পুঁজিবাজার
পুঁজিবাজারের উন্নয়নে বড় পরিসরে কাজ করার সুযোগ পাবে ডিবিএ: বিএসইসি চেয়ারম্যান

ডিএসই টাওয়ারে নতুন কার্যালয়ের কার্যক্রম শুরু করায় পুঁজিবাজারের স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) বাজারের উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
বুধবার (৫ জুন) রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই টাওয়ারে ডিবিএর নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএসইসি চেয়ারম্যান পুঁজিবাজারে ডিবিএর বলিষ্ঠ নেতৃত্ব ও ভূমিকার কথা তুলে ধরে বলেন, ডিবিএ দক্ষ ও যোগ্য নেতৃত্বাধীন স্টক ব্রোকারদের একটি সুপ্রতিষ্ঠিত ও শক্তিশালী সংগঠন, পুঁজিবাজারে যার গুরুত্ব ও ভূমিকা অনস্বীকার্য। তিনি বলেন, ডিএসই টাওয়ারে সকল আধুনিক সুযোগ সুবিধা নিয়ে ডিবিএর একটি চমৎকার অফিস হল, যেখান থেকে ডিবিএ বাজারের উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবে। এসময় তিনি বাজার উন্নয়নে সরকারের নানান পদক্ষেপের কথা তুলে ধরেন এবং বাজার সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। বাজারের যে কোন উন্নয়নমূলক কর্মকান্ডে তাঁর কমিশন সবসময় ডিবিএর প্রতি সহযোগীতা প্রদানের আশ্বাস দেন। তিনি ডিবিএর আরও উন্নতি ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, গত ১৫ বছরে আমাদের অর্থনীতির যেভাবে উন্নতি হয়েছে, সেভাবে পুঁজিবাজারের উন্নতি হয়নি। প্রধানমন্ত্রী বিএসইসির চেয়ারম্যান মহোদয়কে দ্বিতীয় মেয়াদে আরও চার বছর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন। আমরা আশা করবো বাজার উন্নয়নে আমরা তার সর্বোচ্চ সহযোগিতা পাব। পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে সরকার, নিয়ন্ত্রক সংস্থাসহ বাজার মধ্যস্থতাকারী সকলের সাথে একযোগে কাজ করার আশ্বাস দেন ডিবিএ প্রেসিডেন্ট। তিনি অনুষ্ঠানে আগত সকল অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ডিবিএর নতুন অফিসের ঠিকানা: ডিএসই টাওয়ার, লেভেল-৬, রুম নং-৮৯, বাড়ি-৪৬, সড়ক-২১, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দীন আহমেদ, মো. মহসিন চৌধুরী, সিএমএসএফ-এর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু, ডিএসইর পরিচালকবৃন্দ, ডিবিএর সদস্যবৃন্দ, ডিএসই ট্রেক হোল্ডারবৃন্দ, পুঁজিবাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ ডিবিএর পর্ষদ সদস্যবৃন্দ।
এসএম

পুঁজিবাজার
ব্লকে ১৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৩ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪০ লাখ ৮৯ হাজার ৯৮৯ টি শেয়ার ৭০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪ কোটি ৮৬ লাখ ৪৬ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ব্লকে সবচেয়ে বেশি ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৮৯ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৭৪ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের ১ কোটি ৪৮ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই জেমিনি সি ফুডের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুড পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২২ জুন কোম্পানিটির শেয়ারদর ছিলো ১১০ টাকা ৬০ পয়সা। আর আজ বৃহস্পতিবার ১৪ আগস্ট বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১৭৮ টাকা ৬০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৪৮ টাকা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
এসএম
পুঁজিবাজার
এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ফান্ডটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩০ পয়সা বা ৫ দশমিক ৬৬ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্রীণডেল্টা মিউচুয়াল ফান্ডের দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, ম্যাকসুন স্পিনিং, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফ্যামিলিটেক্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্সড মিল্ক এবং ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে হা-ওয়েল টেক্সটাইল

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৮টির দর বেড়েছে। দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হা-ওয়েল টেক্সটাইল পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৭ আগস্ট) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। যার ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওয়াটা কেমিক্যালস। কোম্পানিটির শেয়ার দর এদিন ৯ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সাউথইস্ট ব্যাংক, সামিট পাওয়ার, এশিয়াটিক ল্যাবরেটরিজ, আইসিবি, কেডিএস এক্সেসরিজ, কে অ্যান্ড কিউ এবং মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি।
এসএম
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ কোম্পানিটির ৩৭ কোটি ৮৩ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৭২ লাখ ০৬ হাজার টাকার। আর ২৩ কোটি ৯০ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিএসসি, রহিমা ফুড কর্পোরেশন, সি পার্ল বিচ, মনোস্পুল পেপার, যমুনা ব্যাংক, ডমিনেজ স্টিল এবং মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি।
এসএম