আন্তর্জাতিক
সিঙ্গাপুরের দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়ছে চীনে

বিদেশী বিনিয়োগ ও ব্যবসায়িক উদ্যোগকে সমর্থন জানাতে সম্প্রতি অবকাঠামো ও নীতিগত সুবিধা বিস্তৃত করেছে চীন। শ্রমশক্তি ও ভোক্তার সংখ্যায়ও এগিয়ে রয়েছে দেশটি। এশিয়ার বৃহত্তম এ অর্থনীতি ভূরাজনৈতিক কারণে বিভিন্ন পক্ষ থেকে কোণঠাসা হয়ে পড়লেও এর বিপরীতে ব্যবসায়িক সুবিধাগুলো অনেক দেশের কাছে এখন লোভনীয়। বিষয়গুলো বিবেচনায় নিয়ে চীনকে ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এশিয়ার আরেক দেশ সিঙ্গাপুর।
সিঙ্গাপুরের কোম্পানিগুলোকে বিদেশে ব্যবসা সম্প্রসারণে সহায়তা দেয় এন্টারপ্রাইজ সিঙ্গাপুর (এন্টারপ্রাইজএসজি)। গত দুই বছরে তিন শতাধিক প্রকল্পের মাধ্যমে চীনের বাজারে সিঙ্গাপুরের ব্যবসায়ীদের উপস্থিতি বাড়াতে সাহায্য করেছে সরকারি সংস্থাটি।
চীনের প্রতি সিঙ্গাপুরের সাম্প্রতিক এ আগ্রহ নিয়ে এন্টারপ্রাইজএসজির নির্বাহী পরিচালক (চীন) সিম চুন সিওং বলেন, চীনে শক্তিশালী সরবরাহ চেইন অবকাঠামো ও দক্ষ কর্মী বাহিনী রয়েছে। এখানে ডিজিটাল অর্থনীতি, সবুজ অর্থনীতির পাশাপাশি স্বাস্থ্যসেবার মতো ক্ষেত্রে নতুন কাজের সুযোগ রয়েছে।
চীনের বাজারে প্রবেশের জন্য ২০২৩ সালে ২৫০টি সংস্থা এন্টারপ্রাইজএসজির মার্কেট রেডিনেস অ্যাসিস্ট্যান্স গ্র্যান্ট নামের সহায়তা পেয়েছে, যা ২০২২ সালের তুলনায় ৫০ শতাংশ বেশি।
সাংহাই ও চেংদুর সিঙ্গাপুর চায়নিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিঙ্গাপুর এন্টারপ্রাইজ সেন্টারের সঙ্গে কাজ করছে এন্টারপ্রাইজএসজি। সিম চুন সিওং জানান, চীনের বাজার সম্পর্কে সিঙ্গাপুরে আগ্রহ বেড়েছে। আগের বছরের তুলনায় ২০২৩ সালে এ ধরনের অনুসন্ধান ছিল ৫০ শতাংশ বেশি।
চীনে বাজারের নতুন উপস্থিতি ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের (এসবিএফ) প্রধান নির্বাহী কোক পিং সুন। তিনি বলেন, পুরোপুরি প্রতিযোগিতামূলক বা তুলনামূলক সুবিধার ওপর ভিত্তি করে নয়, এখন ভূরাজনৈতিকভাবে যুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগ বরাদ্দ ও বাণিজ্যপ্রবাহ আরো বেশি কেন্দ্রীভূত হয়ে উঠছে। এর মধ্যে চীন এখনো সিঙ্গাপুরের অনেক কোম্পানির জন্য আসিয়ানের বাইরে গুরুত্বপূর্ণ একটি বাজার।
বিদেশী কোম্পানি ও বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য সম্প্রতি নীতিগত সুবিধা প্রবর্তন করেছে বেইজিং। এর মধ্যে বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ ও উৎপাদন খাতে বিদেশী বিনিয়োগের বাধা দূরীকরণ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ২০২৩ সালে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে পরিষেবা খাতে সিঙ্গাপুরের ব্যবসায়িক উদ্যোগগুলো সুবিধা পাচ্ছে।
কোক পিং সুন জানান, নির্মাণ, খুচরা ও পাইকারি, স্থাপত্য ও নগর পরিকল্পনা এবং প্রযুক্তি পরিষেবার মতো কোম্পানি বিদেশী ইকুইটি সীমার অধীন হবে না। বরং সিঙ্গাপুরের বিনিয়োগকারী ও পরিষেবাদাতারা সংশোধিত চুক্তির অধীনে আরো উদার ও স্বচ্ছ নিয়ম উপভোগ করবেন।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন কভিড-১৯-পরবর্তী পুনরুদ্ধার প্রক্রিয়ায় নানাভাবে হোঁচট খেলেও চলতি বছরের প্রথম প্রান্তিকে পূর্বাভাসের চেয়ে প্রবৃদ্ধি অর্জন করেছে। রয়টার্স জরিপে বিশ্লেষকরা ৪ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিলেও এ প্রান্তিকে অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ সম্প্রসারণ হয়েছে।
সিঙ্গাপুরের লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রস্তুতকারক ডুরাপাওয়ার হোল্ডিংস চীনে বিস্তৃত পরিসরে ব্যবসা করছে। গত মার্চে সুঝোতে একটি ৩২ হাজার ৫০০ বর্গমিটার আয়তনের কারখানা তৈরি করেছে, যা ২০২৫ সালের মাঝামাঝি সময়ে শেষ হবে। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা কেলভিন লিম বলেন, এ সম্প্রসারণ ডুরাপাওয়ারকে চীনা ও আঞ্চলিক চাহিদা মেটাতে সাহায্য করবে।
সাম্প্রতিক বছরগুলোয় সিঙ্গাপুরের ওসিবিসি ব্যাংক চীনের গুরুত্বপূর্ণ শহরগুলোয় নেটওয়ার্ক বিস্তৃত করেছে। দেশটির ১৪টি শহরে ১৬টি শাখা ও উপশাখা চালু করেছে। ওসিবিসি চীনের প্রধান নির্বাহী আং ইং সিওং জানান, আসিয়ান সদস্যকে সুযোগ দিয়ে থাকে চীন। সে সুযোগ কাছে লাগাচ্ছে সিঙ্গাপুর।
তিনি বলেন, অঞ্চল হিসেবে আসিয়ান চীনের বৃহত্তম বাণিজ্য অংশীদার। আসিয়ান বৃহত্তর চীনের বাণিজ্য ও বিনিয়োগপ্রবাহ আমাদের জন্য বিশাল সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ কাজে লাগানো আমাদের করপোরেট কৌশলের মূল স্তম্ভগুলোর অন্যতম।
সিঙ্গাপুরকে কেন্দ্র করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো আসিয়ান দেশে কাজ করে এমন চীনা কোম্পানিগুলোকে পরিষেবা দেয় ওসিবিসি। আর্থিক প্রতিষ্ঠানটি ২০২৩ সালে বলেছিল, আসিয়ান ও বৃহত্তর চীনকে লক্ষ রেখে ২০২৫ সালের মধ্যে আয় ৩০০ কোটি ডলারে উন্নীত করতে চায়।
আং ইং সিওং জানান, কর্মীর প্রাচুর্য চীনে বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। বর্তমানে দেশটির শ্রমশক্তি ৮০ কোটির বেশি। ২০২৪ সালে এখানকার প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী স্নাতক শেষ করবেন।
তিনি বলেন, চীন গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়াতেও প্রস্তুত। এখানে বিনিয়োগের প্রধান দিক হলো ডিজিটাল ও সবুজ অর্থনীতি। চীনের শক্তিশালী উৎপাদনক্ষমতা ও বিস্তৃত ভোক্তা বাজার বিদেশী বিনিয়োগকারীদের যথেষ্ট প্রবৃদ্ধি ও বিনিয়োগের সুযোগ দেয়।

আন্তর্জাতিক
৭% প্রবৃদ্ধির স্বপ্ন দেখছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার শ্রম ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী অনীল জয়ন্তা ফার্নান্দো রয়টার্সকে জানান, ২০২২ সালের ভয়াবহ সংকটের পর এখন তার দেশ স্থিতিশীল অবস্থায় ফিরে এসেছে। তিনি জনগণ ও বিনিয়োগকারীদের প্রতি অর্থনীতির ব্যাপারে ‘আশাবাদী’ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আগামী বছর আমাদের লক্ষ্য হবে ৫ থেকে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন, এবং দীর্ঘমেয়াদে আমরা ৬ থেকে ৭ শতাংশে পৌঁছাতে চাই।” ২০২৬ সালে সরকার উন্নয়ন ব্যয় ৮% বাড়িয়ে রেকর্ড ১.৪ ট্রিলিয়ন রুপি বা ৪.৬৪ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা করেছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৩ সালের মার্চ মাসে শ্রীলঙ্কাকে সহায়তা দিয়েছিল। আইএমএফ এই বছর শ্রীলঙ্কার জিডিপিতে ৩.৩% এবং ২০২৬ সালে ৫.২% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। ফার্নান্দো জানান, তারা আগামী বছর থেকে স্বাভাবিক বাজেট চক্রে ফিরতে চায়।
অনীল জয়ন্তা ফার্নান্দো আরও জানান, শ্রীলঙ্কা এখন কেবল জরুরি বিনিয়োগের জন্য ঋণ নেবে এবং বড় প্রকল্প ও প্রযুক্তি স্থানান্তরের সঙ্গে যুক্ত কৌশলগত বৈদেশিক ঋণে অগ্রাধিকার দেবে। অতিরিক্ত ঋণের বোঝা কমাতে তারা ২০৩২ সালের মধ্যে ঋণ-জিডিপি অনুপাত ৯৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।
ফার্নান্দো আশা করেন, ২০২৬ সালে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) দ্বিগুণের বেশি বেড়ে ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এর বেশিরভাগই আসবে চীন, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে।
এছাড়া, এ বছর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স রেকর্ড ৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা গত বছরের ৬৫৭ কোটি ডলার এবং ২০১৬ সালের সর্বোচ্চ ৭২৪ কোটি ডলারকেও ছাড়িয়ে যাবে। বিশ্লেষকরা মনে করেন, কঠোর মুদ্রানীতি, রাজস্ব সংস্কার এবং আইএমএফ-এর সহায়তার ফলেই শ্রীলঙ্কার অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, যা দেশটির মূল্যস্ফীতিকে ৭০% থেকে নামিয়ে এনে স্থিতিশীল করেছে।
