৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২০ শতাংশ।
লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে খান ব্রাদার্স। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ৩১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৪৩ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে লাভেলো আইসক্রীমের ৩০ কোটি ৪৩ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ২২ কোটি ২৬ লাখ টাকা, রবি আজিয়াটার ২০ কোটি ৫৬ লাখ টাকা, সেনালী পেপারের ২০ কোটি ২৪ লাখ টাকা, সিনোবাংলার ১৮ কোটি ১১ লাখ টাকা, যমুনা ব্যাংকের ১৭ কোটি ৪৫ লাখ টাকা এবং আটিসির ১৭ কোটি ২৬ লাখ টাকার।
পুঁজিবাজার
ডিএসইর বাজার মূলধন বাড়লো সাড়ে ৯ হাজার কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (৩১ আগস্ট থেকে ০৪ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৭ হাজার ৭৯২ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ১৮ হাজার ৩৫৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ দশমিক ৩১ শতাংশ বা ৯ হাজার ৪৩৬ কোটি টাকা।
সমাপ্ত সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৯৬ দশমিক ৩৩ পয়েন্ট বা ১ দশমিক ৭৫ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৫ দশমিক ৭৭ পয়েন্ট বা ১ দশমিক ১৯ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ২২ দশমিক ৮৬ পয়েন্ট বা ১ দশমিক ৮৯ শতাংশ।
সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৫ হাজার ৭২৯ কোটি ৫৫ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৭৬২ কোটি ১৮ লাখ টাকা।
প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৫২ কোটি ৪৩ লাখ টাকা বা ১৩ দশমিক ৩০ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ২৯৮ কোটি ৩৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৫ কোটি ৯১ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪৩টি কোম্পানির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দাম।
এসএম