পুঁজিবাজার
লোকসানে ১৮ খাতের বিনিয়োগকারীরা

বিদায়ী সপ্তাহে (২৬ মে থেকে ৩০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৮ খাতে। দর কমায় এই ১৭ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। একই সময়ে দর বেড়েছে ৩ খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এ খাতে বিদায়ী সপ্তাহে দর কমেছে ১০ দশমিক ২৯ শতাংশ। ৪ দশমিক ৬৯ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তথ্য প্রযুক্তি খাত। একই সময়ে ৪ দশমিক ১০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আর্থিক খাত।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- কাগজ ও প্রকাশনা খাতে ৩ দশমিক ৫৯ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৩ দশমিক ৩৯ শতাংশ, প্রকৌশল খাতে ৩ দশমিক ৩১ শতাংশ, চামড়া খাতে ৩ দশমিক ১১ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ২ দশমিক ৬৬ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১ দমমিক ৭০ শতাংশ, বিবিধ খাতে ১ দশমিক ৬৬ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১ দশমিক ৩৩ শতাংশ, বস্ত্র খাতে ১ দশমিক ১৮ শতাংশ, ব্যাংক খাতে ০ দশমিক ৮৭ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০ দশমিক ৩৬ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০ দশমিক ৩৪ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০ দশমিক ৩২ শতাংশ, সিমেন্ট খাতে ০ দশমিক ০৭ শতাংশ এবং সিরামিক খাতে ০ দশমিক ০৪ শতাংশ দর কমেছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
‘রাশেদ মাকসুদের সব সিদ্বান্তই বিনিয়োগকারীদের বিপক্ষে’

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারনের দাবিতে বুধবার (২৩ এপ্রিল) বিক্ষোভ করেছেন বাংলাদেশ বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের ব্যানারে এই বিক্ষোভ করা হয়েছে।
এদিন দুপুর আড়াইটার দিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সংগঠনটির নেতারাসহ সাধারণ বিনিয়োগকারীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
এসময় এক সাধারণ বিনিয়োগকারী বলেন, রাশেদ মাকসুদের সব সিদ্বান্তই বিনিয়োগকারীদের বিপক্ষে।
বিক্ষোভে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারনের দাবিতে উত্তাল হয়ে উঠে মতিঝিল পাড়া। বিনিয়োগকারীদের এখন মূল দাবিই মাকসুদের পদত্যাগ। যার পদত্যাগেই শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস বিনিয়োগকারীদের।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৮ লাখ ২২ হাজার ৭৫৭টি শেয়ার ৪০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ব্লকে সবচেয়ে বেশি লাভেলোর ৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের ৮৩ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা সোনালি আঁশের ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
শেয়ার হস্তান্তর করবেন ওয়ালটনের উদ্যোক্তা পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্ত পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক এস. এম. রেজাউল আলম তার স্ত্রী ফাহিমা হুসনার (কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার) কাছে কোম্পানির ৬০ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তর করবেন।
তিনি আগামী ৩০ এপ্রিলের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন তিনি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
আরএকে সিরামিকসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩০ ডিসেম্বর,২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
বিডি থাই অ্যালুমিনিয়ামের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩০ জুন,২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসএম