সারাদেশ
ঝিনাইদহে দক্ষিণে তারুণ্যের মহোৎসব অনুষ্ঠিত

ঝিনাইদহে প্রথমবারের মতো ‘ভলেন্টিয়ার ফর বাংলাদেশ’ (ভিবিডি) খুলনা ডিভিশনের উদ্যোগে দক্ষিণে তারুণ্যের মহোৎসব- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) সকাল ১০টা থেকে সারা দিনব্যাপি ঝিনাইদহের ড্রিম ভ্যালী পার্কের কনভেনশন কক্ষে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এ মহোৎসবে সর্বমোট ২১টি জেলার ১৩২ জন সেচ্ছাসেবী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভিবিডি এলামনাই এসোসিয়েশনের খুলনা ডিভিশনাল কনভেনর মো. আরিফ জিহাদ, ভিবিডি ন্যাশনাল বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার সাইফ বাবু এবং জেনেরাল সেক্রেটারী মো. মেহেদী হাসান ইমন ও খুলনা ডিভিশন বোর্ডের প্রেসিডেন্ট রেনেসা রহমান মুনমুন উপস্থিত ছিলেন।
খুলনা ডিভিশনের পাশাপাশি আয়োজক জেলা হিসেবে সার্বিক সহযোগিতা করেন ঝিনাইদহ জেলা বোর্ড মেম্বার্স ও সহযোগিতা করেন খুলনার অন্যান্য জেলার সদস্যরা।
এ সময়ে ভিবিডি ন্যাশনাল বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার সাইফ বাবু বলেন, ভলেন্টিয়ারিজম একটা ভালোবাসার জায়গা। এই ভালোবাসার জন্যই আমি, রেঁনেসা আপু, আরিফ ভাই একযুগ ভিবিডির সাথে আত্নিকভাবে জড়িত। এখানে অনেকে অনেক গুণে মেধাবী। আজ যারা যারা হোস্টিং করেছে, তারা চমৎকারভাবে কথা বলেছে। আমরা চাই প্রতিনিয়ত নতুন মুখ আসুক। কখনো অন্যের পরিচয়ে বড় হবেন না। কখনো একজনের কথার উপর ভিত্তি করে অন্যকে বিচার করবেন না।
এসময় ন্যাশনাল বোর্ডের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন বলেন, দক্ষিণে তারুণ্যের এই মহোৎসবে আমি উপস্থিত হতে পেরে আনন্দিত। আমার যাত্রা শুরু হয় ঝিনাইদহ জেলার একজন সাধারন ভলিন্টিয়ার হিসাবে, সবার ভালোবাসায় ও অনুপ্রেরণায় আজ আমি আজ ন্যাশনাল বোর্ডে। এখন সারা বাংলাদেশ থেকে আপনাদেরমত স্বপ্নবাজ সেচ্ছাসেবীদের কাজগুলো থেকে প্রতিদিন অনুপ্রাণিত হচ্ছি। ভিবিডির এ সকল তরুণরা এসডিজি লক্ষ্যসমূহ বাস্তবায়নে সফলভাবে কাজ করছে এবং আগামীতেও করভি ভাইয়ের সফল নেতৃত্বে আমরা আরও কাজ করে যাবো।
এসময়ে ভিবিডির এলামনাই এসোসিয়েশনের খুলনা ডিভিশনের কনভেনিয়র মো. আরিফ জিহাদ বলেন, ভিবিডি আমার হৃদয়ে, এর টানেই বার বার ফিরে আসি। সবার ভালোবাসায় আমি আপ্লুত।
ঝিনাইদহ জেলার প্রেসিডেন্ট অবশেষে সবাইকে ধন্যবাদ জানান এবং বলেন এ তারুণ্য মহোৎসবে ঝিনাইদহের সংসদ সদস্য ২ আসনের এমপি মহোদয়ের নাসের শাহরিয়ার জাহেদী, ইউএনও রাজিয়া আক্তার চৌধুরী সার্বিক দিক নির্দেশনায় এ অনুষ্ঠান সাফল্যমন্ডিত হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন জাহেদী ফাউন্ডেশন, জেলা পরিষদ, ঝিনাইদহ এবং নিরাপত্তার জন্য সার্বিক সহযোগীতা করেন মো. আজিম উল আহসান, পুলিশ সুপার, ঝিনাইদহ জেলা।
অর্থসংবাদ/সাকিব/এসএম

সারাদেশ
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।
বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা ৩৫ মনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এই হামলা চালানো হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাদেশ
গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়ি বহরে হামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। এসময় তাদের সঙ্গে কথা বলতে গেলে ইউএনওর গাড়ি বহরে এ হামলার ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে। তাদের কর্মসূচি বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা প্রথমে পুলিশের ওপর হামলা করে, পরে আমার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায়।
কাফি
সারাদেশ
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিলো ছাত্রলীগ

দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান।
তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় হতাহতের তথ্য এখনও পাইনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
কাফি
সারাদেশ
বঙ্গোপসাগরে ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশের দায়ে ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছে নৌবাহিনী।
সোমবার (১৪ জুলাই) ভোরে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া থেকে এ ট্রলার দুটি জব্দ করে বানৌজা খালিদ বিন ওয়ালিদ। পরে আটক ওই ট্রলার দুটি নিয়ে মোংলার দিগরাজের নৌঘাঁটির উদ্দেশে রওনা হয়েছে।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, ট্রলার দুটিতে থাকা বিপুল পরিমাণ মাছ নিলামে বিক্রি করা হবে। পরে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ভারতীয় ট্রলার ও জেলে আটকের খবর পেয়েছি। থানায় হস্তান্তর করার পর বিস্তারিত জানানো হবে।
সারাদেশ
মিটফোর্ডে হত্যার শিকার সোহাগের পরিবারকে অর্থ সহায়তা দিলো বিএনপি

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে পৈশাচিকভাবে হত্যার শিকার বরগুনার সন্তান ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগের নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে বরগুনায় শোকসভা ও মানবিক সহায়তা প্রদান করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোহাগের পরিবারের পাশে দাঁড়ান বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।
রবিবার (১৩ জুলাই) বিকেলে পাথরঘাটা উপজেলার কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শোকসভার মাধ্যমে সোহাগের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এসময় নূরুল ইসলাম মনি বলেন, তারেক রহমানের নির্দেশে তিনি শোকসন্তপ্ত পরিবারের কাছে সমবেদনা জানাতে এসেছেন।
তিনি আরও বলেন, সোহাগ বিএনপির রাজনীতি করতেন। সোহাগ হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করে লাভ হবে না। একইসঙ্গে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নূরুল ইসলাম।
শোকসভায় জেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।