কর্পোরেট সংবাদ
এনআরবি ব্যাংক ও এএমজেড হাসপাতালের মধ্যে চুক্তি

এনআরবি ব্যাংক লিমিটেড এবং এএমজেড হাসপাতাল লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এই চুক্তির অধীনে এনআরবি ব্যাংকের সকল ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহক এবং ব্যাংক কর্মকর্তাগণ এ এম জেড হাসপাতাল থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন।
এনআরবি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলাদার এবং এ এম জেড হাসপাতাল লিমিটেডের উপদেষ্টা কর্নেল মো. আরশাদুজ্জামান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ব্যাংকের কার্ড ডিভিশনের ইনচার্জ খাজা ওয়াছিউল্লাহ, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের প্রধান মো. শফিকুল হাসান, এ এম জেড হাসপাতালের ম্যানেজার, মো. ফয়সাল হালিমসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কাফি

কর্পোরেট সংবাদ
এনআরবিসি ব্যাংকের রংপুর জোনের টাউন হল মিটিং

এনআরবিসি ব্যাংকের রংপুর জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) রংপুরের একটি হোটেল এ মিটিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ, রাজশাহী ও রংপুর জোনাল হেড অসীম কুমার দাস ও শাখা-উপশাখাগুলোর সকলস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, উত্তরবঙ্গের এই জেলাগুলোতে ক্ষুদ্রঋণের প্রসারের মাধ্যমে ব্যাংক কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এই জেলাগুলোর প্রান্তিক পর্যায়ের মানুষদের জন্য সিএমএসএমই খাতে ঋণের প্রবাহ বৃদ্ধিতে ব্যাংক মনোযোগ দেবে।
এসময় নিয়ন্ত্রক সংস্থা প্রণীত নিয়মনীতি মেনে স্বচ্ছতার সাথে ঋণ প্রদানে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেন। একই সাথে ঋণ আদায়ের উপর গুরত্বারোপ করেন। সভায় কিভাবে সুশাসন ফিরিয়ে এনে মুনাফা ও গুণগত সম্পদ বৃদ্ধি করা যায়, সে বিষয়ে নিদের্শনা প্রদান করেন তিনি।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, আমাদের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ইতোমধ্যে প্রান্তিক মানুষের মধ্যে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে; এতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। এই অঞ্চলে আরো বেশি উদ্যোক্তা তৈরিতে এবং মানুষের আস্থা বাড়াতে গ্রাহকসেবার মান উন্নত করতে নির্দেশনা প্রদান করেন। এসময়, সুশাসন, জবাবদিহিতা এবং স্বচ্ছতা প্রতিষ্ঠায় সকল কর্মকর্তার প্রতি আহবান জানান তিনি।
কর্পোরেট সংবাদ
আইএফআইসি ব্যাংকে ‘মিট দ্য সিনিয়র ম্যানেজমেন্ট’

আইএফআইসি ব্যাংকে অনুষ্ঠিত হলো ‘মিট দ্য সিনিয়র ম্যানেজমেন্ট’ শীর্ষক অনুষ্ঠান। ব্যাংকের ডাটা প্রসেসিং ও আইটি সিস্টেম ম্যানেজমেন্ট এবং লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগে যোগ দেওয়া ম্যানেজমেন্ট ট্রেইনিদের উদ্দেশ্যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
গত ৩ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র মানেজমেন্ট টিমের সদস্যদের উপস্থিতিতে এতে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা।
এ সময় তিনি বলেন, ভবিষ্যত ব্যাংকিংয়ে সফলভাবে অবদান রাখতে হলে তরুণ ম্যানেজমেন্ট ট্রেইনিদের পেশাদারিত্ব, উদ্ধাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আন্তরিকতা, দক্ষতা ও কর্পোরেট সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে দায়িত্ব পালনের প্রতিও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম এর সদস্যরা নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনিদের অভিনন্দন জানান এবং তাদের নতুন পথ চলায় সার্বিক সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন।
কর্পোরেট সংবাদ
বাংলাদেশ ব্যাংকের নারীর আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচিতে আইপিডিসি

