কর্পোরেট সংবাদ
এলকো ওয়্যারস অ্যান্ড কেবলসের ন্যাশনাল ডিলারস কনফারেন্স
![এলকো ওয়্যারস অ্যান্ড কেবলসের ন্যাশনাল ডিলারস কনফারেন্স ব্লক](https://orthosongbad.com/wp-content/uploads/2024/05/Alco-ware.jpg)
এলকো ওয়্যারস অ্যান্ড কেবলস লিমিটেড দীর্ঘ দিন যাবৎ ইলেকট্রিক কেবলস বাজারজাত করে আসছে। বিগত বছরের ন্যায় ব্যবসায়িক সম্পর্ক তরান্বিত করার লক্ষ্যে এলকো ওয়্যারস অ্যান্ড কেবলস লিমিটেডের ন্যাশনাল ডিলারস কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল ডিলারস কনফারেন্সে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক মাহমুদ মতিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী, পরিচালক (অর্থ) মো. গোলাম মোরশেদ রাসেল, পরিচালক (কর্পোরেট এ্যাফেয়ার্স) মো. কামাল হোসেন মজুমদার ডলার, নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপনন) সাফকাত শহীদ মোহাম্মাদ খৈয়াম, নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপনন) ডিএম আবু বকর সিদ্দিক, কোম্পানির হেড অব ট্রেড সেলস সুভাশীষ চক্রবর্তি।
এ ছাড়াও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিলারবৃন্দ ও প্রতিনিধি সহ উচ্চ পদস্থ কর্মকর্তাগন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
![](https://orthosongbad.com/wp-content/uploads/2023/02/Logo_OS_250_72.webp)
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের আরডিএসের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান
![ইসলামী ব্যাংকের আরডিএসের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান ব্লক](https://orthosongbad.com/wp-content/uploads/2025/02/scholarship.jpg)
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বগুড়া, রাজশাহী ও রংপুর জোনের পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বগুড়ার হোটেল মম-ইনে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের সদস্য-সন্তানদের মধ্যে বিভিন্ন প্রকৌশল, বিশেষায়িত ও পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের ১৯১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, ব্যাংকের রিটেইল ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু ছাঈদ মো. ইদ্রিস, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল ওয়াহেদ এবং বগুড়া ইমাম ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের রুরাল ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান এ.এফ.এম. আনিছুর রহমান ও ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া জোনপ্রধান শহীদুল্লাহ মজুমদার। শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী জোনপ্রধান মোহাম্মদ নুরুল করিম ও রংপুর জোনপ্রধান এ.কে.এম শাফিয়ার রহমান।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও পূর্বে বৃত্তিপ্রাপ্ত পেশাজীবীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন বুয়েটের শিক্ষার্থী রনি আহমেদ ও মোছা. দিলরুবা আলিয়া, ঢাকা মেডিক্যাল কলেজের রাতুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. আশ্রাফুল ইসলাম, দিলীপ কুমার দাস ও মোসা. আসমা বেগম, রাজশাহী মেডিক্যাল কলেজের মোসা. নুরে জান্নাত টুম্পা ও মো. আবুল খায়ের, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের লাভলি আক্তার বানু, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. মাহবুবুর রহমান ও নেসকো বগুড়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. রেদোয়ান হোসেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, সদস্য অভিভাবক এবং ব্যাংকের প্রধান কার্যালয় ও ৩টি জোনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম মাসুদ রহমান বলেন, ইসলামী ব্যাংক পিএলসি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবিস্মরণীয় অবদান রেখেছে । ব্যাংকের উন্নয়নের বাধা অপসারিত হয়েছে এবং আগামী দিনে ব্যাংক আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবে। ব্যাংকের জনকল্যাণমূলক কর্মসূচি আরো প্রসারিত হবে। তিনি জাতীয় উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য উদীয়মান শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক জাতি-ধর্ম নির্বিশেষে দেশের গণমানুষের ব্যাংক। আমানত-বিনিয়োগ, বৈদেশিক রেমিট্যান্স আহরণ, আমদানি-রপ্তানিসহ সকল ব্যবসায়িক সূচকে দেশের শীর্ষ অবস্থানের পাশাপাশি শিল্পায়ন, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে অবিরাম সহযোগীর ভূমিকা পালন করে যাচ্ছে। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প বিশ্বের বৃহত্তম ইসলামিক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি। পল্লী উন্নয়ন, দারিদ্র বিমোচন, সামাজিক বিকাশ ও নারীর ক্ষমতায়নে এ প্রকল্প অগ্রণী ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে জানানো হয়, ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প বর্তমানে ব্যাংকের ৫১৭টি অপারেটিং ইউনিটের অধীনে দেশের ৬৪ জেলার ৩৪ হাজারের বেশি গ্রামে ১৮ লাখ সদস্যের জীবনমান উন্নয়নে কাজ করছে। ব্যাংক ২০১২ সাল থেকে সহায়ক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষা সহায়তা, প্রশিক্ষণ, স্বাস্থ্যখাত, ত্রাণ ও পুনর্বাসন এবং পরিবেশ সুরক্ষা কার্যক্রমে ২৩৭ কোটি টাকা ব্যয় করেছে যার সরাসরি সুবিধাভোগী ১ কোটি ৯ লক্ষ মানুষ। এ সময়ে শুধু শিক্ষা খাতে ব্যয় করা হয়েছে ৯১ কোটি টাকা যার সুবিধাভোগী ৪ লাখ ৮০ হাজার জন। প্রকল্পের শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় গ্র্যাজুয়েশন ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষাসামগ্রী উপহার প্রদান করা হয়। এছাড়া এ কর্মসূচির আওতায় শিশুদের জন্য সারা দেশে ৬৮০টি প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও মক্তব পরিচালনা করা হচ্ছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
পছন্দের অ্যাকাউন্টে ভাতা গ্রহণ করছেন গর্ভবতী মায়েরা
![পছন্দের অ্যাকাউন্টে ভাতা গ্রহণ করছেন গর্ভবতী মায়েরা ব্লক](https://orthosongbad.com/wp-content/uploads/2025/02/vata.jpg)
অসচ্ছল গর্ভবতী মায়েদের গর্ভকালীন যত্ন এবং নবজাতক শিশুর স্বাস্থ্য ও পুষ্টি চাহিদা পূরণে সরকারের মাতৃত্বকালীন ভাতা জিটুপি (গভার্নমেন্ট টু পার্সন) পদ্ধতিতে পৌঁছে যাচ্ছে উপকারভোগীদের পছন্দের এমএফএস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে। ৩৬ মাসব্যাপী এই ভাতা কর্মসূচির আওতায় থাকা ১৬ লাখ উপকারভোগীর সকলেই তাদের পছন্দের মাধ্যমে ভাতা গ্রহণ করছেন। ঘরে বসেই সহজে, দ্রুত ও নিরাপদে সরকারি ভাতা গ্রহণ এবং তা ব্যবহারের সুযোগ থাকায় বেশিরভাগ মায়েরাই আস্থা রাখছেন তাদের বিকাশ অ্যাকাউন্টের উপর।
গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি নির্দেশকের উন্নয়ন, বয়সের তুলনায় কম উচ্চতার বা খর্বাকায় শিশু এবং কম ওজনের শিশু জন্ম সংখ্যা হ্রাস করার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ২০১৮-১৯ অর্থবছর থেকে অসচ্ছল গর্ভবতী মায়েদের ভাতা প্রদান করে আসছে। এক্ষেত্রে, মায়েদের পছন্দের উপর বেশি জোর দেয়া হয়েছে যেন তারা নিজেদের পছন্দের অ্যাকাউন্টে ভাতা গ্রহণ করার মাধ্যমে সময় বাঁচাতে পারেন এবং নিজের ও নবজাতকের যত্নে মনোনিবেশ করতে পারেন।
ঘরে বসেই নিজের বিকাশ অ্যাকাউন্টে ভাতার অর্থ গ্রহণ করছেন অসচ্ছল গর্ভবতী মায়েদের একটি বড় অংশ। তারা, খুব সহজে এবং নিরাপদে সেই অর্থ নিকটবর্তী এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করার পাশাপাশি বিকাশ অ্যাকাউন্ট থেকেই বিভিন্ন ধরনের ডিজিটাল লেনদেনও করতে পারছেন। পুষ্টিকর খাবার কেনা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, নবজাতকের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা সহ বিভিন্ন প্রয়োজনে ভাতার এই অর্থ গর্ভকাল ও এর পরবর্তী সময়ে ঝুঁকি ও অভিঘাত কমিয়ে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করছে।
উল্লেখ্য, নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে অসচ্ছল গর্ভবতী মায়েদের সহায়তা প্রদানের জন্য অসচ্ছল মা’র জন্য মাতৃত্বকাল ভাতা কর্মসূচি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তথা মহিলা বিষয়ক অধিদপ্তরের বিদ্যমান কর্মসূচিসমূহের মধ্যে অন্যতম। এখন অসচ্ছল গর্ভবতী মা প্রথম ও দ্বিতীয় (সর্বোচ্চ দুজন) সন্তানের জন্য মাতৃত্বকালীন মাসিক ভাতা পান। প্রতি মাসে ভাতা দেওয়ার পাশাপাশি তাদের জন্য পুষ্টি, শিশুর মনোসামাজিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ বিষয়েও নিয়মিত উঠান বৈঠকও আয়োজন করা হয়।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিজনেস রিভিউ মিটিং
![ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিজনেস রিভিউ মিটিং ব্লক](https://orthosongbad.com/wp-content/uploads/2025/02/meet.jpg)
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের ‘বিজনেস রিভিউ মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফেনীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, ইনভেস্টমেন্ট মনিটরিং এন্ড রিকোভারি ডিভিশনের প্রধান মিজানুর রহমান, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মো. আবদুস সালাম, পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান নাজিম আনওয়ার, কুমিল্লা অঞ্চলের প্রধান শামছুল করিম মজুমদার ও মার্কেটিং এন্ড বিজনেস ডেভোলপমেন্ট ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. খায়রুল হাসান সভায় বক্তব্য প্রদান করেন।
কুমিল্লা অঞ্চলের ২১টি শাখার ম্যানেজার ও অপারেশন ম্যানেজার, ১৯ টি উপ-শাখার ইনচার্জ, জেনারেল ব্যাংকিং ও বিনিয়োগ ইনচার্জসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ এতে অংশগ্রহণ করে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সিটি ব্যাংকের সঙ্গে ইফাদ মটরসের চুক্তি
![সিটি ব্যাংকের সঙ্গে ইফাদ মটরসের চুক্তি ব্লক](https://orthosongbad.com/wp-content/uploads/2025/02/agree.jpg)
দেশব্যাপী ইফাদ গ্রুপের ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধার পরিধি সুবিস্তৃত করতে সিটি ব্যাংক এবং ইফাদ গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির আওতায়, সারাদেশে রয়েল এনফিল্ড মটর-সাইকেল ডিস্ট্রিবিউশনে সিটি ব্যাংক ইফাদ গ্রুপকে ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা দেবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ সময় সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব করপোরেট ব্যাংকিং নুরুল্লাহ চৌধুরী, হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মোহাম্মদ মাহমুদ গণি, হেড অব করপোরেট এন্ড ইনস্টিটিউশনাল লায়াবিলিটি তাহসিন হক এবং ইফাদ গ্রুপের চিফ ফিনানশিয়াল অফিসার, সোহাদ্বীপ কে দাসসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
প্রাইম ব্যাংকের সাথে পেরোল চুক্তি করলো বিকাশ
![প্রাইম ব্যাংকের সাথে পেরোল চুক্তি করলো বিকাশ ব্লক](https://orthosongbad.com/wp-content/uploads/2025/02/agreement.jpg)
শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে সম্প্রতি পেরোল চুক্তি স্বাক্ষর করেছে বিকাশ লিমিটেড। এই অংশীদারিত্ব বিকাশের কর্মকর্তাদের জন্য আর্থিক ব্যবস্থাপনা ও বেতন প্রক্রিয়াকরণের দক্ষতা বৃদ্ধিতে একটি উল্লেখযোগ্য মাইলফলক।
এই চুক্তির অধীনে প্রাইম ব্যাংক বিকাশের কর্মকর্তাদের জন্য একটি নিরবিচ্ছিন্ন পে-রোল ব্যবস্থাপনা সমাধান প্রদান করবে, যা বেতন বিতরণ সহজতর করার পাশাপাশি বিশেষ ব্যাংকিং সেবা নিশ্চিত করবে। এর মাধ্যমে বিকাশের কর্মীরা দ্রুত ও নিরাপদ বেতন স্থানান্তর, ব্যক্তিগত ব্যাংকিং সেবার সুবিধা এবং আর্থিক পরামর্শ সেবা পাবেন। প্রাইম ব্যাংকের পে-রোল সমাধান প্রশাসনিক কাজের চাপ কমাবে এবং বেতন প্রক্রিয়াকরণে স্বচ্ছতা ও নীতিমালা অনুসরণ নিশ্চিত করবে।
প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম এ চৌধুরী এবং বিকাশ লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্স অফিসার মোহাম্মদ ফেরদৌস ইউসুফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ইভিপি ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের প্রধান মামুর আহমেদ, ভিপি ও পে-রোল ব্যাংকিং প্রধান হাসিনা ফারদৌস, এসভিপি (বিজনেস রিস্ক ম্যানেজমেন্ট) অনুপ কান্তি দাস এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (পে-রোল ব্যাংকিং) মুশফিক আহমেদ ফাহিম। বিকাশের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এইচআর বিভাগের প্রধান মাহমুদ আবদুল্লাহ হারুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রাইম ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম এ চৌধুরী বলেন, বিকাশ লিমিটেডের চাহিদা অনুযায়ী নিরবিচ্ছিন্ন ও নিরাপদ পে-রোল সমাধান দেওয়ার মাধ্যমে আমরা তাদের সাথে অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে পেরে গর্বিত। এই সহযোগিতা প্রতিষ্ঠান ও এর কর্মী উভয়কে শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘমেয়াদী ও মূল্যবোধনির্ভর সম্পর্ক গড়ে তুলবে।
বিকাশের চিফ হিউম্যান রিসোর্স অফিসার মোহাম্মদ ফেরদৌস ইউসুফ বলেন, পে-রোল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাইম ব্যাংকের সাথে আমাদের অংশীদারিত্ব গভীর করতে পেরে আনন্দিত। এই উদ্যোগ বিকাশ ও এর কর্মীদের জন্য উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে। প্রাইম ব্যাংককে এই অভিনব প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই।
কাফি