পুঁজিবাজার
কর নয়, পুঁজিবাজারের সমস্যা অন্য কোথাও: এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ক্যাপিটাল মার্কেটে (পুঁজিবাজার) সমস্যা অন্য কোথাও।অনেকেই মনে করেন ক্যাপিটাল মার্কেটের জন্য ইফেক্টিভ টুলস অনলি- ডিউটি রেট কমিয়ে রাখা। এটা দীর্ঘদিন কমিয়ে রাখা হয়েছিল। তাতে ক্যাপিটাল মার্কেট ফুলেফেঁপে খুব বেশি ভালো অবস্থায় কি ছিল? আগে অনেক বেশি কর সুবিধা দেওয়া ছিল, তার রেজাল্ট কি আমরা খুব বেশি ভালো দেখতি পেয়েছি ক্যাপিটাল মার্কেটে? ক্যাপিটাল মার্টেকের সমস্যা আসলেই কি চিহ্নিত করা হয়েছে?
শুক্রবার (৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, আপনারা সব সময় মনে করছেন যে, শুধু বুঝি কর ছাড়ই ক্যাপিটাল মার্কেট গ্রো (ভালো) করবে। ক্যাপিটাল মার্কেটে কর ছাড়ের এই চর্চা তো দীর্ঘ সময় ছিল। এখন যেটি হয়েছে, আমাকে রেভিনিউ জেনারেট করতে হবে। কর ছাড়ের যে জায়গাটি রয়েছে, সেটা আস্তে আস্তে আমাদের কমিয়ে আনার প্রচেষ্টার মধ্যে আছে। সেটারই একটি প্রক্রিয়া হলো কর ছাড়ের জায়গাটা কমিয়ে আনা।
তিনি আরো বলেন, এখানে যে ৫ শতাংশ যে ব্যবধান দেওয়া হয়েছে, এর ফলে করপোরেট ট্যাক্স ২০ শতাংশ রয়েছে। ২০ শতাংশের নিচে যদি করপোরেট ট্যক্স করা হয়, তাহলে মাদের রেভিনিউ জেনারেট করবে না। ১৫ শতাংশ করপোরেট ট্যক্স করার অবস্থায় আমাদের দেশ সে পর্যায়ে এখনও আসেনি। পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত এই দুই ধরনের কোম্পানির কর কমিয়ে আনা সম্ভব হচ্ছে না।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম উপস্থিত ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
নিম্নমুখী শেয়ারবাজার, সূচক কমলো ৫১ পয়েন্ট
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক কমেছে ৫১ পয়েন্ট। আগের কার্যদিবসেও প্রধান সূচক ৪৭ পয়েন্ট কমেছিল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৪ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫১ দশমিক ০৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৪৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ১২ পয়েন্ট কমে ১১৪৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৯ দশমিক ১৪ পয়েন্ট কমে ১৮৯৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩২০ কোটি ০৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকা।
রোববার ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১০টি কোম্পানির, বিপরীতে ২২৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ই-জেনারেশনের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ই-জেনারেশন পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
জেনেক্স ইনফোসিসে নতুন চেয়ারম্যান নিয়োগ
পুঁজিবাজারে তথ্য প্রযুক্তি খাতে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস পিএলসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন টিআইএম নুরুল কবির।
ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে নুরুল কবিরকে নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগ আদেশ আজ ২৪ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।
২০১৯ সালে ডিএসইতে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১২০ কোটি ৪৫ লাখ টাকা।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সোমবার স্পট মার্কেটে যাচ্ছে চার কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল সোমবার (২৫ নভেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, আমান কটন ফাইব্রাস, মোজাফফর হোসেন স্পিনিং এবং ফরচুন সুজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী মঙ্গলবার (২৬ নভেম্বর) কোম্পানিগুলো শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। আর এর জন্য কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ নভেম্বর। তবে ফরচুন সুজের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
রিং শাইনের পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এমআই