আন্তর্জাতিক
এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো পর্তুগাল

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে পর্তুগাল।
রবিবার (২১ সেপ্টেম্বর) পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল এক ঘোষণায় বলেন, পর্তুগিজ সরকার এখন থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেষণের আগে এক সংবাদ সম্মেলনে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।
তিনি বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া পর্তুগিজ পররাষ্ট্র নীতির একটি মৌলিক, ধারাবাহিক এবং অপরিহার্য দিক।
পাওলো রাঞ্জেল বলেন, পর্তুগাল একটি ন্যায্য ও স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে একটি টেকসই পথ হিসেবে মনে করে।
পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার অর্থ এই নয় যে, গাজার মানবিক বিপর্যয় মুছে যাচ্ছে। তিনি গাজা উপত্যকায় চলমান দুর্ভিক্ষ, ধ্বংসযজ্ঞ এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের তীব্র নিন্দা জানান।
এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না।
আন্তর্জাতিক
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়া

ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার (২১ সেপ্টেম্বর) তিনটি দেশ পর্যায়ক্রমে এ ঘোষণা দেয়।
এরমধ্যে প্রথম ঘোষণা আসে কানাডার পক্ষ থেকে। এরপর দ্বিতীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়া ও সর্বশেষে যুক্তরাজ্য ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে আমি আজ অসাধারণ এ দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
অপরদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। একইসঙ্গে ফিলিস্তিন এবং ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যত গঠনে অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছে।
কানাডা ও অস্ট্রেলিয়া জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছিল। তবে এরআগেই স্বীকৃতির ঘোষণা দিলো তারা। অপরদিকে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, আজ রোববার যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনিকে স্বীকৃতি প্রদান করবে।
চলতি বছরের জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যে যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হয় এবং দীর্ঘমেয়াদি টেকসই শান্তিচুক্তির প্রতিশ্রুতি না দেয়, তবে যুক্তরাজ্য তাদের অবস্থান পাল্টাবে। এটি ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন, কারণ এতদিন ধরে দেশটির সরকারগুলো ধারাবাহিকভাবে বলছিল, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আসবে কেবল শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং সর্বোচ্চ প্রভাব ফেলতে পারে এমন সময়ে।
এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি সরকার, বন্দিদের পরিবার এবং কিছু কনজারভেটিভ নেতা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এমন পদক্ষেপ “সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে”। তবে ব্রিটিশ মন্ত্রীরা বলছেন, দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আশা বাঁচিয়ে রাখতে পদক্ষেপ নেওয়াটা নৈতিক দায়িত্ব।
আন্তর্জাতিক
ভারতে বাংলাদেশের ইলিশ নিয়ে কাড়াকাড়ি

এ বছর বাংলাদেশ থেকে ভারতে ইলিশের প্রথম চালান পৌঁছানোর পর কলকাতার বাজারে তা নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়েছে। প্রথম দিনেই উচ্চমূল্য সত্ত্বেও ক্রেতারা সব ইলিশ লুফে নিয়েছেন। তবে সামনে আরও চালান আসার সম্ভাবনায় দাম কমার আশা করছেন তারা।