বাংলাদেশ ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত নারীর আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক বিভাগীয় কর্মশালাতে অংশ নিয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। রাজশাহীর গোদাগাড়ীর সাফিনা পার্ক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলের অংশ হিসেবে নারীদের আর্থিক সেবায় প্রবেশাধিকার বাড়ানো ও চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন।
একটি দায়িত্বশীল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে আইপিডিসি নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও প্রথমবারের মতো ঋণ গ্রহণে উৎসাহিত করতে তাদের সক্রিয় ভূমিকা তুলে ধরে। কর্মশালায় আইপিডিসি একটি ইন্টার্যাকটিভ স্টল পরিচালনা করে, যেখানে প্রদর্শিত হয় তাদের প্রধান উদ্যোগ ‘জয়ী’, নারীদের জন্য উপযোগী এসএমই ঋণ সমাধান এবং অর্থায়নের সুযোগ পেয়ে জীবন বদলে ফেলা সফল নারীদের অনুপ্রেরণামূলক গল্প। অংশগ্রহণকারীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই স্টলে নারীদের জন্য আইপিডিসির কমিউনিটি পর্যায়ের কার্যক্রম ও আর্থিক শিক্ষামূলক কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আইপিডিসির একজন প্রতিনিধি প্রতিষ্ঠানের জেন্ডার-ইনক্লুসিভ ফাইনান্সের (লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন) প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরেন এবং সহানুভূতিশীল, সহজলভ্য ও নৈতিক আর্থিক সেবার গুরুত্বের ওপর জোর দেন। তার বক্তব্য কর্মশালার মূল লক্ষ্য গ্রামীণ ও শহরতলির নারীদের হাতের নাগালে আর্থিক সুযোগ পৌঁছে দেওয়ার প্রচেষ্টার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল।
আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, আরও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার জন্য বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিভঙ্গির সাথে একাত্ম হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ‘জয়ী’ এবং এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা দেশের প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে নারীরা শুধু ঋণগ্রহীতা নয়, বরং নিজেদের কমিউনিটিতে পরিবর্তনের পথিকৃৎ হয়ে উঠবেন বলে আমি বিশ্বাস করি।
সামাজিক সুরক্ষা কর্মসূচি, সক্ষমতা উন্নয়ন উদ্যোগ এবং নীতি কাঠামোর মাধ্যমে বাংলাদেশের নারীদের আর্থিক ক্ষমতায়নকে আরও এগিয়ে নিতে কর্মশালায় সরকার, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও এবং কমিউনিটির প্রতিনিধিরা একত্রিত হয়ে আলোচনা করেন।
কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে আইপিডিসি আবারও প্রমাণ করেছে, তারা একটি দূরদৃষ্টিসম্পন্ন ও সামাজিকভাবে দায়িত্বশীল আর্থিক প্রতিষ্ঠান, যা দেশের সামগ্রিক উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নারীদের আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিয়ে আইপিডিসি একটি ন্যায়সঙ্গত ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলতে রূপান্তরমূলক ভূমিকা পালন করে যাচ্ছে।
কর্পোরেট সংবাদ
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বারভিডার রক্তদান কর্মসূচি

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) দিনব্যাপী রক্তদান কর্মসূচি পালন করেছে।
শনিবার (৯ আগস্ট) সংগঠনের বিজয়নগর কার্যালয়ে সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে কারিগরি সহায়তা প্রদান করেছে সন্ধানী’র ঢাকা মেডিকেল কলেজ ইউনিট।
বারভিডা প্রেসিডেন্ট আবদুল হক এবং সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান সকালে রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন। এসময় বারভিডার ভাইস প্রেসিডেন্ট মোহা. সাইফুল ইসলাম (সম্রাট), অর্গানাইজিং সেক্রেটারি জোবায়ের রহমান, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি এস.এম. মনসুরুল কবির (লিংকন), কালচারাল সেক্রেটারি মো. গোলাম রাব্বানি (শান্ত) এবং কার্যনির্বাহী সদস্য মো. আকতার হোসেন মজুমদার ও মো. হুমায়ুন কবীর ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া বারভিডার কার্যনির্বাহী সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ এবং সংগঠনের অফিসিয়ালবৃন্দ কর্মসূচিতে রক্তদান করেন।
উল্লেখ্য, বারভিডা ৪ দশকেরও বেশি সময় ধরে জাপানের সর্বাধুনিক প্রযুক্তির পরিবেশ-বান্ধব রিকন্ডিশন্ড গাড়ি আমদানি ও বাজারজাতকরণের মাধ্যমে দেশের পরিবহন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ সহযোগিতা করে চলেছে। বিভিন্ন মানবসেবামূলক কার্যক্রমের মাধ্যমেও বারভিডা সামাজিক দায়িত্ব পালন করে যেতে অঙ্গীকারাবদ্ধ।
কাফি
কর্পোরেট সংবাদ
রয়েল এনফিল্ডের ‘রয়েল রাইডারস র্যালি ৩৬ জুলাই’

জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ডের রাইডারদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী র্যালির আয়োজন করেছে রয়েল এনফিল্ড ক্লাব বাংলাদেশ। আয়োজিত র্যালিটির নামকরণ করা হয় “রয়েল রাইডারস র্যালি–৩৬ জুলাই”।
গত মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর ৩০০ ফিট রোড এ’র ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’তে বিকেল ৩টায় আইসিসিবির সামনে থেকে রয়েল এনফিল্ড রাইডাররা একত্রে র্যালিটি শুরু করেন। র্যালিটি শেষ হয় নিলা মার্কেট এলাকায়। সেখানে ফটোসেশন ও পরে চা-আড্ডা, হাস্যরস ও রাইডারদের আন্তরিকতায় মুহূর্তগুলো হয়ে ওঠে আরও আনন্দময়।
এই আয়োজনের মূল উদ্যোক্তা ও পরিকল্পনাকারী ছিলেন রয়েল এনফিল্ড ক্লাব বাংলাদেশের অ্যাডমিন আব্দুল্লাহ বিন খুরশীদ। এই আয়োজন সফল করতে বেশ কয়েকজন সদস্য সহযোগিতা করেন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে। এছাড়াও টি-শার্ট ব্যবস্থাপনা, চা-নাশতার দায়িত্ব, আবার কেউ গোটা আয়োজনে নীরবে সহযোগিতা করেন।
আয়োজক আব্দুল্লাহ বিন খুরশীদ বলেন, এই ইভেন্টটি আমার পরিকল্পনায় সংগঠিত হয়েছে এবং ক্লাবের পক্ষ থেকে আমি গর্বিত এমন একটি আয়োজনে নেতৃত্ব দিতে পেরে। আমি আশাকরি ভবিষ্যতে আরও বড় পরিসরে আরও বেশি রয়েল এনফিল্ড প্রেমীদের নিয়ে স্মরণীয় রাইড আয়োজন করতে পারব।
এই র্যালি ক্লাবের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে থাকবে বলে জানান অংশগ্রহণকারীরা।
কাফি