শনিবার (২০ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার জনপ্রিয় বাজারগুলোতে প্রায় ১ কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার রুপিতে বিক্রি হয়েছে। আর ১.৫ কেজির বেশি ওজনের বড় ইলিশের দাম ছিল ২,৫০০ রুপি প্রতি কেজি। দুর্গাপূজার জন্য অপেক্ষায় থাকা ক্রেতারা এই দামেই বিপুল আগ্রহ নিয়ে ইলিশ কিনেছেন।
কসবার একজন মাছ বিক্রেতা অতুল দাস জানান, কিছু ক্রেতা যেকোনো মূল্যে ইলিশ কিনতে চেয়েছিলেন, যদিও অনেকের কাছে দামটা একটু বেশি মনে হয়েছে। তিনি আশা করছেন, সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে।
প্রথম চালানে সীমিত সরবরাহ থাকায় হাওড়ার পাইকারি বাজারেও দাম চড়া ছিল। সেখানে ১ কেজির বেশি ওজনের ইলিশ ১,৫০০ থেকে ১,৮০০ রুপিতে এবং এর চেয়েও বড় ইলিশ ২,০০০ রুপিতে বিক্রি হয়েছে।
এ বছর দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার মোট ৩৭ জন রপ্তানিকারককে ১,২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। প্রথম চালানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১ হাজার ১৯২ কেজি ইলিশ ত্রিপুরায় গেছে, আর বেনাপোল বন্দর দিয়ে গেছে প্রায় ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ।
প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ ডলার ৫০ সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,৫২৫ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ইলিশ রপ্তানি ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও ভালো করবে। তবে সাধারণ ক্রেতাদের আশঙ্কা, এর ফলে বাংলাদেশের বাজারে ইলিশের দাম বেড়ে যেতে পারে।
আন্তর্জাতিক
সাইবার হামলা: ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল

ইউরোপের বড় বড় বিমানবন্দরগুলোতে চেক-ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিনস অ্যারোস্পেসের ওয়েব সাইটে সাইবার হামলা হয়েছে। এতে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের বেশ কয়েকটি এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।
এক বিবৃতিতে কলিন্স অ্যারোস্পেস জানিয়েছে, ‘প্রযুক্তিগত ত্রুটি’র কারণে সংস্থাটি আপাতত পরিষেবা দিতে পারছে না এবং ত্রুটি সারাতে সময় লাগবে।
প্রসঙ্গত বিশ্বের বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থা (এয়ারলাইন্স) এবং বিমানবন্দরে পরিষেবা প্রদান করে কলিন্স অ্যারোস্পেস। ইউরোপভিত্তিক বেশিরভাগ বিমান পরিবহন সংস্থা কলিন্স অ্যারোস্পেসের পরিষেবার গ্রাহক। সাইবার হামলার ফলে বিমানের চেক-ইন ও বোর্ডিং পরিষেবা বন্ধ হয়ে গেছে। ফলে এয়ারলাইন্সগুলোও তাদের ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছে।
লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর ইতোমধ্যে যাত্রীদের ফোন নাম্বারে বার্তা প্রদানের মাধ্যমে ফ্লাইট বাতিলের ব্যাপারটি অবহিত করেছে।
ইউরোপের সব বড় বিমানবন্দর অবশ্য এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি। ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখ বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক আছে।
ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তা বলেছেন, ইন্টারনেট পরিষেবা যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে যাত্রীদের পরিষেবা প্রদান করা হবে।
“এটা একটু সময়সাপেক্ষ ব্যাপার। যদি শিগগিরই কলিন্স অ্যারোস্পেসের ত্রুটি না সারে, তাহলে প্রতিটি ফ্লাইটের ডিপার্চার সময় ৫৪ মিনিট পিছিয়ে যাবে”, ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে বলেছেন ওই কর্মকর্তা।
সূত্র : ডেইলি মেইল